মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর ইছামতী নদীর তীরে বৈদ্যুতিক শিল্পনগরী শতভাগ প্রস্তুত। কিন্তু উদ্যোক্তারা সেখানে কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছে না। গত এক বছরেও সেখানে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ওই শিল্পনগরীতে প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এক বছর ধরেই বিজ্ঞপ্তি প্রকাশ, মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হলেও এখনো কোনো প্লট বিক্রি হয়নি। বিদ্যমান পরিস্থিতিতে বিশেষায়িত ওই শিল্পনগরী চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিসিক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে গড়ে ওঠা বৈদ্যুতিক শিল্পণ্ডকারখানাগুলোকে এক স্থানে নেয়ার লক্ষে সরকার টঙ্গিবাড়িতে ওই বিশেষায়িত শিল্পনগরী গড়ে তুলে। ৭ বছর আগে কাজ শুরু হওয়া শিল্পনগরী এখন কল-কারখানা স্থাপনের জন্য শতভাগ প্রস্তুত। এমনকি শিল্পোদ্যোক্তাদের জন্য দু’বার প্লটের মূল্য কমিয়ে প্লট বরাদ্দ দিতে বিসিক প্রস্তুত থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে মুন্সিগঞ্জ বিসিক তৃতীয়বারের মতো প্লটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে রাজধানীর রাজধানীর নবাবপুর, ধোলাইখাল ও কামরাঙ্গীরচরে বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সূত্র জানায়, বিগত ২০১৬ সালে ঢাকার পোস্তগোলা থেকে ২০ কিলোমিটার দূরে টঙ্গিবাড়ির বেতকা ইছামতী নদীর তীরে ৫০ একর জমির ওপর ইলেকট্রনিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয়। বালু ভরাটের মধ্য দিয়ে প্রকল্পের প্লট তৈরির কাজ শেষ হয়। ভারি যানবাহন চলাচলের জন্য সেখানে প্রস্তুত করা হয়েছে প্রশস্ত রাস্তা, ড্রেন, কালভাট, প্রশাসনিক ভবন, পুকুর, ডাম্পিং ইয়ার্ড। প্রকল্প এলাকায় বিদ্যুতের ২০ মেগাওয়াট ক্ষমতার হাইভোল্টের সাবস্টেশনও নির্মাণ করা হয়েছে। ওই শিল্পনগরীতে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্পনগরীটি গড়ে তুলতে ৩১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। সূত্র আরো জানায়, দেশের দক্ষিনাঞ্চলে পদ্মা সেতু হয়ে সহজ সড়ক যোগাযোগ ছাড়াও টঙ্গিবাড়ি বৈদ্যুতিক শিল্পনগরী থেকে সড়কপথে ঢাকা যেতে সিরাজদীখান উপজেলার বালুচর হয়ে সময় লাগবে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজতর নৌ যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। বর্তমানে দু’দফা দাম কমিয়ে ওই শিল্পনগরীর প্লট বিক্রিতে প্রতি শতাংশের দাম ৮ লাখ দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শিল্প নগরীটিতে ৩৬১টি প্লট তৈরি করা হয়েছে। একেকটি প্লটের আয়তন যথাক্রমে ৭, ১০ ও ১৪ শতাংশ। কিন্তু হাতেগোনা কিছু প্লটের জন্য আবেদন জমা ছাড়া সব প্লটই অবিক্রীত রয়েছে। এদিকে বৈদ্যুতিক শিল্পনগরীর প্রকল্প কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সব ধরনের পণ্য ও গাড়ির যন্ত্রাংশ তৈরির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতেই শিল্পনগরীটি গড়ে তোলা হয়েছে। নতুন করে এ মাসের শেষের দিকে আবার বিজ্ঞপ্তি দিয়ে প্লট বিক্রি বৃদ্ধি করা হবে। অন্যদিকে এ বিষয়ে মুন্সিগঞ্জ বিসিকের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, শিল্পনগরীটিতে ইতোমধ্যে ২০টির মত শিল্পপ্রতিষ্ঠান প্লট বরাদ্দ প্রাপ্তির জন্য আবেদন করেছে। উদ্যেক্তরা বলছে প্লটের দাম বেশি। বিসিক তৃতীয় বারের মত দাম কমিয়ে প্লট বরাদ্ধ দেয়ার চেষ্টা করছে। তাছাড়া শিল্পনগরী থেকে ঢাকায় যেতে মোল্লাবাজার ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে উদ্যোক্তরা প্লট এলাকা এসে দেখলে তারা প্লট নিতে আগ্রহী হবে।