
নাইজেরিয়ার পূর্বাঞ্চল ১৯৬৭ সালে বায়াফ্রা নাম ধারণ করে স্বাধীনতা ঘোষণা করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এ অঞ্চলের ইবো উপজাতীয়রা উত্তরাঞ্চলের ভিন্ন সংস্কৃতির উপজাতীয় লোকজনের দ্বারা শাসিত হতে অস্বীকার করে বসে। জাতিসংঘের উদ্যোগ সত্ত্বেও গৃহযুদ্ধ অব্যাহত থাকে ১৯৭০ সাল পর্যন্ত এবং অবশেষে বিলুপ্ত হয় বায়াফ্রা।
গৃহযুদ্ধে নাইজেরিয়ার ক্ষয়ক্ষতি হয় ব্যাপক, জনগণকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। কিন্তু জ্বালানি তেল থেকে অর্জিত বিপুল আয় দিয়ে দেশটি এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। তৎকালীন নাইজেরীয় সরকার আবার কোন গৃহযুদ্ধ এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পূর্বাঞ্চলে মোতায়েন করে প্রায় আড়াই লাখ সৈন্য।