পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিয়েক্ট দেয়ার অপরাধে হামলা চালিয়ে মো: হাসান, সিয়াম এবং রিয়ান নামে তিন ছাত্রদল সমর্থকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জুলুহার গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে মো: রিয়াদ,মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু লোহার রড দিয়ে ওই হামলা চালিয়েছেন। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ সমর্থক। রোববার (২৪ নভেম্বর) সকালে জুলুহার বাজারে বসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ছাত্রদল সমর্থক সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান এর ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আমরা হা হা রিয়েক্ট দিয়েছিলাম। এ কারনে রোববার সকালে জুলুহার বাজারে বসে রিয়াদ, সিয়াম, ফারজু সহ ১০ থেকে ১২ জন ছাত্র লীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় হাসান, রিয়ান বেশ আহত হয়েছে। তাদের হামলায় শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা আঘাত সহ জখম হয়েছে। একই অভিযোগ করে আহত অপর এক ছাত্রদল কর্মী মো: হাসান অভিযোগ করেন। রিয়াদ তার বাহিনী নিয়ে বাজারে বসে হামলা চালায়। এসময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে। অপরদিক থেকে রিয়াদ আমাদের পিটাতে থাকে। অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইলে কল দিয়ে পাওয়া যায়নি। সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের উপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালিন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাস করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: হুমাউন কবির বলেন, রোববার সকালে দুইদলে বাজারে মারামারি হয়েছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছাড়ছে। ছাত্রদলের ছেলেরা তাতে রিএয়েক্ট দিয়েছে