মব ইনজাস্টিস-এর ঘটনা নতুন নয়, গত ৫০ বছরে এমন নির্মমতায় মৃত্যুবরণ করেছেন ১ লক্ষ ৭ হাজার মানুষ।’ সর্বশেষ গত ২ মাসে ‘মব জাস্টিসের’ নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা থামছেই না। এই ‘বিচারের’ নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, মারধর, লাঞ্ছনা, অপমান, অপদস্থ ও হামলা করার ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার ঘটল খাগড়াছড়িতে। স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের এক শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানেই পিটিয়ে হত্যা করেন একদল যুবক। গত দুই মাসে সারা দেশে ৩৫ জনকে হত্যা করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও মব ইনজাস্টিসের নামে মৃত্যুবরণ করেছেন প্রায় শতাধিক। এছাড়া হাজার হাজার নির্যাতন, মারধর, লাঞ্ছনা, হামলার ঘটনা ঘটছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেই সাথে একের পর এক ঘটনায় দেশে নতুন আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে মব জাস্টিস। অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারিও আইন নিজের হাতে তুলে নেওয়া রোধ করতে পারছে না। একথা সত্য যে, দেশে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনিতে হত্যা আগেও ছিল। তবে আগে পিটুনির শিকার হয়েছে মূলত চোর, ডাকাত, ছিনতাইকারী ও শিশু অপহরণকারী সন্দেহে জনতার হাতে ধরা পড়া ব্যক্তি। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা নতুন রূপ নিয়েছে। মব জাস্টিস বা জনতার বিচার নামে নিজের হাতে আইন তুলে নেওয়ার এই প্রবণতা দেখা যাচ্ছে যেকোনো ক্ষেত্রে। পুলিশ সদস্যও রেহাই পাচ্ছেন না। বিভিন্ন কারণে গত দুই মাসে সংঘবদ্ধ মানুষের অপমান, অপদস্থ ও নির্যাতনের শিকার হয়েছেন কমপক্ষে ১০০ মানুষ। স্কুল-কলেজের প্রধান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন দপ্তরের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বের করে দেওয়ার আগে কাউকে কাউকে মারধরও করা হয়েছে। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টনীর ভেতরেও হামলা করা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিকে। ভিন্নমতের কারণে বৃদ্ধকে রাস্তায় কান ধরে ওঠবস করানোর ঘটনাও ঘটেছে। যদিও ৩৬ জুলাইয়ের পর বলা হচ্ছে- আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন থানা। হামলায় নিহত হন ৪৬ জন পুলিশ সদস্য। লুট হয় অস্ত্র-গুলি। এতে পুলিশের নৈতিক মনোবল ভেঙে গেছে। সেই সুযোগ নিচ্ছে উচ্ছৃঙ্খল মানুষ। আইন তুলে নিচ্ছে নিজের হাতে। পুলিশের সাময়িক নিষ্ক্রিয়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। হত্যা, লুট, চুরি, অগ্নিসংযোগ, দখল, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে হানা, স্থাপনা ভাঙচুর চলছে। বেশির ভাগ ক্ষেত্রে ঘটনাগুলোকে বলা হচ্ছে মব ইনজাস্টিস। মব জাস্টিসের নামে বেআইনি নির্যাতন, গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা রোধে ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে রিটও করা হয়েছে। রিটে মব ইনজাস্টিস তথা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা হত্যা বা নির্যাতন রোধে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে মূল কারণ পুলিশের নিষ্ক্রিয়তা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা খুব জরুরি। না হলে অন্যরা উৎসাহ পাবে। গণমাধ্যমের তথ্যানুযায়ী দেশে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপিটুনিতে ৮০০ জন নিহত হয়। এরপর গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে আরও ২৮৬ জন। এর মধ্যে গত ৭ জানুয়ারির নির্বাচনের পর থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে রাজধানীতে ১৬ জনসহ সারা দেশে নিহত হয় ৩২ জন। মব ইনজাস্টিসের নামে দিনাজপুরে ১১ আগস্ট ও ১৫ সেপ্টেম্বর তিনজনকে, ১২ আগস্ট গাজীপুরে দুজনকে, একই দিন নাটোরে এক ব্যক্তিকে, ১৩ আগস্ট বরিশালে এক যুবককে, বগুড়ায় ৩১ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর দুজনকে, ১ সেপ্টেম্বর চট্টগ্রামে বিএনপির এক নেতাকে, ৪ সেপ্টেম্বর খুলনায় এক ব্যক্তিকে, ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলে একজনকে, ফরিদপুরে ১১ সেপ্টেম্বর এক বৃদ্ধকে, ১২ সেপ্টেম্বর ঝিনাইদহে একজনকে, ১৬ সেপ্টেম্বর ঝালকাঠিতে একজনকে এবং ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে একজনকে হত্যা করা হয়। তবে মানুষকে বেশি নাড়া দিয়েছে তিনটি হত্যাকা-। এগুলো ঘটেছে ৭ সেপ্টেম্বর রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের কাছে, ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী ও জাহাঙ্গীরনগরে হত্যার শিকার দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। তাঁদের মধ্যে রাজশাহীর আবদুল্লাহ আল মাসুদের এক পা কেটে ফেলা হয়েছিল ছাত্রজীবনেই। সন্তানের জন্য ওষুধ আনতে গিয়ে তিনি পিটুনির শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে দুই দফায় পিটিয়ে হত্যা করা হয়। মাঝখানে তাঁকে ভাতও খাওয়ানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌনে তিন ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে। এসব হত্যার ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই মামলা হয়নি। মামলা করে পরিবারের অন্য সদস্যদের হুমকিতে ফেলতে চান না। কারণ, থানা-পুলিশ বলেছে, তারা নিজেরাই অনিরাপদ। তারা আপাতত নিরাপত্তা দিতে পারবে না। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার ঘটনায় শাহবাগ থানা ও আদালতে মামলা হয়েছে। ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁরা দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে আসা অন্যতম জন-আকাক্সক্ষা হলো বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক প্রতিহিংসার অবসান। কেউ অপরাধ করলে তার বিচার হবে আদালতে। কিন্তু ‘জনতার বিচারের’ নামে পিটিয়ে হত্যার ঘটনা কেউ চায়নি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় আকারে ‘মব জাস্টিস' শুরু হয়। তবে বাংলাদেশে এই আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তবে সেটা ছিল কথিত চোর-ডাকাতকে গণপিটুনি দেয়ার ঘটনা। কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেয়, আদালত এলাকায় আসামিদের ওপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে, কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনো ঘটনায়ই জড়িত কাউকে গ্রেপ্তার করা বা আইনের আওতায় আনার মতো খবর এখনো পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের হুঁশিয়ারি এবং ‘মব জাস্টিস’ দুই-ই চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও বিভিন্ন জেলা সফর করতে গিয়ে কোথাও কোথাও তারা প্রতিরোধ ও বিক্ষোভের মুখে পড়ছেন। সর্বশেষ বগুড়ায় তারা সমাবেশ করতে গিয়ে পুলিশ ও সেনা পাহারায় সমাবেশ না করেই ফিরে আসতে বাধ্য হন। এরকম ঘটনা আরো কয়েকটি জেলা থেকে এসেছে, ইউটিউবার হিরো আলম ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের সময় হামলার শিকার হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। আরাফাতের দল আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, কিন্তু হিরো আলমের ওপর হামলা থামেনি। গত ৮ সেপ্টেম্বর বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম। হামলার প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘‘এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে।” ৫ আগস্টের পর থেকে যে-সব ঘটনা ঘটছে তা আমার অ্যালার্মিং মনে হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি নাই। পিটিয়ে মারা, পাগল বলে পিটিয়ে মারা- এগুলোতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। জুলাই মাসে শুরু হওয়া এই ধরনের নারকীয় হত্যা, হামলা এখনো চলছে। এগুলো তো আমাদের ঘুম হারাম করে দিয়েছে। সাপ মারার মতো মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে। এগুলো যদি অব্যাহত থাকে, তাহলে তো আইনের শাসন বলে কিছু থাকেনা। আপনারা কোন আইনে শিক্ষকদের ওপর হামলা চালাচ্ছেন? তাদের পদত্যাগে বাধ্য করছেন। বিভিন্ন দপ্তরে গিয়ে পদত্যাগ করাচ্ছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু এগুলো যারা করছে, তারা কীভাবে করছে। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? কয়েকদিন আগে সাত রাস্তার মোড় বন্ধ করে ছাত্ররা আন্দোলন করলো। তারা রাস্তা দখল করলো। আমাদের গাড়িগুলো আটকে গেল। ট্র্যাফিক পুলিশ দাঁড়িয়ে গল্প করছিল। কেউ কোনো দায়িত্ব পালন করছে না, যে যার মতো চলছে। বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি। ৫০টির মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে। শিক্ষকদের ওপর হামলাও হয়েছে। হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনা পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার নামের শিল্প প্রতিষ্ঠানটি রীতিমতো ‘উৎসব করে’ ধ্বংস করা হয়েছে। এখন চলছে মাজার ভাঙার মতো নাশকতা। নারায়াণঞ্জের দেওয়ানবাগীর মাজারসহ আরো কয়েকটি মাজার ধ্বংস করে দেয়া হয়েছে। ঢাকার গোলাপ শাহ মাজারে চলছে আতঙ্ক। এমন নির্মমতার বাংলাদেশ আমরা প্রত্যাশা করিনা। তবু বাংলাদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। যেই বৈষম্যমুক্ত করার অঙ্গীকার নিয়ে ক্ষমতার রাস্তা প্রশস্ত করেছে ছাত্ররা, সেই বৈষম্য ক্রমশ শিক্ষার্থী নেতারা উপদেষ্টা হয়ে, আয়েশি জীবন-যাপন করে ক্রমশ বাড়িয়েই চলছে ছাত্র-যুব-জনতার মধ্যে। যদি এমন নির্মমতা-নিচুতা-অযোগ্যতা-অথর্বতার পথে হাঁটতে থাকে বাংলাদেশ, তাহলে তার চরম খেসারত দিতে হবে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনূস, আসিফ নজরুলসহ এই সরকারের সকল উপদেষ্টাকে। কিন্তু তারা ভালো থাকবেন, যারা আওয়ামী লীগ আমলে আমলা ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। কেননা, বরাবরই সচিব-আমলা দেশ চালানোর দায়িত্ব পালনের নামে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে পুকুর-সাগর-মহাসাগর চুরি করেছে; এখন সেই সচিব-আমলারা অতীতের মতই পুকুর-সাগর-মহাসাগর চুরি করেছে ছাত্রনেতাদের রক্ত-জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে সামনে রেখে। এভাবে বাংলাদেশ চললে অর্থনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি মুখ থুবরে পরবে, যা না চাইলে এখনই ঘুরে দাঁড়াতে হবে সবাইকে। থামাতে হবে মব ইনজাস্টিস, দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ সকল অন্যায়-অপরাধ...
লেখক; মোমিন মেহেদী