বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংস্থাটিতে কর্মরত সকল কর্মীদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়েছে। আগামী নভেম্বরের মধ্যে ওই সম্পদে হিসাব জমা দিতে হবে। এমন পরিস্থিতিতে সংস্থাটির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেবিচকের কর্মীর সংখ্যা প্রায় চার হাজার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি অক্টোবর মাসের শুরুর দিনেই সরকারি নির্দেশনার অংশ হিসেবে এক চিঠিতে বেবিচকের সব কর্মকর্তা-কর্মচারীর হিসাব চাওয়া হয়। চিঠিতে তাদের স্ত্রী-সন্তানদেরও সম্পদের হিসাব দিতে হবে বলে জানানো হয়েছে। এরপর বিগত সময়ে যারা নানা অনিয়ম-দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন তারা বিপদে পড়ার শঙ্কায় আতঙ্কিত। কারণ বিভিন্ন দায়িত্বে থেকে অনেকেই নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি করে বিপুল টাকা কামিয়েছেন। সূত্র জানায়, বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যাটাস অনুযায়ী যদি তাদের সম্পদের বিবরণীতে কোনো ধরনের সন্দেহ দেখা যায় তবে সেটি বিভাগীয় তদন্তের আওতায় আনা হবে। এমনকি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেও সেটি তদন্তের জন্য পাঠানো হবে। কর্মীদের স্ত্রী বা স্বামী ও সন্তানদের সম্পদের হিসাবও জমা দিতে হবে। এখানে কিছু গোপন করার বিষয় থাকবে না। আগে প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন জমা দিতে হতো। সেখানে স্ত্রী বা সন্তানদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয় থাকতো না। এক্ষেত্রে অনেকে স্ত্রী-সন্তানদের নামেও সম্পদ করতো। এবার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পরিবারের সব সদস্যদের সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য নির্দিষ্ট ফরমও সংযুক্ত করে দেয়া হয়েছে। সূত্র আরো জানায়, বিগত সরকারের আমলে বেবিচক ঘিরে সক্রিয় ছিলো বেশ কয়েকটি সিন্ডিকেট। তারাই সবকিছু নিয়ন্ত্রণ করতো। কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী গত ১৫ বছর আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। চিঠি ইস্যুর পর তারাই মূলত আতঙ্কের মধ্যে আছে। অনেকে সম্পদ লুকানোর চেষ্টা করছে। এদিকে এ বিষয়ে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ জানান, বর্তমানে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৪ হাজার। সম্পদের হিসাব চেয়ে চিঠি সব কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সবাইকে তাদের পরিবারের সদস্যদেরসহ সব সম্পদের হিসাব জমা দিতে হবে। অন্যদিকে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমোডর জিয়াউল হক জানান, এ উদ্যোগের ফলে দেশের সরকারি, আধাসরকারি এমনকি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে। যারা অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা, সেটি যেই প্রতিষ্ঠানেরই হোক তাদের মুখোশ উন্মোচিত হবে। বেবিচকে যদি এ রকম থাকে তবে তার ক্ষেত্রে একই পরিস্থিতি হবে। যারা অসৎ শুধু তাদের মধ্যেই অস্থিরতা থাকবে, বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।