আপাতত: দেখা যাচ্ছে ইসরাইল অপ্রতিরোধ্য। কট্টর জাতীয়তাবাদ, সন্ত্রাসবাদ, ইহুদীবাদ বা জায়েনিজমের আর্দশে প্রতিষ্ঠিত ইসরাইলকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্নক যুদ্ধ, প্রপাগান্ডা ও নিষ্ঠুরতা বিশ্ববাসীকে চরমভাবে ভাবাচ্ছে। বিশ্বব্যপী এখন গাজায় মানবতাবিরোধী নির্মমতার বিরূদ্ধে সরব ছাত্র-জনতা-নেতা সবাই। এমনকি খোদ ইসরাইলেই সোচ্চার হয়েছে, সচেতন হয়েছে বিভিন্ন গ্রুপ যারা ইসরাইলী ইহুদি। আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে রত শিক্ষার্থীরা, যা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। জাতিসংঘ ও এর সংস্থাগুলির নির্দেশনামা থোড়াই কেয়ার করছে ইসরাইল। তারা জাতিসংঘের মহাসচিবকে নিন্দা করেছে এবং পদত্যাগের দাবী করেছে। আন্তর্জাতিক আদালতসহ অন্যান্য সংস্থা যারা ইসরাইলীদের মানবতাবিরোধী কর্মকান্ডের বিরূদ্ধে ব্যবস্থা নিতে বলেছে এবং সমালোচনা করেছে তাদের হুমকি-ধমকি দিচ্ছে। তাদেরই এতদিনের বন্ধু ইউরোপীয় ইউনিয়নের সে সমস্ত দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আরো যারা দিতে প্রস্তুত, সবাইকে নিন্দা জানিয়ে হুমকি দিয়েছে। মিত্রদের অনুরোধ সত্বেও গাজায় ধ্বংশযজ্ঞ চালাচ্ছে, গাজাকে ফিলিস্তিনী শূন্য করছে, স্কুল, হাসপাতাল, অফিস-আদালত, বাড়ী-ঘর, হাট-বাজার, আশ্রয়কেন্দ্র, মসজিদ সবকিছু ধ্বংশ করে যাচ্ছে। বুভুক্ষু গাজাবাসী নারী-শিশুদের জন্য আসা খাদ্য ও ওষুধ ধ্বংশ করছে। এই সংগে একইভাবে যোগ দিয়েছে গাজার ইহুদি অভিবাসীরা যারা সাহায্য-সামগ্রী ধ্বংশ করছে। ৩৮ হাজারের বেশী নীরিহ গাজাবাসী গত কয়েক মাসে নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক এবং উদ্বাস্ত হয়েছে লক্ষ লক্ষ। ফিলিস্তিনীরা যে রাফায় আশ্রয় নিয়েছে সেখানেও চলছে ধ্বংশ ও হত্যাযজ্ঞ। বিশ্ববিবেক নড়ে-চড়ে বসলেও নড়েনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় মিত্ররা। তারা নাকি মানবতার ধারক ও নেত্রী স্থানীয় দেশ। তারা মানবাধিকার লংঘনের দায়ে নিষেধাজ্ঞা দেয়, অবরোধ দেয়, জাতিসংঘ বাহিনী প্রেরণ করে, সরকার বদলায়, রাষ্ট্র প্রধানদের হত্যা করে, যুদ্ধ করে। তারাই ইসরাইলকে রক্ষা করে, উসকানী দেয়, অর্থ-অস্ত্র দেয়, জাতিসংঘে লবি করে এবং ইসরাইলের বর্বরতাকে প্রশ্রয় দেয়। তাইতো ইসরাইল লাগামহীনভাবে ফিলিস্তিন দখলে উন্মও হয়েছে। এর কি শেষ নেই ?
ইসরাইল ও এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমান্বয়ে দেশে-বিদেশে অপ্রিয় ও কোণঠাসা হয়ে উঠা শুরু হয়েছে। নিজ দেশে বিরোধিতা এবং আগামী নির্বাচনে নেতানিয়াহুর পরিনতি কি হয় এই নিয়ে রয়েছে দুশ্চিন্তা। বিশ্বব্যপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং অন্যান্য সচেতন গ্রুপের আন্দোলন-বিক্ষোভ ঐসব দেশে নেতানিয়াহুর মুখোশ উন্মেচিত হচ্ছে। তার নিষ্ঠুরতা হিটলার, হালাকু খাঁ, চেঙ্গিঁস খাঁকেও হার মানিয়েছে। মিত্র দেশগুলোও গাজা ও রাফায় নির্বিচারে হত্যাকান্ডের ব্যপারে উদ্বিগ্ন এবং তাঁর রাশ টেনে ধরার চেষ্টা বা চিন্তা করছে। ইউরোপের দেশগুলো ফিলিস্তিনীদের স্বাধীনতা ও রাষ্ট্রের স্বীকৃতি দেয়া শুরু করেছে। তাই গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ বিরতির জন্য দৌড় ঝাঁপ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সোচ্চার হয়েছে। গাজাবাসী সব নিষ্ঠুরতা-নির্যাতন সাহসিকতার সাথে ও হাসিমুখে হজম করছে, নতি স্বীকার করছে না। তারা বিশ্ববাসীর কাছে এবং আল্লাহ্র কাছে ফরিয়াদ করছে। এসবের কি কোনই মূল্য নেই ? ইসরাইলের বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। হামাস ছাড়াও হিজবুল্লাহ, হুতি এবং ইরাক ও সিরিয়ায় জংগী গোষ্ঠীগুলো ইসরাইলের পেছনে লেগে আছে। ইরান-ইসরাইল বৈরীতায় মুখোমুখী। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনা এই বৈরীতায় আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। রাশিয়া, চীন এবং ইরানও ফিলিস্তিনীদের পক্ষ নিয়েছে। তুরস্ক, চিলি, চাদ, হন্ডুরাস, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, জর্দানসহ আরো কয়েকটি দেশ নিজেদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে নিয়েছে এবং কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। এদিকে জাতিসংঘ নিন্দা জানিয়েছে এবং আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছে, আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু ও তাঁর প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করছে। আর এটি ইসরাইলের নিলর্জ বন্ধু যুক্তরাষ্ট্র জাতিসংঘ ক্রিমিনাল কোর্টের বিচারকের বিরূদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। হামাস এবং ফিলিস্তিনীদের সন্ত্রাসী তকমা এবং ইসরাইল নিজেকে আত্মরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গাজা আক্রমণ করেছে এই অপপ্রচার এখন আর ধোপে টিকছেনা। ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে ইসরাইলের অসৎ প্রপাগান্ডা মিথ্যা প্রমানিত হচ্ছে, পাল্টা প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে। ইসরাইলের আগ্রাসন, মানবাধিকার বিরোধী কর্মকা- ও ঔদ্ধত্য এখন পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে। ক্রমান্বয়ে এসব মিলিয়ে একটা বিশ্ব মতৈক্য গড়ে উঠার আভাষ পাওয়া যাচ্ছে। যা বিশ্বব্যপী একটা কুটনৈতিক ও বৈপ্লবিক নিম্নচাপে পরিণত হয়ে বিষ্ফোরণ ঘটাতে পারে।
পৃথিবীতে অনেক স্বৈরাচার, বিশ্বজয়ী রাজা-বাদশা, নমরূদণ্ডফেরাউনের মত খোদা দাবীকারীও আধুনিক কালের একনায়কগণ কেউই টিকে নেই। ইংরেজ ও ইউরোপের উপনিবেশকারী শাসকরা, হিটলার-মুসোলিনী কেউ চিরস্থায়ী হয়নি। ইসরাইলের অহংকার এবং নিষ্ঠুরতাও একদিন বিলীন হয়ে যেতে পারে। কোরান-হাদীসের বাণীও এই
রকম। কেননা, ফিলিস্তিনীরা হেরে যাওয়ার নয়, তারা দুর্জয়ী। এই পরমানু যুগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া কেউই নিশ্চিত হতে পারে না যে তারা বিশ্বকে শাসন করবে। এখন এই বিশ্ব শক্তিদের চ্যালেঞ্জ করার মত দেশ তৈরী হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অনেক খেলা খেলেছে, এশিয়া-আফ্রিকার বিভিন্ন দেশকে উপনিবেশ বানিয়ে শোষণ করেছে। ইউরোপীয়রা ঘরের ছেলে ঘরে ফেরার মত অবস্থায় আছে। যুক্তরাষ্ট্র অনেক অঘটন ঘটিয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গেছে, ইরাক, আফগানিস্তান ও লিবিয়াকে ধ্বংশ করেছে। নিজের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সৃষ্টি করেছে। সারা বিশ্বে প্রভুত্ব কায়েম করেছে। রাশিয়া ও চীন তাদের রথ টেনে ধরেছে। নইলে তারা আরোও বেড়ে যেতো। মুসলিম বিশ্বের ঐক্যের অভাব রয়েছে নিজেদের ক্ষমতা ধরে রাখার স্বার্থে। সেজন্য তারা যুক্তরাষ্ট্রের মোড়লিপনা মেনে চলছে। ইরান এবং সম্প্রতি তুরস্কের উত্থানের সাথে সাথে মধ্যপ্রচ্যের ভূরাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসতে পারে। ইসরাইলকে শায়েস্তা করার পথ তারা খুঁজছে। ফিলিস্তানীরা এবং হামাস হেরে যাবে কিন্তু শেষ হয়ে যাবে না। ফিলিস্তিনীরা এই মৃত্যুকে শহীদ মনে করছে। তারা মাথা নত করতে শিখেনি। তারা শিখেছে কিভাবে মুসলমান হিসেবে বাঁচতে হয় আর মুসলমান হিসেবে মরতে হয়। গাজার শিশুরা রাতে শোবার আগে হাতে নিজের নাম লিখে রাখে যাতে ইসরাইলী সেনাদের আঘাতে মৃত্যু হলে তাদের পরিচয় জানা যায় এবং স্বজনরা কবর দিতে পারে। ইসরাইলী সেনার গুলির আঘাতে স্কুল ছাত্রী ১৭ বছর বয়সের দানিয়ার মৃত্যু হলে প্রতিশোধ স্বরূপ রাইন নামের যুবক ঐ সেনাকে আহত করে। ফলে তাকেও মৃত্যুর স্বাদ নিতে হয়। তাদের এইভাবে শহীদ হওয়ায় তাদের দুই স্নেহশীল ও মহান পিতা এই দুই শহীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। গাজায় পিতারা তাঁদের মৃত সন্তান ও স্বজনদের মাংশপিন্ড বাজারের ব্যাগের মত করে নিয়ে দাফন করেন যাতে তাদের কবরের ঠিকানা থাকে, স্মরণ করতে পারেন এবং দেখতে পারেন। এই হল ফিলিস্তিনীরা। এদের স্বাধীনতা না এসে পারে না।
ইসরাইল এই প্রথমবারের মত হোঁচট খেল ১৩ এপ্রিল ২০২৪ যেদিন ইরান ১০০০ কিমি দূরে অবস্থিত ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘঁটিতে তিন শতেরও বেশী মিসাইল ও ড্রোনের আঘাত হানে। এর মাঝের অবস্থানে রয়েছে ইরাক, সিরিয়া ও জর্দান। ইসরাইলী আকাশ নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই আক্রমণ করা হয় ১ এপ্রিল ২০২৪। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের মিসাইল আঘাতের প্রতিশোধ হিসেবে। বিশ্ব চমকে উঠে ইরানের এই দৃঢ়তা, শক্তি ও সাহস দেখে। যদিও ইসরাইল এর প্রতিক্রিয়ায় যতটা না ফোঁস ফোঁস করেছিল সেই তুলনায় নিজের মুখ রক্ষার জন্য নিতান্ত সীমিত আকারে ১৮ এপ্রিল ইরানের অভ্যন্তরে ইম্পাহানে আঘাত হানে যাকে পাত্তাই দেয়নি ইরান। এখানেই আপাতত: সংঘাত শেষ। আশা করা হয়েছিল ইরানের ওই আক্রমণকে কেন্দ্র করে বড় কিছু ঘটে যেতে পারে। কিন্তু সংযত হয়েছে ইসরাইল, হয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। অবশ্য তারা ইসরাইলকে আর না বাড়ার জন্য পরামর্শ দিয়েছিল। তা নাহলে হয়তো সংঘর্ষ অনেক দূর গড়াত এবং মধ্যপ্রাচ্য একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারত। গাজায় যুদ্ধ বিরতির বিষয় চূড়ান্ত পর্যায়ে আছে বলে অনুমিত হচ্ছে। মিশর, তুরস্ক, কাতার, আরব আমিরাত, সৌদি আরবসহ কয়েকটি দেশ কয়েক বার চেষ্টা করার পর অবশেষে প্রেসিডেন্ট বাইডেন নিজেই তিন ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন যাতে শত শত ট্রাক খাদ্য-সামগ্রী গাজায় যাবে এবং বয়স্ক ও মহিলা বন্দীদের হামাসের কাছ থেকে মুক্তি হবে, হামাস-ইসরাইল আলোচনা চলবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য এবং সব শেষে গাজার পুর্ণগঠন বিষয়টি রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতি কার্যকর হবে। বাইডেন দুই পক্ষকে যুদ্ধ বিরতি মেনে চলার জন্য আহবান করেন। ইসরাইল-হামাস উভয়েই এতে নিমরাজী হয়েছে। ইসরাইলের বিরোধী দল ও জনগণ এতে সায় দিলেও নেতানিয়াহুর জোট সরকারের শরীকরা বিরোধিতা করছে। কিন্তু যুদ্ধ বিরতি প্রস্তাবকে ইতিবাচক মন্তব্য করলেও গাজায় একই রকম নিষ্ঠুরতা ও হত্যাকান্ড অব্যাহত রয়েছে। হামাসকে ধ্বংশ করা পর্যন্ত এই ধ্বংশযজ্ঞ চলবে বলে নেতানিয়াহু ও জোটের শরীকরা ব্যক্ত করেছে। এখানেই সংকট। ইসরাইল এই পর্যন্ত জাতিসংঘের কোন প্রস্তাব ও নির্দেশনামা এবং যুক্তরাষ্ট্রের কোন অনুরোধ রক্ষা করে নি। ওদিকে ইউরোপীয় দেশগুলোর সংখ্যা বাড়ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে এবং এটাই চূড়ান্ত সমাধান। একদিন তা প্রতিষ্ঠিত হবে। কেননা, কোন যুদ্ধ চিরকাল চলেনি। একপর্যায়ে শেষতো হবেই।
গত আট মাস ধরে ইসরাইলের নির্বিচারে ধ্বংশযজ্ঞে গাজার ৫৫% বাড়ীঘর, দোকানপাট, অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল, বিভিন্ন স্থাপনা ধ্বংশ হয়েছে, বাকিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা ইউএনওএসটি এই তথ্য দিয়েছে। ফিলিস্তিনী কর্তৃপক্ষ উত্তর গাজার জাবালিয়া ও বেইত হানুনকে “দুর্যোগপূর্ণ” এলাকা ঘোষণা করেছে। গাজায় পাঁচ বছরের
নীচের সাড়ে তিন হাজার শিশু ক্ষুধা ও অসুস্থতার কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। কিন্তু পর্যাপ্ত সাহায্য আসছেনা। যা আসছে তাও ইসরাইলী বাহিনী এবং ইহুদি অভিবাসীরা ধ্বংশ করছে। ফিলিস্তিনি শিশুরা পশুর খাদ্য খাচ্ছে জীবন রক্ষার জন্য। গাজায় মানবতা ভূলুন্ঠিত, মানবতার চরম পরাজয়, আর জাতিসংঘ মেরুদন্ডহীন যেমন বাড়ীর বুড়োর মত। জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনের কোন নির্দেশই ইসরাইল মানছে না, বরং বিদ্রুপ করছে। আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরাইলী গণহত্যার অভিযোগ করে মামলা করেছে। আই সি সির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টকে গ্রেপ্তারী পরোয়ানার আদেশের আবেদন করেছেন। ইসরাইল তা প্রত্যাখ্যান করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র পূরো আদালতকে আমেরিকায় নিষিদ্ধ করার হুংকার দিয়েছে। এই হল মানবাধিকারের তথাকথিত ধারক ও বাহক যুক্তরাষ্ট্র যারা মানবতার দোহাই দিয়ে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করে, ভিসা নিষেধাজ্ঞা দেয়। যেই আমেরিকা ইউক্রেনে গণহত্যার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারী পরোয়ানা জারীকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে সেই আমেরিকাই এক্ষেত্রে উল্টো কথা বলছে। অথচ গাজা ও রাফায় প্রায় ৪০ হাজার মানুষ নিহত। গাজা থেকে বিতাড়িত হয়ে রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনীদেরও একইভাবে আক্রমণ ও ধ্বংশ করে যাচ্ছে ইসরাইল। ইসরাইল গাজা দখলকে জায়েজ করার জন্য গাজা ও রাফাকে হামাস শূণ্য করার কথা বলছে, অথচ মরছে সাধারণ জনগণ, নারী ও শিশু এবং ধ্বংশ করছে সবকিছু। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালত গাজা ও রাফায় আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছে, সেটিও অমান্য করছে ইসরাইল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলা সত্বেও আক্রমণ থামেনি। যুদ্ধ বিরতিতে সায় দেয়ার অন্যতম কারণ হলো বন্দীমুক্তি, কেননা এ নিয়ে ইসরাইলী সরকার জনগণ এবং বিশ্ববাসীর চাপে আছে, বিশ্বের বিভিন্ন দেশ ইসরাইলের নিন্দা করছে, সম্পর্ক ছিন্ন করছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। সম্প্রতি মালদ্বীপ ইসরাইলী পর্যটকদের নিষিদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনীদের প্রতি সংহতি ঘোষণা করে। জাতিসংঘ ইসরাইলী সমগ্র বাহিনীকে কালো তালিকাভূক্ত করেছে। চীন তার অনলাইন মানচিত্র থেকে ইসরাইলকে মুছে দিয়েছে। ওমান তার আকাশসীমা ইসরাইলী বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে, অন্যদিকে ইসরাইলের সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন হামাস সম্মতি দিয়েছে, কিন্তু ইসরাইল কিছু বলছেনা। নেতানিয়াহু যুদ্ধ বিরতি মেনে নিলে অভ্যন্তরীন সমস্যা, কোয়ালিশন সরকারে বিভাজন ও সরকারের পতনের আশঙ্কা এবং ফলশ্রুতিতে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টিরও আগামী নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা, এসবের ভয় কাজ করছে। আর তা হলে নেতানিয়াহুর বিরূদ্ধে চলমান দুর্নীতির মামলা উজ্জীবিত হয়ে তাকে আদালতের সম্মুখীন হতে হবে। ওদিকে ইসরাইলী জনগণ ইসরাইলী বন্দীদের বিনিময়ে যুদ্ধ এবং গাজায় অমানবিক ও নিষ্ঠুরভাবে গণহত্যা বন্ধ করার জন্য যুদ্ধ বিরতি চায়। ইসরাইলের অভ্যন্তরে চাপ সৃষ্টি হয়েছে, সচেতন জনগণের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তবে নেতানিয়াহুকে শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে সম্মতি দিতে হতে পারে। কিন্তু ইসরাইলকে ভয় এ নিয়ে যে, যুক্তরাষ্ট্রের নির্দেশ সে মানতে নারাজ। তাই দেখা যায় ইসরাইলের একান্ত অভিভাবক হওয়া সত্বেও তার উপর যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক কমেছে। অনেক বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্রকেই এখন ইসরাইলের অধীন বলে থাকেন। যুক্তরাষ্ট্রকেই এখন তাই ইসরাইল মুক্ত হওয়া প্রয়োজন। বাইডেন নিজেও দেশে-বিদেশে চাপে পড়ে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ-আন্দোলন এবং সচেতন ও সাধারণ জনগণের মধ্যে ইসরাইলের অমানবিক ও একগুঁয়ে আচরণ গ্রহণযোগ্য হচ্ছে না। আগামী নির্বাচনে এর প্রভাবে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির বিপর্যয় হতে পারে। এক জরিপে জানা যায় যে, জো বাইডেনের প্রতি আমেরিকান মুসলিমদের সমর্থন ৮০% থেকে ৫%-এ নেমে এসেছে। এসব দিক থেকে তাই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চায় কিন্তু ইসরাইলকে পোষ মানাতে পারছেনা। এটিও তার পররাষ্ট্রনীতি এবং কুটনৈতিক ব্যর্থতা। বাইডেন একদিকে কখনো কখনো গাজা ও রাফায় ইসরাইলী নিষ্ঠুরতার বিরূদ্ধে কথা বলে, আবার সময় মতো অস্ত্র সরবরাহও করে থাকে। এদিকে যুক্তরাষ্ট্র ও গুটি কয়েক ইউরোপীয় দেশ ছাড়া অন্য দেশগুলো ইসরাইলকে এখন আর ভাল চোখে দেখছে না। ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া শুরু এবং পৃথিবীর বেশীরভাগ দেশই এখন ফিলিস্তিনের প্রতি সহানুভূতি, ইসরাইলের অনমনীয়তা ও গণহত্যা, জাতিসংঘের ইসরাইলের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া, ইসরাইলকে বিচারের মুখোমুখি করা এসবের একটা প্রভাব উদ্ভাসিত ও প্রচারিত হচ্ছে। ইসরাইল হামাসকে ধ্বংশ করার নামে গাজা ও রাফায় ধ্বংশযজ্ঞ চালাচ্ছে, কিন্তু হামাস ধ্বংশ হয়নি এবং হবেও না। এটিও নেতানিয়াহুর এবং বাইডেনের জন্য দু:সংবাদ, ওদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলির চাপ। সব মিলিয়ে হয়তো একটা যুদ্ধ বিরতি কার্যকর হতে পারে তবে তাতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে কিনা তার নিশ্চয়তা নেই। তারপরও একটা যুদ্ধ বিরতি এখন সবার কাম্য। তার ফলে স্থায়ী চুক্তি ও সমাধান হবে এটিই সবার চাওয়া। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের দু’মুখোনীতি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোয়ার্তুমিকেই ভয়। কেননা, এই যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য আলোচনার মধ্যেও চারজন ইসরাইলী জিম্মিকে উদ্ধার করার জন্য স্থল, আকাশ ও জল পথে তীব্র আক্রমণ করে ২৭৪ জনকে হত্যা করে। তবুও বিশ্ববাসী একটা সমাধান ও সুফলের প্রতীক্ষায় আছে। আশার কথা, ১০ জুন ২৪ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাব গৃহিত হয়েছে। (সাবেক অধ্যক্ষ ও কলাম লেখক)