রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির ভতুর্কির পরিমাণ এক বছরের ব্যবধানে ৫ গুণ বেড়েছে। গত ২০২০-২১ অর্থবছরে টিসিবির ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩১ কোটি টাকারও বেশি। অথচ এর আগের অর্থবছরে টিসিবির ভর্তুকির পরিমাণ ছিল মাত্র ৮২ কোটি। কেবল পেঁয়াজ বিক্রিতে টিসিবি ১৩৭ কোটি টাকা ভর্তুকি ছাড়িয়েছে। গেল অর্থবছরের জন্য ভর্তুকির ওই অর্থ ছাড়ের উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ওই সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, টিসিবির অনুকূলে ভর্তুকির অর্থ বরাদ্দ দিতে অর্থ বিভাগের পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, পণ্য সংগ্রহ করার জন্য টিসিবি রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ গ্রহণ করেছে। বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কোনো কোনো সময় স্থানীয় বাজার থেকে পাইকারি দরের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য কেনা হয়। আবার ২ থেকে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ ও প্রতি কেজি বা লিটারে ৪ থেকে ৭ টাকা ডিলারদের পরিচালন ব্যয় দিতে হয়। এভাবে ক্রয়মূল্য থেকে কম মূল্যে ওসব পণ্য ভোক্তার কাছে বিক্রি করা হয়। তাই ২০২০-২১ অর্থবছরে টিসিবির অনুকূলে ৪৩১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা ভর্তুকি দেয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন সময় টিসিবি ট্রাক সেল ও খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ১১ হাজার ৬৬৭ টন মসুর ডাল বিক্রি করেছে। পরিচালন ব্যয়সহ ওই পরিমাণ ডালের ক্রয়মূল্য ৮৩ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৭৯০ টাকা। অথচ ১১ হাজার ৬৬৭ টন মসুর ডাল ভর্তুকি মূল্যে বিক্রি করে টিসিবি আয় করেছে ৫২ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮২ টাকা। সেক্ষেত্রে ঘাটতি পূরণে ৩১ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ৭০৮ টাকা ভর্তুকি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাছাড়া ২০২০-২১ অর্থবছরে টিসিবি পরিচালন ব্যয়সহ ২৩৩ কোটি টাকায় কিনে ৩৩ হাজার ৩৬১ টন চিনি বিক্রি করেছে। ওই পরিমাণ চিনি বিক্রি করে সংস্থাটি আয় করেছে ১৪৯ কোটি ২ লাখ ৩৮ হাজার ২১১ টাকা। বাকি ৮৪ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৫৫৭ টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। একই বছরে সংস্থাটি ৪ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল বিক্রি করেছে। পরিচালন ব্যয়সহ ওই পরিমাণ সয়াবিন তেল ক্রয়ে খরচ হয়েছে ৫০৬ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৭৪৮ টাকা। আর বিক্রি করে টিসিবি আয় করেছে ৩৫২ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৬৩ টাকা। বাকি ১৫৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৯৮৫ টাকা ভর্তুকি দেয়ার প্রস্তাব করা হয়েছে।
সূত্র জানায়, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজার পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পেঁয়াজের বাজারমূল্য স্থিতিশীল ও ভোক্তাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে টিসিবি আমদানি ও স্থানীয়ভাবে পেঁয়াজ ক্রয় করে। বিগত ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল থেকে ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট ৩ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৬৭ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। আনুষঙ্গিক খরচসহ ওই পরিমাণ পেঁয়াজ ক্রয়ে ব্যয় হয়েছিল ২০৪ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৯৬০ টাকা। আর পরিচালন ব্যয় বাদে ওসব পেঁয়াজ বিক্রি করে টিসিবি আয় করে ৬৬ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৮৭৬ টাকা। বাকি ১৩৭ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৮৪ টাকা ভর্তুকি হিসেবে দেয়ার প্রস্তাব করা হয়েছে। আর ২০২০ সালের অক্টোবর ও নভেম্বরে আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয়ভাবে ২১৫ টন আলু বিক্রি করে টিসিবি। আনুষঙ্গিক খরচসহ ওই পরিমাণ আলু ক্রয়ে টিসিবির খরচ হয় ৮৭ লাখ ৭৪ হাজার ২৫৩ টাকা। ওই আলু বিক্রি করে টিসিবি আয় করে ৪২ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা। সেক্ষেত্রে ঘাটতি হয় ৪৪ লাখ ৯৫ হাজার ৮৫৩ টাকা, যা ভর্তুকি হিসেবে দেয়ার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া টিসিবি ২০২০-২১ অর্থবছরে ৭ হাজার ৪০৫ টন ছোলা বিক্রি করেছে। ওই পরিমাণ ছোলার ক্রয়মূল্য ছিল ৫৩ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৯৭৭ টাকা। কিন্তু ছোলা বিক্রি করে পরিচালন ব্যয় বাদে টিসিবি আয় করেছে ৪০ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার টাকা। বাকি ১২ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৯৭৫ টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। আর খেজুর বিক্রি বাবদ ভর্তুকির প্রস্তাব করা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ১ হাজার ৮৯৪ টাকা। ওই ৭ পণ্যের ক্ষেত্রে ভর্তুকি বাবদ ৪২২ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৫৮ টাকা এবং ব্যাংক ঋণের সুদ বাবদ ৮ কোটি ৬৩ লাখ ৯৫৮ টাকাসহ মোট ৪৩১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা ভর্তুকির প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে এ বিষয়ে টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির জানান, ২০১৯-২০ অর্থবছরে ১৮৫ থেকে ১৮৭ জন ডিলারের মাধ্যমে সারা দেশে টিসিবি পণ্য বিক্রি করতো। আর ২০২০-২১ অর্থবছরে সাড়ে ৪০০ থেকে ৫০০ ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছে। তাছাড়া আগের বছরের তুলনায় গত অর্থবছরে প্রায় ১০ গুণ বেশি পণ্য বিক্রি করা হয়েছে। আগের অর্থবছরে চার থেকে পাঁচবার পণ্য বিক্রি করা হতো। করোনা মহামারীর কারণে ২০২০-২১ অর্থবছর সারা বছরই পণ্য বিক্রি করতে হয়েছে। তাই ভর্তুকির পরিমাণও বেড়েছে।