বিশ্ব মিডিয়ার এখন অন্যতম শীর্ষ খবর বিশ্বের শীর্ষ ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৫ নভেম্বর ২০২৪। প্রতি চার বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে গত শত বছরে যার ব্যত্যয় ঘটেনি। এমনই মজবুত আমেরিকার সংবিধান এবং গণতন্ত্র, তেমনি এর নির্বাচন ব্যবস্থা। এবারের নির্বাচনে দুই প্রধান রাজনৈতিক দলের দুই বাঘা প্রতিদ্বন্দ্বী। একজন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প (উড়হধষফ ঞৎঁসঢ়) এবং অপরজন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট এবং সাবেক সিনেটর ও অ্যাটর্নি জেনারেল ডেমোক্র্যাটিক দলের প্রতিদ্বন্দ্বী মহিলা প্রার্থী কমলা হ্যারিস (৬০) (কধসধষধ ঐধৎৎরং) যারা যুক্তরাষ্ট্র এবং সারাবিশ্বের মানুষের কাছে অতি পরিচিত। জোর নির্বাচনী প্রচারণা চলছে গত জুন মাস থেকে উভয় পক্ষে এবং সমস্ত জরিপে প্রতীয়মান হচ্ছে যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচনে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে দোদুল্যমান ৭ টি অঙ্গরাজ্যের ফলাফলে যা অনেকটা স্বত;সিন্ধ হয়ে উঠেছে। দুই প্রার্থী এবং তাদের ডাকসাইটে সমর্থক ও স্পন্সররা তাই চষে বেড়াচ্ছে এইসব দোদুল্যমান রাজ্যে বা ‘সুইং স্টেটে’ (ঝরিহম ঝঃধঃবং)। এজন্য এই স্টেট বা অঙ্গরাজ্যেগুলিকে ‘ব্যাটল গ্রাউন্ড’ (ইধঃঃষব এৎড়ঁহফ) রাজ্যে বলেও অভিহিত করা হয়। দোদুল্যমান রাজ্যগুলি হল জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইনস্কনসিন। কমলার পক্ষে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন এবং সেলিব্রেটি শিল্পী তারকারা। এই সঙ্গে অর্ধ শত মিলিয়ন ডলার আর্থিক অনুদানকারী বিশ্ববিখ্যাত ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস্ এবং আরো অনেক ধনী ব্যবসায়ী ব্যক্তিত্ব। আর ট্রাম্পকে বিলিয়ন ডলার সাহায্য দানকারী আরেক বিশ্বসেরা ধনী ইলন মাস্ক (ঊষড়হ জববাব গঁংশ) যিনি স্পেস এক্স (ঝঢ়ধপব ঢ), টেসলা (ঞবংষধ) এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফরম এক্স কর্পোরেশন (ঢ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ) বা সাবেক টুইটার (ঞরিঃঃবৎ) -এর প্রতিষ্ঠাতা। এরা শুধু অর্থই দিচ্ছেন না, দুই প্রতিদ্বন্দ্বীর পক্ষে-বিপক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করছেন। আর্থিক সহায়তা ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে কমলা কম যান না, তিনি বেশি এগিয়ে রয়েছেন। প্রচারণার কৌশলে অক্লান্তÍ পরিশ্রমের পাশাপাশি দুই প্রার্থী অর্থ কৌশলও উদারভাবে প্রয়োগ করছেন। এভাবেই ভোটের জন্য বিলিয়ন বিলিয়ন অর্থ বিলি করা কতটুকু নৈতিক তা আমেরিকানরা ভাববে বলে আশা করি। বর্তমান বিশে^য় অন্যতম বৃহৎ শক্তি অর্থাৎ প্রধান শক্তিধর রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র। জম্নলগ্ন থেকেই দেশটি গণতন্ত্র চর্চা করে আসছে এবং একটি ব্যতিক্রমধর্মী ও জটিল নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে তা অব্যাহত রাখছে। একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সুলিখিত এবং দুষ্পরিবর্তনীয়, সুচিন্তিত ও গণতান্ত্রিক শাসনতন্ত্রের মাধ্যমে মার্কিনিরা নিজেদেরকে পরিচালিত করছে। নিজ দেশে গণতন্ত্র ও মানবাধিকার চর্চার প্রকৃত উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য বহির্দেশে, আদিবাসী-অশ্বেতাঙ্গদের ক্ষেত্রে এবং ভূরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ১৭৭৬ সালে স্বাধীনতার পর থেকে বিশেষ করে ১৮৬০ সালের গৃহযুদ্ধের পর থেকে আর কোন শাসনতান্ত্রিক পরিবর্তন বা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়নি। একটি নিরঙ্কুশ ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের স্থিতিশীলতার মূল কারণ। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণার সময় ১৩ টি ব্রিটিশ উপনিবেশ সম্মিলিতভাবে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকায় স্বাধীন যুক্তরাষ্ট্র গঠিত হয়। বর্তমানে ৫০টি অঙ্গরাজ্য নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্র গঠিত। দীর্ঘ ছয় বছর যুদ্ধ চলার পর ১৭৮৩ সালে ফ্রান্সের সহায়তায় ব্রিটেনের রাজা জর্জ-৩ এর কাছ থেকে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জন করে। ১৭৮৭ সালে সংবিধান রচিত হয়। প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭৮৮ সালের ১৫ ডিসেম্বর থেকে ১৮৮৯ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। জর্জ ওয়াশিংটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারের নির্বাচন কয়েক দশকের মধ্যে বেশী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ৫ নভেম্বর নির্বাচনের তারিখ হলেও ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম ভোট দিয়েছে ৫ কোটির বেশী ভোটার। শুরু থেকেই আগাম ভোটের ব্যবস্থা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় শুধু পপুলার ভোটের পরিবর্তে পরোক্ষ নির্বাচন বা ইলেক্টরাল কলেজ পদ্ধতিতে। উল্লেখ্য, ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের (ঐড়ঁংব ড়ভ জবঢ়ৎবংবহঃধঃরাবং) মোট ৪৩৫ জন সদস্য, ১০০ জন সিনেটর (প্রতি রাজ্যে ২জন করে) এবং ওয়াশিংটন ডিসি থেকে আরো ৩ জন মিলে মোট ৫৩৮ জনের সমান সংখ্যক সদস্য ইলেকটরাল কলেজে নির্বাচিত হন। নির্বাচনের পর প্রতিনিধি পরিষদ ও সিনেটররা নির্বাচিত হিসেবে থেকে যান, কিন্তু ইলেক্টরাল কলেজ বিলুপ্ত হয়ে যায়। একজন প্রার্থী যত পপুলার ভোটই পান না কেন, ৫৩৮ বা ইলেক্টরাল কলেজের মধ্যে নূন্যতম ২৭০ টি না পেলে নির্বাচিত হতে পারবেন না। ২০১৬ সালে হিলারী ক্লিন্টন মোট ৩০ লক্ষ পপুলার ভোট বেশি পেলেও ইলেকটরাল ভোটের ধাঁধায় জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আবার এটি জাতীয় নির্বাচন হলেও একটি অভিন্ন জাতীয় নিয়মের পরিবর্তে অঙ্গরাজ্যেগুলির নিজস্ব পদ্ধতি ও আইনের ভিত্তিতে ভোট গ্রহণ করা হয়। মাকিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের রানিং মোট হিসেবে যৌথ ভাবে একই টিকেটে নির্বাচিত হন। আরেকটি লক্ষণীয় বিষয় হল যে, যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যেকে “রেড স্টেট” বলা হয়। সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এবং কিছু রাজ্য আছে যেখানে ডেমোক্রেটদের শক্ত অবস্থান যেগুলোকে ‘ব্লু স্টেট’ বলা হয়। এসব রাজ্যে প্রচারণা তেমনভাবে প্রয়োজন হয় না। আবার কিছু, মানে ৭ টি রাজ্য আছে যেগুলোকে দোদুল্যমান বা ঝুলন্ত রাজ্য বা স্যুইং স্টেট (ঝরিহম ঝঃধঃব) বলা হয় যারা যেকোনো দিকে ঝুঁকতে পারে। তাই এগুলোতে চলে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই দলের তুমুল প্রচারণা। এই ব্যতিক্রমধর্মী নির্বাচন পদ্ধতির একটা পটভূমি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্বাধীন হয় তখন কোনো এক জাতি বা এক দেশ ছিল না এটি। এটি হল কতকগুলি স্বাধীন রাজ্যের একটি সমন্বিত জোট যাদের নিজস্ব বৈচিত্র্য ও সত্তা ছিল। স্বাধীনতার মাধ্যমে তারা তা বিসর্জন দিতে চায়নি। তাই দেখা গেছে বিভিন্ন অঙ্গরাজ্যে আইন কানুন তাদের ঐতিহ্য ও কৃষ্টির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই বৈচিত্র্যময় পদ্ধতির সমন্বয় করেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত। মূলত: ছোট-বড় সব রাজ্যের মতামত ও গুরুত্বের প্রতিফলন ঘটাতেই এই ইলেকটরাল কলেজের ব্যবস্থা করা হয়েছে। কেননা বড় বা জনবহুল রাজ্যগুলোর পপুলার ভোট বেশি। তাই বড় কয়েকটি বা ৭/৮ টি রাজ্যের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবে, ছোট রাজ্যগুলোর গুরুত্বই থাকবে না। তবে জনসংখ্যার ভিত্তিতেই বা অনুপাতেই প্রতিটি রাজ্যে ইলেক্টরাল কলেজের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। কোন রাজ্যে ইলেক্টরাল ভোট সর্বনিম্ন ৩টি (ছোট রাজ্যে), আবার সর্বোচ্চ ৫৪ টি (ক্যালিফোর্নিয়া), টেক্সাসে ৩৮ এবং ফ্লোরিডা ও নিউইয়র্কে ২৯ টি করে। এছাড়া শুধু পপুলার ভোট বা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতায় এর নির্বাচন হলে মানের চেয়ে সংখ্যার আধিপত্য প্রতিষ্ঠা হবে। অনেকবারই এই নির্বাচন ব্যবস্থা বাতিলের দাবি উঠলেও তা গৃহীত হয়নি। যে রাজ্যে যে দল যতগুলো ইলেকটরাল ভোট লাভ করে সেই দলের ততজন প্রতিনিধি আবার সরাসরি প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেন। সব মিলিয়ে যিনি অন্তত: ২৭০টি বা ইলেক্টরাল ভোট পান তিনিই নির্বাচিত হন। তবে কোন দলের প্রতিনিধি অন্য প্রার্থীকেও ভোট দিতে পারেন। এদেরকে ‘ফেইথলেস ইলেক্টরাল’ বা বেইমান নির্বাচক বলা হয়। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ও সর্বাধিক আলোচিত। কমলা হ্যারিস নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন পুরুষরা যুক্তরাষ্ট্রের মত দোর্দণ্ড প্রতাপশালী দেশে একজন নারীকে বিশ্বের ক্ষমতাশালী প্রেসিডেন্ট হিসেবে দেখতে অভ্যস্ত নয় বলে অনুমিত হয়। এর আগে আশা করা হলেও মার্কিনিরা সাবেক প্রেসিডেন্টের স্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন পেশাদার আইনজীবীও বটে, সেই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হিলারী ক্লিন্টনকে নির্বাচিত করেনি। অবশ্য ইলেক্টরাল ভোটের প্যাঁচে তিনি হেরে গিয়েছেন, পপুলার ভোটে নয়। মার্কিন ভোটাররা এবার কমলার ক্ষেত্রে সেটি বিবেচনায় নিবেন হয়তো। বয়সের দিক থেকে কমলা তরুণ না হলেও নূতন জেনারেশনের কাছাকাছি। তরুণদের সমর্থন কমলার বেশী পাওয়ার সম্ভবনা। তবে ইতোমধ্যে ট্রাম্প এদিকটায় জোর দিয়ে বেশী এগিয়েছেন। কমলা নির্বাচনে ডেমোক্র্যাটদের পূর্ণ আস্থায় রয়েছেন। বয়সের ভারে নুয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমদিকে গোঁ ধরলেও শেষ পর্যন্ত দলের প্রধান ও নবীনদের চাপে প্রার্থিতা ছেড়ে দিয়ে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করে রক্ষা করেছেন দলকে। নির্বাচন বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হয়ে এবং কথাবার্তায় অসংলগ্নতা প্রদর্শন করে নিজ দলের কাছেই বাইডেন অপাংক্তেয় হয়েছিলেন। রানিং মোট নির্বাচনে কয়েকজনের মধ্য থেকে কমলা মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ-কে গ্রহণ করেন এবং ৭টি ব্যাটল গ্রাউন্ড রাজ্য থেকে ভোট যুদ্ধ শুরু করেন। বাইডেনের পরিবর্তে কমলার প্রার্থিতা ডেমোক্র্যাটদের মধ্যে নূতনভাবে উৎসাহ সৃষ্টি করে। রিপাবলিকানরাও ট্রাম্পকে ঘিরে তুমুল প্রচারণা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প নিজে গতবারে বাইডেনের কাছে হেরে ক্ষুধার্ত বাঘের মত আচরণ করছেন। ঐ নির্বাচনকে তিনি জাল ও কারচুপির বলে ঘোষণা দিয়ে আন্দোলন করে নির্বাচনের ফল বদলাতে চেয়েছেন এবং এক পর্যায়ে ক্যাপিটল হিলে হামলার উসকানি দেন। তাই ট্রাম্পের বিরুদ্ধে আনীত ৩৪ টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ার পর সুপ্রিম কোর্ট তাঁকে আংশিক দায়মুক্তি দিয়েছে, তবে এখনো মামলায় ঝুলে আছেন। ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র ও ব্যক্তিত্ব নিয়ে অনেক সমালোচনা আছে। যৌন নিপীড়নের ব্যাপারেও তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। নির্বাচনে জিতে তিনি এসব থেকে রক্ষা পাবেন, সেজন্যই তিনি মরিয়া। কমলার বিরুদ্ধে তিনি আক্রমণাত্নক ভাষা ও কৌশল প্রয়োগ করছেন। অবশ্য দুপক্ষই আক্রমণাত্নক ভূমিকা নিচ্ছেন, কুৎসা রটনা করছেন এবং বিশ্রী বিশেষণ ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। ট্রাম্প কমলাকে খ্রিষ্ট ধর্মের শক্র হিসেবে অপবাদ দিয়েছেন। কমলা হ্যারিসের মা হিন্দু, বাবা খ্রিষ্টান, স্বামী ইহুদি, যাতায়াত কৃষ্ণাঙ্গ চার্চে ইত্যাদি তকমাও উঠে এসেছে। মার্কিন নির্বাচনের প্রাক্কালে জনমত জরিপ একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মিডিয়া, প্রতিষ্ঠান ও সংগঠন জনমত যাচাই এবং ভোটারদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে জরিপের মাধ্যমে আগাম ফলাফলের আভাষ দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল, ইমারসন কলেজ, এবিসি নিউজ, ফক্স নিউজ, ম্যারিস্ট কলেজ, দি ইকোনমিস্ট, ইউগভ, হার্ভার্ড, ইপসস, এনবিসি, ওয়াশিংটন পোস্ট, ওয়েলিংটন পোস্ট, দি অ্যাসোসিয়েটেড প্রেস, এন ও আর সি, সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ, দি নিউইয়র্ক টাইমস, সিয়েনা কলেজ, সি এন এন এবং আরো কিছু মাধ্যম রীতিমতো জরিপ পরিচালনা করে ফলাফলের চলমান অবস্থা প্রকাশ করে। আগস্ট-সেপ্টেম্বরের প্রায় সব জরিপেই কমলা কখনো ৩%, কখনো ২%, এবং কখনো ১% এগিয়ে ছিলেন, দু’একবার সমান-সমানও হয়েছেন। অক্টোবরের ফলাফলে নূতন প্রবণতা লক্ষ্য করা যায়। কখনো ট্রাম্পের সমর্থন বেশী অথবা সমানে সমান। অক্টোবরের মাঝামাঝি থেকে সমর্থনের পট পরিবর্তন হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও ফ্যাবরিজিও, লি অ্যান্ড অ্যাসোসিয়েট্স্ (ঋধনৎরুরড়, খবব ্ অংংড়পরধঃবং) পরিচালিত জরিপে কমলা ৪৬%-৪৯% পিছিয়ে, আবার মনমাউথ ইউন্ডিসিটি পরিচালিত জরিপে কমলা ৪৭%-৪৪% এগিয়ে। সব কটি জরিপে আগে কমলা এগিয়ে ছিলেন, শেষের দিকে এসে ট্রাম্প কিছুটা এগিয়ে বা সমান-সমান। সব জরিপের পর্যালোচনা করে ৫ নভেম্বরের নির্বাচনে যে কে বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট হবেন তা নিশ্চিত করে বলা যায় না। তবে ব্যক্তির বিচারে কমলা এগিয়ে - তিনি নমনীয় মার্জিত ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারিণী; রাজনীতি, প্রশাসন ও আইন পেশায় তিনি অভিজ্ঞ এবং ডেমোক্র্যাটিক দলেরও মধ্যমণি। ট্রাম্প বদমেজাজি বা ক্ষেপাটে এবং ভারসাম্যহীন আচরণের অধিকারী। তিনি মামলার আসামি, যৌনাচার ও অন্যান্য অভিযোগে অভিযুক্ত যেগুলো থেকে কমলা মুক্ত বলেই জানা যায়। ট্রাম্প ফ্যাসিবাদ ও স্বৈরাচারীর প্রভাবে প্রভাবিত এবং আইন মানতে চান না, ভাঙতে চান। মার্কিন ভোটাররা ব্যক্তিগত চরিত্র ও মান সম্ব›েদ্ধও চিন্তা করবেন হয়তো যার ফল ও গুরুত্ব যত সামান্যই হোক। পর্যবেক্ষকদের মতে নির্বাচনে ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। এক নায়ক ও স্বৈরাচারী মনোভাবের ট্রাম্প পররাষ্ট্রনীতি ও আভ্যন্তরীণ প্রশাসনে অঘটন ঘটাতে পারেন যা আগে করেছেন। তিনি নিজেই ঘোষণা করেছেন যে, একদিনের জন্য হলেও তিনি স্বৈরাচার হবেন। বিশ্বব্যাপী আমেরিকার মর্যাদা ক্ষুণœ হবে। পুতিনের সাথে সখ্যতা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক উন্নয়ন, অন্যদিকে চীনের সাথে অবনতি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মধ্যপ্রাচ্যের ব্যাপারেও নূতন কিছু ঘটতে পারে। ওদিকে নির্বাচনী অ্যাজেন্ডা ও প্রতিশ্রুতির ব্যাপারেও দুইজন কিছুটা দুই মেরুর, বিশেষ করে অভিবাসী ও অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায়। কমলা মধ্যবিত্তদের প্রতি সদয়, আর ট্রাম্প ধনী ব্যবসায়ীদের মাধ্যমে উন্নয়নে বিশ্বাসী। ট্রাম্প অভিবাসী বিরোধী। তাই অভিবাসীদের ভোট কমলার পক্ষেই বেশি হবে, ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রেও তাই। ট্রাম্প সাদাদের ঐক্য ও অভিজাত্যকে প্রাধান্য দেয়ায় এদিকটায় এগিয়ে থাকবেন। মূলত: ডেমোক্র্যাটিক দলের আদর্শ অনুযায়ী আমেরিকা সমঝোতা ও সহ-অবস্থানে বিশ্বাসী এবং নিজ দেশে কর্মজীবী মধ্যবিত্তদের ও অভিবাসীদের উন্নয়নের অনুসারী। রিপাবলিকানরা ধনী শ্রেণি ও উচ্চবিত্তদের উন্নয়নের মাধ্যমে আমেরিকার উচ্চাভিলাসী লক্ষ্য অর্জন করতে চায়। আমেরিকার শৌর্য-বীর্য প্রদর্শনে রিপাবলিকানরা আগ্রহী। ওদিকে গাজা ও লেবাননে ইসরাইলী নৃশংসতার বিরুদ্ধে আরব মুসলমানদের তীব্র ক্ষোভ রয়েছে দুইজনের বিরুদ্ধেই। তারা কাউকেই ভোট দেবে না বলে ঘোষণা করেছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে তারা ডেমোক্র্যাটদের ভোট দেবে না বাইডেন সরকার কর্তৃক ইসরাইলকে প্রশ্রয়, উসকানি ও ক্রমাগত অর্থ ও অস্ত্র সরবরাহের জন্য। শেষ পর্যন্ত কি হয় বলা যায় না। বাইডেন প্রশাসনের ইসরাইল প্রীতি ও অন্যান্য প্রশাসনিক দোষ ত্রুটির দায়ও কমলার উপর বর্তাবে কেননা তিনি এই সরকারের অংশ। ইসরাইল-ইউক্রেনকে অতিমাত্রায় সাহায্য করতে গিয়ে বাইডেন সরকার কিছুটা ফতুর হয়ে গিয়েছে অর্থনৈতিকভাবে। ওদিকে মার্কিন শেয়ার বাজারও ভোটের নিয়ামক হিসেবে কাজ করে যেদিক থেকে বর্তমান সরকারের অবস্থান ভাল নয়। ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, আরো বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে হামাস ইসরাইল যুদ্ধই হত না। তবে দুইজনই ইসরাইলের ব্যাপারে একাট্টা। কমলা রাজনৈতিক, প্রশাসনিক ও আইনজ্ঞ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ, তাঁর স্বামী ইহুদি। ফলে ইহুদি ভোট তিনি বেশি পাওয়ার চেষ্টা করবেন। ওদিকে তিনি আবার অ-শ্বেতাঙ্গ। সাদা মার্কিনিরা এব্যপারে অনেকটা গোঁড়া। মধ্যবিত্তের ট্যাক্স কমানো, ঔষধের মূল্যহ্রাস এসব কর্মসূচির জন্য কমলা মধ্যবিত্তদের ভোট বেশী পাওয়ার সম্ভাবনা বেশী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে কেন পৃথিবীব্যাপী এমন উৎসাহ? কারণ, পৃথিবীর প্রতিটি প্রান্তে যা কিছুই ঘটুক - যুদ্ধ কিংবা যে কোনো সংকট-সমস্যা বা যে কোন সামাজিক-রাজনৈতিক-মানবাধিকার সমস্যা - সবখানেই পরাশক্তি যুক্তরাষ্ট্র জড়িত এবং তা গুরুত্ব বহন করে। ইউক্রেন, গাজা, লেবানন, তাইওয়ান, এমনকি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানেও আমেরিকা সক্রিয়। তাই ভূরাজনৈতিক বিষয়ে যারা সচেতন তারা দু’চোখ খোলা রেখেছেন মার্কিন নির্বাচনে। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে যে কেউ জিতুক তাতে মার্কিন পররাষ্ট্র ও ভূরাজনৈতিক নীতিতে তেমন পরিবর্তন হবে না তবুও ব্যক্তি ট্রাম্প ও কমলার দৃষ্টিভঙ্গি অনেকটুকু প্রভাব ফেলবে। তাছাড়া, জাতিসংঘ ও আন্তর্জাতিক সবগুলি সংস্থার উপরও মোড়লিপনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সবাই নিজ নিজ স্বার্থে উদ্বিগ্ন। বাংলাদেশি আমেরিকানরাও ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান শিবিরে বিভক্ত, তবে ডেমোক্র্যাট সমর্থক বেশী। ৫০টি অঙ্গরাজ্যের মধ্য ১৯টি ডেমোক্র্যাটদের যেখানে ইলেকটরাল ভোট ২২৬টি, আর রিপাবলিকানদের দখলে ২৪টি অংগরাজ্যে যাদের ভোট ২১৯টি, অন্যদিকে ৭টি দোদুল্যমান রাজ্যের ভোট ৯৩টি, এখান থেকে ৪৪টি পেলে কমলা জয়ী আর ট্রাম্পকে পেতে হবে ৫১টি। এখানেই দোদুল্যমান রাজ্যগুলির মাহাত্ম্য। তাই দুইজনই আদা-জল খেয়ে নেমেছেন ঈপ্সিত লক্ষ্য অর্জন করতে। কমলাকে জিতানোর জন্য ওবামা, ক্লিন্টন এবং বাঘা বাঘা শিল্পীরা, এইসঙ্গে মিশেল ওবামা এবং হিলারি ক্লিন্টনও মাঠে নেমেছেন। ওদিকে দুই শীর্ষ ধনী ইলন মাস্ক ও বিল গেটস অর্থের ভাণ্ডার নিয়ে নেমেছেন দুই প্রতিদ্বন্দ্বীকে জিতিয়ে নিজের ব্যবসায় আরো শিখরে উঠতে। জো বাইডেনের বয়সের ভারসাম্যহীনতার জন্য তাঁকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে হয়েছে। ট্রাম্পের ক্ষেত্রেও বয়স একটি ফ্যাক্টর, প্রেসিডেন্ট হলেও ৪ বছর শেষে তিনিও বাইডেনের অবস্থানে আসবেন। এদিক থেকে কমলা সুবিধাজনক অবস্থানে। তবে বয়সে প্রবীণ হলেও ট্রাম্প আক্রমণাত্নক, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও সফল ব্যবসায়ী যা মার্কিনিদের পছন্দ। আবার জেনারেশন গ্যাপেও কমলার অবস্থান সুবিধাজনক। বিশ্ব অপেক্ষায় থাকবে আগামী কয়েকদিনের যাদুতে লাল না নীল কে বিজয়ের মালা পরবে, বিশ্বকে চমকে দিবে।
লেখক: লে: কর্নেল মোঃ রুহুল আমিন (অব:); সাবেক অধ্যক্ষ ও কলাম লেখক