দানবিক নয়, অভয় আর ভালোবাসাসহ
সীমান্ত থাকুক অবিরাম মানবিক
পৃথিবীতে চাই না নতুন কোনো হিরোশিমা-নাগাসাকি
চাই না নির্মমতায় আবারো গর্জে উঠুক আণবিক
আমার মানচিত্র, আমার সীমান্তকে করে তুলতে চাই
ভালোবাসার উদাহরণ-মানবিক...
প্রতিনিয়ত সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর সংবাদ দেখতে দেখতে ক্লান্ত বাংলাদেশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শাসনামলে এমন ঘটনার পর পতাকা বৈঠক হয়েছে যথারীতি। তাতে কমেনি মৃত্যু, হয়নি শাস্তি, দেয়নি ক্ষতিপূরণও ভারত। আর এমন দায়সারা গোছের বর্তমানেই সীমান্তে বিএসএফের গুলিতে আরো এক যুবক নিহত হয়েছেন। আমরা কি কখনোই এমন নির্মমতার হাত থেকে মুক্তি পাবো না? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন। রোববার গভীর রাতে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। গণমাধ্যম থেকে জেনেছি- নিহত জয়ন্ত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংয়ের ছেলে। এ সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন জয়ন্ত কুমার সিংয়ের বাবা মহাদেব কুমার সিংহ ও নিটল ডোবা গ্রামের দরবার আলী (৩১)। যতদূর জানতে পেরেছি- দালাল গোষ্ঠীর মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে জয়ন্ত কুমার নিহত হন। আর তার বাবা মহাদেব কুমার সিংহ ও পাশের গ্রামের দরবার আলী আহত হন। তাদের উদ্ধার করে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে আটক করে শাস্তির আওতায় আনা যেতে পারে, কিন্তু গুলি করে হত্যা করা যাবে না। দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত্যু দ্বারা বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার (২,৫৪৬ মাইল) দীর্ঘ আন্তর্জাতিক সীমানায় [১০] বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে লোকেদের প্রবেশের চেষ্টা প্রতিহত করার নামে মানুষকে হত্যার কোন সুযোগ নেই। তবু বারবার এমন নির্মমতায় সীমান্তে গুলিবর্ষণ এবং গবাদি পশু পাচারের ফলে বছরে বহুবার বাংলাদেশ -ভারত সীমান্তে হত্যার পুনরাবৃত্তি ঘটছে। সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শ্যূট-অন-সাইট (দেখামাত্র গুলি) নীতি থেকে সরে আসার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে যে নীতি বাংলাদেশ-ভারত সীমান্তে বহাল আছে, সে নীতির প্রেক্ষিতে বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করছে। যা বিবেকবান কোন দেশ, দল বা ব্যক্তি চাইতে পারেনা। গত ২০ বছরের সীমান্ত হত্যা ও হতাহতদের একটি বড় অংশ গবাদি পশু ব্যবসায়ী এবং সীমান্তবর্তী জমির কৃষক, এটি যেমন সত্য, তেমন সত্য, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, চেয়েছে কোন না কোনভাবে ক্ষমতায় আসতে বা থাকতে, প্রয়োজনে ভারতের সকল অন্যায় সহ্য করে ক্ষমতায় আসার বা থাকার এমন নির্বিকার চেষ্টাকে ঘৃণা জানাই। পাশাপাশি চাই- সঠিক পদক্ষেপ, যাতে ‘সীমান্তে কোনো গুলি চলবে না’ নীতি কার্যকর করা হয়। এমন নীতির রাজপথে থাকার পাশাপাশি সাহসের সাথে লেখালেখি করছি ছাত্রজীবন থেকে। সেই কৈশোর থেকে জেনেছি- আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়া, হাট-বাজারে বেচাকেনা করা, এবং কাজ খোঁজার জন্য অনেক মানুষ নিয়মিতভাবে সীমান্ত পারাপার করে। এছাড়াও সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিজমিতে কৃষিকাজ কিংবা নদীতটে মৎস্য আহরণের জন্যও অনেক মানুষকে সীমান্তপথ অতিক্রম করতে হয়। এর মধ্যে কেউ কেউ বিভিন্ন ছোটখাটো এবং গুরুতর আন্তঃসীমান্ত অপরাধে নিয়োজিত। শুধু ফেলানী হত্যা নয়, ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫৯০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে। অধিকার, একটি বাংলাদেশি এনজিও, ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতীয় সীমান্ত বাহিনী দ্বারা কমপক্ষে ১৭ বাংলাদেশি হত্যা ও বিভিন্ন নির্যাতনের দৃষ্টান্ত নথিভুক্ত করে। মাসুম, একটি কলকাতা ভিত্তিক এনজিও যারা সীমান্ত এলাকার তথ্য উদ্ঘাটন করে, তাদের তথ্যমতে, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গুলি চালনার হার কমলেও বিএসএফ সন্দেহভাজনদের আক্রমণাত্মক ভীতি প্রদর্শন, নিষ্ঠুরভাবে প্রহার এবং নির্যাতন করে। ২০১১ সালের জুলাইয়ে হিউম্যান রাইটস্ ওয়াচ সীমান্ত হত্যা নিয়ে বলে, ‘‘ভারত সরকারের বাংলাদেশের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দ্বারা হত্যা, নির্যাতন, ও অন্যান্য অনাচারের নতুন অভিযোগ একটি, দ্রুত পরিষ্কার, এবং স্বচ্ছ অপরাধের তদন্ত দায়িত্বগ্রহণ করা উচিত।" হিউম্যান রাইটস্ ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক, মিনাক্ষী গাঙ্গুলী বলেন, "সীমান্তে মানুষের উপর অত্যধিক বল ব্যবহার ও নির্বিচারে প্রহার অসমর্থনীয়। এইসব নির্যাতনের ঘটনা ভারতের আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ করে।’’ তবে বিগত ২০ বছরে প্রায় ২০০০ মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নিহত হয়, যার বেশিরভাগই বাংলাদেশি। সীমান্ত এলাকাকে একটি দক্ষিণ এশিয়ার হত্যার ক্ষেত্রে পরিণত করে। অনেক ক্ষেত্রে নিরস্ত্র এবং অসহায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় হত্যাকা-ের পরিষ্কার প্রমাণ সত্ত্বেও, এখন পর্যন্ত কাউকেই হত্যাকা-ের জন্য অভিযুক্ত করা হয়নি। শ্যূট-অন-সাইট নীতি থেকে সরে আসাই এই সমস্যার প্রধানতম সমাধান বলে আরা মনে করি। ভারতীয় কর্মকর্তারা বিএসএফ-এর আচরণের পরিবর্তন এবং শ্যূট-অন-সাইট নীতি বাতিল করতে নতুন আদেশ পাঠাতে অঙ্গীকার করেছেন। তারা অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বা পাচারকারীদের ধরতে অহিংস উপায় ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। যদিও তা এখনোও বাস্তবে কার্যকর হয়নি। বিভিন্ন সরকারি কর্মকর্তাদের শ্যূট-অন-সাইট নীতি অভিযোগের প্রতিক্রিয়া বিভ্রান্তিকর: ‘‘আমরা অবৈধ সীমান্ত পারাপারকারীদের গুলি করি যেহেতু তারা আইনভঙ্গকারী; আমরা সীমান্ত পারাপারকারীদের গুলি করি না; আমরা কেবল আত্মরক্ষার্থে গুলি করি; আমরা হত্যা করতে গুলি করি না।’’ বললেও বাস্তবতা খুবই ভয়ংকর। ভারতে একটি কার্যকরী আদালত থাকলেও, সীমান্তে হত্যাকা-ের মত জঘন্য অপরাধ রোধের ক্ষেত্রে দৃশ্যত বিএসএফ একইসাথে বিচারক, জুরি এবং ঘাতক হিসাবে কাজ করতে পারে। ভারত তার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করার অধিকার রয়েছে। কিন্তু ভারতে প্রাণঘাতী বল ব্যবহার করার অধিকার নেই। তবুও কিছু ভারতীয় কর্মকর্তা প্রকাশ্যে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে বলে স্বীকার করেন। কিন্তু তাতে কি দেশ ও মানুষের ভয় কি কমেছে? কমেনি, কারণ, বাংলাদেশে ভারতীয় গবাদি পশু সরকারের কাছে একটি ছোট করের মাধ্যমে বৈধ হতে পারে যখন ভারত সমস্ত গবাদি পশু রপ্তানি নিষিদ্ধ করে। এটি সীমান্তে একটি ফ্ল্যাশ পয়েন্ট ইস্যু হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরের এক হিসেব অনুযায়ী গরুর ব্যবসা প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি। বিএসএফের হাতে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তে ২০১৪ সালের মার্চ মাসে একজন বাংলাদেশি গরু পাচারকারী নিহত হয়। ২০১৬ সালের জানুয়ারীতে, একজন বাংলাদেশি গবাদি পশু পাচারকারীকে বিএসএফ ভুরুঙ্গামারী উপজেলা, কুড়িগ্রাম জেলার সদস্যদের দ্বারা নির্যাতন করে হত্যা করা হয়। একই মাসে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিএসএফের হাতে আরেক বাংলাদেশি নিহত হয়। ২০১৬ সালের এপ্রিলে কুড়িগ্রাম জেলায় একজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করা হয়। ২০১৬ সালের জুন মাসে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএসএফ-এর হাতে দুই বাংলাদেশি পাচারকারী নিহত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত এলাকায় এক বাংলাদেশি চোরাকারবারিকে গুলি করে হত্যা করা হয়। জানুয়ারি ২০১৭ সালে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বিএসএফ কর্তৃক এক গবাদি পশু পাচারকারী হত্যা করা হয়। এখন কথা হচ্ছে- পাচারকারী কি মানুষ নয়? যদি সে মানুষ হয়ে থাকে; কেন তাহলে তার অপরাধের শাস্তির ব্যবস্থা না করে হত্যা করা হবে? আমরা কোনো হত্যা চাই না। সেই সীমান্ত থেকে শুরু করে মূল ভূখ-ের কোথাও কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন চাই না। যেভাবে বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ৭ জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বিএসএফ নিজস্ব আদালতে এ ঘটনার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশে সে দেশে ফিরছিল। এর ফলে বাংলাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ভারত সরকারকে তার পরিবারকে ৫০০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে বলে। কিন্তু তাতো দেয়া হয়নি, হয়নি সঠিক বিচারও। মধ্যখানে উল্টো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর যখন শিক্ষার্থীদের সরকার ক্ষমতায়, তখন মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তারিখে স্বর্ণা দাস (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ গুলি করে হত্যা করে। সেদিন রাতে মা সঞ্জিতা রানি দাসের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানার কালেরকান্দি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে কিশোরী স্বর্ণা মারা যায় এবং স্বর্ণার মা সহ কয়েকজন আহত হয়। শুধু এখানেই শেষ নয়; চোরাকারবারি সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিছু ভারতীয় নাগরিককেও হত্যা করেছে বলে জানা গেছে। ২০১২ সালের ২১শে জানুয়ারি, ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে ৪ বিজিবি সৈন্য ভারতে প্রবেশ করে এবং একজন ভারতীয় নাগরিককে হত্যা করে। বন্দুকের গুলির শব্দ শুনে ঘটনাস্থলে জড়ো হওয়া ভারতীয় স্থানীয়রা তাদের বাধা দিলে ৪ সৈন্য ভারতীয় নাগরিকের লাশ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ১ বিজিবি সৈন্যকে আটক করলেও বাকি ৩ বিজিবি সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশি কর্মকর্তারা দাবি করেছেন যে নিহত ভারতীয় নাগরিক একজন পাচারকারী ছিলেন, তবে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন যে নিহত ভারতীয় নাগরিক কেবল একজন কৃষক ছিলেন। ২০১৫ সালের ৭ এপ্রিল, ভারতীয় কর্মকর্তারা রিপোর্ট করেছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় ভূখ-ে ১০ কিলোমিটার অতিক্রম করেছে এবং দুই ভারতীয় নাগরিককে হত্যা করেছে। এক ভারতীয় নাগরিকের মরদেহ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনা নির্মিত হয়েছে ১৯৭২ থেকে চলমান সময় অবধি। যতদূর জেনেছি সেই বছর সীমান্তে ১৫, ১৯৭৩ সালে ২০, ১৯৭৪ সালে ২৩, ১৯৭৫ সালে ১১, ১৯৭৬ সালে ১৬, ১৯৭৭ সালে ২৭, ১৯৭৮ সালে ১২, ১৯৭৯ সালে ২২, ১৯৮০ সালে ১৮, ১৯৮১ সালে ১২, ১৯৮২ সালে ১৯, ১৯৮৩ সালে ১৬, ১৯৮৪ সালে ২৩, ১৯৮৫ সালে ২৭, ১৯৮৬ সালে ৩০, ১৯৮৭ সালে ১৭, ১৯৮৮ সালে ১৩, ১৯৮৯ সালে ১৭, ১৯৯০ সালে ১৮, ১৯৯১ সালে ১৫, ১৯৯২ সালে ১৬, ১৯৯৩ সালে ২৩, ১৯৯৪ সালে ৩৯, ১৯৯৫ সালে ৩৬, ১৯৯৬ সালে ৩১, ১৯৯৭ সালে ৩৩, ১৯৯৮ সালে ৩৭, ১৯৯৯ সালে ৩৮, ২০০০ সালে ১৬৯, ২০০১ সালে ১৭৯, ২০০২ সালে ২৯৬, ২০০৩ সালে ২০৫, ২০০৪ সালে ১৮০, ২০০৫ সালে ২৪০, ২০০৬ সালে ৪৭৯, ২০০৭ সালে ৫০৭, ২০০৮ সালে ২১১, ২০০৯ সালে ৩০৮, ২০১০ সালে ১৯৭, ২০১১ সালে ১২৫, ২০১২ সালে ২৩৮, ২০১৩ সালে ৩৫৪, ২০১৪ সালে ২০৯, ২০১৫ সালে ১৩২, ২০১৬ সালে ৮৭, ২০১৭ সালে ৯২, ২০১৮ সালে ৫১, ২০১৯ সালে ১১৫, ২০২০ সালে ৮৬, ২০২১ সালে ৯৫, ২০২২ সালে ১০২, ২০২৩ সালে ১২১ এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৮২ জন নিহত হওয়ার সংবাদ বিভিন্নভাবে বাংলাদেশের গণমাধ্যমে আসলেও ধারণা করছি এরচেয়ে অনেকে বেশি হতে পারে নিহতের ঘটনা। তবুও বাংলাদেশে সবসময় যে সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন সে সরকারই তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার লক্ষ্য থেকে প্রতিবেশী দেশ ভারতের সমর্থনের আশায় হজম করেছে সকল রকম নির্যাতন-নিষ্পেষণ-নির্মমতা। লাল জুলাইয়ের মধ্য দিয়ে এগিয়ে আসা শিক্ষার্থী-জনতার মাধ্যমে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান থামান সীমান্ত হত্যা, কঠোর পদক্ষেপ নিন- দেশের মানুষের জীবন বাঁচান...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি