রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা ঢাকার আদালতে ইতিহাসের সর্বোচ্চ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আইন, বিচার এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ সম্প্রতি ঢাকার আদালতগুলোয় রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করতে ৬৫৯ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। আর ঢাকা মহানগর দায়রা আদালত, ঢাকা জেলা ও দায়রা আদালতে ১৪৫ জন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। অথচ জেলা দায়রা বা মহানগর দায়রা আদালতে একেকটি এজলাসে বিচারকাজ পরিচালনা করতে রাষ্ট্রপক্ষে সাধারণত সর্বোচ্চ ১০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। কিন্তু সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৮৪ জন এবং ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে ৬১ জন বিভিন্ন পদমর্যাদার সরকারি আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এর আগে মহানগর দায়রা জজ আদালতে চার এবং জেলা দায়রা জজ আদালতে ৯ জন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। এখন চারজনের স্থলে ৮৪ এবং ৯ জনের স্থলে ৬১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিগত সরকারের বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া ৫০০-এর বেশি আইন কর্মকর্তার অনুপস্থিতিতে ঢাকার আদালতের কার্যক্রমে অচলাবস্থা চলছিল। কারণ দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীপন্থি আইনজীবীরা আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপি (গভমেন্ট প্লিডার), সহকারী পিপি, সহকারী জিপি পদমর্যাদার ৬৫৯ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। যা ঢাকার আদালতের ইতিহাসে একসঙ্গে এতো নিয়োগ সর্বোচ্চ। সূত্র জানায়, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মহানগর পাবলিক প্রসিকিউটর একজন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ২৬ জন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৫৭ জন নিয়োগ পেয়েছেন। এর আগে মহানগর পাবলিক প্রসিকিউটর একজন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিল তিনজন। জেলা দায়রা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা পরিচালনার জন্য নিয়োগ পেয়েছেন ৪৫ জন আইন কর্মকর্তা। একই সঙ্গে ফৌজদারি মামলা পরিচালনা করার জন্য নিয়োগ পেয়েছেন ১৬ জন। দেওয়ানি মামলায় ১০ জন অতিরিক্ত জিপি ও ৩৪ জন সহকারী জিপি নিয়োগ পেয়েছেন। ঢাকার আদালত এলাকায় ফৌজদারি, দেওয়ানি ও অন্যান্য মামলার বিচারকাজ পরিচালনা করতে এজলাস রয়েছে দেড়শোর মতো। সূত্র আরো জানায়, এতোদিন বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল, নারী ও শিশু ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল, জননিরাপত্তা ট্রাইব্যুনাল, বিভাগীয় বিশেষ জজ ও পরিবেশ আপিল আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা মহানগর পিপির অধীনে ছিলেন। কিন্তু সম্প্রতি আইন মন্ত্রণালয় থেকে আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ দেয়ার গেজেট প্রকাশ করেছে। এদিকে আইনজীবীদের মতে, ঢাকার এজলাসগুলোয় স্থানের সংকুলান আছে। আদালতগুলোয় সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন আইনজীবী বসতে পারেন। একটি আদালতে এতো বেশিসংখ্যক সরকারি আইন কর্মকর্তা নিয়োগের ফলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এর আগে কোনো সরকার একসঙ্গে এত বেশিসংখ্যক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ করেনি। নির্বাচিত সরকার এসে দলীয় বিবেচনায় আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে। বর্তমান সরকার কোনো দলের নয়, তাই তারা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না। আদালতে এতো বিপুলসংখ্যক আইন কর্মকর্তা নিয়োগ কোনোভাবে কাম্য নয়, এতে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম মিয়া জানান, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমি এমন নিয়োগ দেখিনি।