বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কাস পার্টির বরিশাল জেলা সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ও চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এবং ফারজানা বিনতে ওহাবসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।