কয়েকশ’ বর্গকিলোমিটার কমে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সীমানা। সরকার সংস্থাটির সীমানা পুননির্ধারণ করেছে। সীমানা পুননির্ধারণে রাজউকের প্রশাসনিক এলাকা থেকে গাজীপুর অংশ বাদ দেয়া হয়েছে। ফলে ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার থেকে রাজউকের সীমানা কমেছে ৪৩৪ বর্গকিলোমিটার। যদিও রাজউকের এক প্রস্তাবে সীমানা বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত ওই সীমানা না বাড়িয়ে আরো কমানো হয়েছে। মূলত রাজউকের জন্য এত বিশাল সীমানা যথাযথভাবে তদারকি করা সম্ভব ছিল না।তবে এখন সীমানা কমানোর ফলে সংস্থাটি তার দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর হবে আশা করা হচ্ছে। রাজউক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, অতিসম্প্রতি রাজউকের এক অফিস আদেশে সংস্থাটির সীমানা পুননির্ধারণের বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, রাজউকের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংস্থাটির বিদ্যমান জোন, সাবজোনগুলোর সীমানা পুননির্ধারণ করা হলো। বর্তমানে আগের মতোই আটটি জোন ও জোনের অধীনে সাব জোন দিয়ে সীমানা পুননির্ধারণ করা হয়েছে। আগে রাজউকের সীমানা ছিল ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার। নতুন করে নির্ধারণের ফলে রাজউকের সীমানা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪ বর্গকিলোমিটারে। গাজীপুর সিটি করপোরেশনের ৪৩৪ বর্গকিলোমিটার এলাকা রাজউক থেকে বাদ দেয়া হয়েছে। সেখানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) নামে আলাদা সংস্থা গঠন করা হয়েছে। সূত্র জানায়, রাজউকের আট জোনের সীমানা প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এক নম্বর জোন আশুলিয়া-সাভার-বাইপাইল-জিরাব-উত্তরার সীমানা হলো সাভার উপজেলার সীমানা, শ্রীপুর রোড, ঢাকা জেলার সীমানা, টঙ্গী ঘোড়াশাল হাইওয়ে, টঙ্গী শিল্পাঞ্চল, এয়ারপোর্ট স্টেশনের দক্ষিণ সীমানা থেকে উত্তরা সেক্টর ৩, সেক্টর ৫-এর সীমানা দিয়ে বিরুলিয়া সেতু, বিরুলিয়া রোড, সাভার বাজার রোড ও সাভার উপজেলার সীমানা। দুই নম্বর জোন পূর্বাচল নিউটাউন-খিলক্ষেত-উত্তরখান-দক্ষিণখানের সীমানা হলো উত্তরা তুরাগ নদী (ঢাকা জেলার সীমানা), পূর্বাচলের উত্তর অংশের সীমানা, রূপগঞ্জ উপজেলা সীমানা, শীতলক্ষ্যা নদীর সীমানা, কাঞ্চন সেতু, পূর্বাচল দক্ষিণ অংশের খাল-পূর্বাচল এক্সপ্রেসওয়ে খাল-কুড়িল বিশ্বরোড, ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশ পর্যন্ত। তিন নম্বর জোন সাভার পৌরসভা-হেমায়েতপুর-পল্লবী-ঢাকা সেনানিবাস-শেওড়াপাড়া-মিরপুর ১-এর সীমানা হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিম, কুড়িল বিশ্বরোড, তেজগাঁও রেলওয়ে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে), মহাখালী মোড়, জাহাঙ্গীর গেট, পুরাতন বিমানবন্দর সড়ক, আগারগাঁও লিংক রোড, শ্যামলী, গাবতলী, ঢাকা-আরিচা মহাসড়ক, মধুমতি মডেল টাউনের দক্ষিণ পাশ, বংশী নদী, পশ্চিম সাভার উপজেলার সীমানা। জোন চার ভুলতা-জলসিঁড়ি আবাসন-বারিধারা-গুলশান-আফতাবনগরের সীমানা হলো কুড়িল বিশ্বরোড, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পূর্ব পাশ), তেজগাঁও শিল্পাঞ্চলের সম্পূর্ণ অংশ, পশ্চিমে তেজগাঁও রেললাইন, হাতিরঝিল লিংক রোডের উত্তর পাশ, বেগুনবাড়ী খালের উত্তর পাশ, দাশেরকান্দি, জলসিঁড়ি হাতিরঝিল হয়ে বেগুনবাড়ী খাল, দাশেরকান্দি, ভুলতা, রূপগঞ্জ উপজেলা সীমানা, কাঞ্চন সেতু এবং জোন দুইয়ের সীমানা। জোন পাঁচ মোহাম্মদপুর-হাজারীবাগ-কামরাঙ্গীরচর-কলাতিয়ার সীমানা হলো রুহিতপুর, বাবুবাজার, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রায় সাহেব বাজার মোড়, নবাবপুর সড়ক, কাপ্তান বাজার, রাজউক অফিস, সচিবালয়, সেগুনবাগিচা, মগবাজার, কারওয়ান বাজার এবং জোন তিনের সীমানা। জোন ছয় মগবাজার-কমলাপুর-মাতুয়াইল-ডেমরা-তারাবোর সীমানা হলো হাতিরঝিল মোড়, রাজউক অফিস, যাত্রাবাড়ী মোড়, সাইনবোর্ড মোড়, কাচপুর সেতু, মদনপুর ও দাশেরকান্দি। জোন সাত কেরানীগঞ্জ-সদরঘাট-ঝিলমিল আবসিক এলাকা-রুহিতপুরের সীমানা হলো রুহিতপুর, ঢাকা জেলার সীমানা এবং সাইনবোর্ড মোড়। আর জোন আট পাগলা-ফতুল্লা-চাষাঢ়া-নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সীমান হলো নারায়ণগঞ্জ সদর, সাইনবোর্ড মোড়ের দক্ষিণ ও পূর্ব পাশ। এদিকে রাজউকের সীমানা কমানোর বিষয়ে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান জানান, সীমানা বাড়ানো বা কমানোর বিষয়টি পরিকল্পনার দৃষ্টিতে করা হয়নি। এটা করা হয়েছে প্রশাসনিক দৃষ্টিতে। সরকার নতুন একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। এখন রাজউকের এলাকা কিছুটা কমেছে। ফলে তাদের উচিত বিদ্যমান পরিস্থিতিতে যথাযথভাবে কাজ সম্পাদন করা। এতদিন বিশাল এলাকা ছিল, সেটা দেখভালের যথেষ্ট লোকবল ছিল না। ফলে কোথাও কোথাও অসুবিধা ছিল। এখন সেটা দূর হয়েছে। আশা করা যাচ্ছে, এবার রাজউক তাদের পারফরম্যান্স বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেবে।