কম জ্বালানি ব্যবহার করে বাড়তি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) যথাযথ ব্যবহার করা যাচ্ছে না। অথচ দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে এসব কেন্দ্রের রয়েছে। কিন্তু গ্যাস সংকটের কারণে ওসব বিদ্যুৎ কেন্দ্রের বেশির ভাগই এখন পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না। আবার যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণেও বছরের বড় একটা সময় এসব বিদ্যুৎ কেন্দ্র অব্যবহৃত রাখতে হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী করা যাচ্ছে না। আর তাতে বেড়ে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কেন্দ্র ব্যয় (ক্যাপাসিটি চার্জ)। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনে স্থাপিত মোট সক্ষমতা (ইনস্টলড ক্যাপাসিটি) ২৭ হাজার ৫৪ মেগাওয়াট। এর মধ্যে ৩২টি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের সক্ষমতা ৯ হাজার মেগাওয়াটের কাছাকাছি। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় উচ্চ কার্যক্ষমতার এসব বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। আবার গ্যাসের অভাবে দেখা দিচ্ছে নানা যান্ত্রিক ত্রুটিও। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দৈনিক বিদ্যুৎ চাহিদার পূর্বাভাস ও প্রকৃত সরবরাহের তালিকা অনুযায়ী, গত ৫ জুলাই সারা দেশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টগুলোর মধ্যে ১১টি গ্যাস সংকটের কারণে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। একই কারণে সামিট ও ইউনিক গ্রুপের দুটি বড় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে উৎপাদন বন্ধ ছিল। আর মেঘনাঘাটে রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াট সক্ষমতার বড় বিদ্যুৎ কেন্দ্রটিও গ্যাস সংকটে উৎপাদনে আসতে পারছে না। তাছাড়া যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণে থাকায় ১১টি বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র নেই। সূত্র জানায়, এ প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রে কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। বিশেষ করে শুধু গ্যাসভিত্তিকে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ জ্বালানি লাগে, একই পরিমাণ গ্যাস দিয়ে আরো বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেক্ষেত্রে গ্যাস ও স্টিম টারবাইন দুই ধরনের ইঞ্জিন থাকতে হয়। এ ধরনের কেন্দ্র থেকে তুলনামূলক কম খরচে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। এজন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে। জ্বালানি কম হলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যায়। তখন বিদ্যুতের দামে এর প্রভাব পড়ে। বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটি থেকে সরবরাহ এখন বন্ধ। ফলে মেঘনাঘাটে সামিট ও ইউনিকের ১ হাজার ১৭৫ মেগাওয়াট সক্ষমতার (ইনস্টলড ক্যাপাসিটি) দুটি কেন্দ্রই বন্ধ রয়েছে। বড় এ দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় সম্প্রতি সারা দেশে তীব্র লোডশেডিং শুরু হয়। এ ছাড়া রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি গত মার্চে প্রস্তত হলেও এখন পর্যন্ত গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অনুমতি পাঁচ্ছে না। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্যাসের জোগান না পাওয়ায় শুরু করতে পারছে না টেস্টিং-কমিশনিং। সূত্র আরো জানায়, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত কার্যকর। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত গ্যাসের জোগান দেয়া গেলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব। কিন্তু গ্যাস সংকটের কারণে তা করা যাচ্ছে না। গ্যাস না থাকায় এ প্রযুক্তির বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হলেও এখনো ব্যবহার করা যাচ্ছে না। তবে বিপিডিবির দাবি, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট চাহিদা ও সাশ্রয়ী খরচের বিষয়টি মাথায় রেখে সর্বাত্মক ব্যবহার করা হচ্ছে। বিদ্যুতের চাহিদা বিবেচনায় মেরিট ডিসপ্যাচ অর্ডারের ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে দু-একটি কেন্দ্র গ্যাস সংকট থাকার কারণে ব্যবহার হচ্ছে না। তবে সেটি খুব সীমিত। এদিকে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টদের মতে, সিসিপিপি প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার চেয়ে অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি দিয়ে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। দেশের বিপুল পরিমাণ বিদ্যুৎ ঘাটতি পূরণে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট হতে পারে কার্যকর ব্যবস্থা। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি সার্বক্ষণিক উৎপাদনে (বেইজ লোড) রাখাও কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি লক্ষ্য ছিল। কিন্তু এখন এসব বিদ্যুৎ কেন্দ্র এত বেশি পরিমাণে নির্মাণ করা হয়েছে, যা ব্যবহারের প্রকৃত সুযোগ নেই। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দেশে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সবই বেইজ লোড। এগুলোর প্রকৃত হিসাব করলে দেখা যাবে, শুধু বেইজ লোডভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় ২০ হাজার মেগাওয়াট। এসব বিদ্যুৎ কেন্দ্র সার্বক্ষণিক না চালালে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি হবে। এ ছাড়া এগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করা প্রধান চ্যালেঞ্জ। কারণ আমাদের দেশে তীব্র গরমে বেইজ লোড বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা রয়েছে সর্বাচ্চ ১৪ হাজার মেগাওয়াট। শীতে তা সাত হাজার মেগাওয়াটের কিছু বেশি। ফলে উদ্বৃত্ত এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখা বিপিডিবির জন্য বড় ক্ষতির কারণ। এ বিষয়ে বিপিডিবির সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন জানান, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট যেগুলো উৎপাদনে এসেছে, সেগুলোয় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এগুলো অত্যাধুনিক ও উচ্চ সক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। গ্যাস সরবরাহ বিবেচনায় বিপিডিবি এসব বিদ্যুৎ কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন করছে।