দূরত্বভিত্তিক ভাড়ার তালিকা প্রদর্শনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের কর্মীরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গণপরিবহনের দূরত্বভিত্তিক ভাড়ার তালিকা নির্ধারণ করে দেয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ ভাড়ার তালিকা গণপরিবহনের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার কথা। এর অন্যথায় আইনটিতে শাস্তির বিধানও রাখা হয়েছে। কিন্তু রাজধানীর বাসগুলো নিয়মিতভাবেই অবজ্ঞা করে চলেছে আইনের ধারাটি। অধিকাংশ বাসেই ভাড়ার তালিকা সংবলিত চার্ট টাঙানো নেই। বিআরটিএ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সড়ক পরিবহন আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করা যাচ্ছে না মূলত বিআরটিএ এবং ট্রাফিক বিভাগসহ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা তদারকির দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ না থাকায়। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি তাদের এখতিয়ারে পড়ে না। এ-সংক্রান্ত ব্যবস্থা নিতে পারে শুধু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর বিআরটিএ কর্মকর্তাদের ভাষ্য হলো জনবল সংকট এখন তাদের এ-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাস রুটগুলোয় চলাচলকারী গণপরিবহনের বিশৃঙ্খল দশা নিয়ে যাত্রী, পরিবহন বিশেষজ্ঞ ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছেন। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে হেলপারদের তুমুল বচসা বাসের ভেতরের নিয়মিত দৃশ্য। এমনকি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিরাও বিভিন্ন সময় রাজধানীর বাস রুটে চলাচলকারী গণপরিবহনের বিশৃঙ্খল দশা নিয়ে বক্তব্য রেখেছেন। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আইন করা হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো এর পরিপালন নিশ্চিতে সমন্বিত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সূত্র জানায়, গণপরিবহনে আইন বাস্তবায়নে জনবল সংকটের অভিযোগ একটা অজুহাত। রাজস্ব আহরণের তো সংকট নেই। প্রয়োজনে জনবল বাড়াতে হবে। ই-টিকিটিং সিস্টেমে কিলোমিটার হিসেবে ভাড়া নিতে হবে। তদারকির সক্ষমতা যাদের আছে, তাদের দেয়া যেতে পারে। ঢাকা শহরের মূল গণপরিবহন হতে হবে সিটি বাস সার্ভিস। সড়ক পরিবহন আইন প্রয়োগের দায়িত্ব বিআরটিএর। এ ক্ষেত্রে পুলিশের নজরে কোনো অভিযোগ এলে তা বিআরটিএকে জানানো ছাড়া পুলিশের আর কিছু করার থাকে না। গণপরিবহনের ভাড়া নির্ধারণ প্রসঙ্গে আইনে বলা হয়েছে, কোনো গণপরিবহন সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না। কোনো গণপরিবহনের মালিক, চালক, কন্ডাক্টর, ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করতে পারবে না। এর অন্যথা ঘটলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে আইনে বলা হয়েছে। এ অপরাধের জন্য দায়ী ব্যক্তিকে অনধিক এক মাসের কারাদ- বা অনধিক ১০ হাজার টাকা অর্থদ- অথবা উভয় দ-ে দ-িত করা হবে বলেও আইনে উল্লেখ করা রয়েছে। এদিকে আইন বাস্তবায়নের বিষয়ে বিআরটিএ সংশ্লিষ্টদের মতে, গণপরিবহন তদারকিতে ঢাকায় বিআরটিএর দশজনের মধ্যে মাত্র চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এ জনবল নিয়েই মোবাইল কোর্ট করা হয়। ফলে তা সেভাবে দৃশ্যমান হচ্ছে না। শুধু ভাড়ার তালিকা নয়, গাড়ির নম্বরও গণপরিবহনের ভেতরে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এটা মালিক সমিতির সবাই জানেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারা অনুযায়ী ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। এ তালিকা মেনে চলতে হবে। এর অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এজন্য ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগের মতে, আইনটি বিআরটিএর জন্য প্রযোজ্য। কোনো অভিযোগ পুলিশের নজরে এলে বিআরটিএকে জানানো হয়। এ ছাড়া পুলিশের আর কিছু করার থাকে না। সার্বিক বিষয়ে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, পরিবহন মালিক সমিতিকে বলা আছে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে। বিআরটিএ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বলা আছে ব্যবস্থা নিতে। ঢাকার বাইরে বিআরটিএর আরো তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। পুলিশও ব্যবস্থা নিতে পারে।