আগামী ৫ জানুয়ারি আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আদৌ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের আশঙ্কা, নির্বাচনের দিন জামায়াত-শিবির ও বিএনপি দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঘটাতে পারে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ইসিকে অনুরোধ জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের নিশ্চিত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ৫ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করতে পারবেন। ইসির মতে, সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করতে আগ্রহী। কিন্তু দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা ক্ষুব্ধ ও আতঙ্কিত।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দিন নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। তিনি বলেন, নির্বাচন যে পুরোপুরি শান্তিপূর্ণ হবে সে গ্যারান্টি নেই। তবে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে চেষ্টা করা হবে। ভোটের দিন দেশী-বিদেশী পর্যবেক্ষকরা থাকবেন। ফলে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। তাছাড়া ভোট কেন্দ্রে যেতে ভোটারদের ভীতি দূর করা করা হবে। শতভাগ নিরাপত্তা দিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের আনা হবে। কারণ জামায়াত-শিবির ও অন্যরা ভোটের দিন নাশকতা চালাতে পারে। কারণ তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে তারা নির্বাচন চায় না। তারা চায় দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করতে। এক্ষেত্রে বিএনপি জামায়াতের স্বার্থ দেখছে এবং তাদের চাহিদা অনুযায়ী কর্মসূচি ঘোষণা করছে।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, বিরোধী জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বিরোধী জোটের কর্মসূচিতে সাধারণ মানুষ হতাশ। তবুও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ইসির কোনো সংশয় নেই। কারণ নির্বাচনে জন্য দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে- দেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কারণ পরিস্থিতির উন্নতিতে নিরাপত্তা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে।
ইসি সূত্র জানায়, বিরোধী জোটের একের পর এক টানা অবরোধে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ। এ অবরোধ মানুষ মানছে না। যারা খুনখারাবি করছে, অশান্তি সৃষ্টি করছে তারা দু®কৃতকারী। তারা কোনো দলের নয় বলেই মানুষ অভিহিত করছে।