দীর্ঘসময়েও সারাদেশের বিপুলসংখ্যক চাঞ্চল্যকর খুনের মামলার রহস্য উদ্ঘাটিত হচ্ছে না। ফলে ওসব মামলার তদন্তের ভাগ্য হিমাগারে চলে যাচ্ছে। এক যুগ বা তারও বেশি সময় ধরে রহস্য উদ্ঘাটিত হয়নি এমন হত্যা মামলার সংখ্যাও নেহায়েত কম নয়। তার মধ্যে খুন হয়েছে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়িক, রাজনীতিক, শোবিজের মডেল, ছাত্রছাত্রী, মুক্তমনা ব্লগারসহ বিভিন্ন পেশার মানুষজন। তদন্তকারী কর্মকর্তারা খুনের রহস্য উদ্ঘাটন তো দূরের কথা, খুনের ক্লু পর্যন্ত খুঁজে পাচ্ছে না। ওসব খুনের মামলা তদন্ত কার্যত হিমাগারে চলে যাওয়ায় খুনের আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে না। ফলে ভুক্তভোগী পরিবার-পরিজন বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু বছরের পর বছর ধরে কোন প্রতিকার নেই। পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
গংশ্লিষ্ট সূত্র মতে, পুলিশ, র্যাব, সিআইডি, ডিবি ও থানা পুলিশ সারাদেশের চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর তদন্ত করছে। বছরের পর বছর ধরে তদন্তাধীন কোন কোন খুনের মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এক ডজনেরও বেশিবার পরিবর্তন করা হয়েছে। আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বার বার সময় চাওয়া হচ্ছে। কিন্তু খুনের মামলাগুলোর রহস্য উদ্ঘাটন হচ্ছে না। এমন কু¬ খুঁজে বের করার উদ্যোগে ভাটা পড়েছে। চাঞ্চল্যকর খুনের মামলার তদন্তেরই এমন অবস্থায় অন্যান্য খুনের মামলার তদন্তের হাল কি হতে পারে তা নিয়ে অপরাধ বিশেষজ্ঞরা সন্দিহান।
সূত্র জানায়, ক্লুলেস খুনের ঘটনাগুলোর তদন্ত কর্মকর্তা বার বার বদল হয়েছে। ফলে অনেক খুনের ঘটনার রহস্য উন্মোচনে দীর্ঘসূত্রতায় পড়ে গেছে। আবার কিছু কিছু চাঞ্চল্যকর খুনের ঘটনা প্রকৃত আসামিদের বাঁচানোর জন্য তদন্তের গতি কমিয়ে রহস্যের জালে আটকে দেয়া হয়েছে। কোন কোন ঘটনায় খুনীরা প্রশিক্ষণপ্রাপ্ত ও খুবই ধূর্ত। তারা ক্লুলেসভাবে (সূত্রবিহীন) খুনের ঘটনা ঘটিয়েছে। তদন্ত কর্তৃপক্ষ ওসব ক্লুলেস খুনের ঘটনা তদন্তের এক পর্যায়ে এসে হাল ছেড়ে দিয়েছে। আবার এমনও হয়েছে যিনি একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা তদন্ত করছে তার কাঁধে আরো একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা চাপিয়ে দেয়ায় তদন্ত কর্মকর্তা আর কূল-কিনারা করতে পারছে না। ফলে বিপুলসংখ্যক হত্যা মামলার তদন্ত বছরের পর বছর চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু খুন রহস্যের কোন কূল-কিনারা করতে পারছে না।
সূত্র আরো জানায়, চাঞ্চল্যকর খুনের মামলার তদন্তের তদারকি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর র্যাব, সিআইডি, ডিবি ও থানা পুলিশ চাঞ্চল্যকর ওসব হত্যা মামলার তদন্ত করছে। চাঞ্চল্যকর হত্যার মধ্যে কয়েকটি মামলা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে। আর ৫ বছরেও হত্যাকান্ডের মোটিভই উদ্ঘাটন করা সম্ভব হয়নি এমন মামলাও কম নয়। আর তদন্ত চলছে, শিগগিরই অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে- এমন কিছু বক্তব্য দিয়েই পুলিশের তদন্ত সংস্থা দায় এড়িয়ে যাচ্ছে। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীরা তদন্ত কর্মকর্তাদের কাছে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে অভিযোগ রয়েছে। পাশাপাশি তদন্ত কর্মকর্তারা মামলার চার্জশীট দিতেও বিলম্ব করছে। এমনকি মামলা প্রত্যাহার করতে বাদীদের হুমকি দেয়ার অভিযোগও রয়েছে। ফলে মামলার ভবিষ্যত নিয়ে সন্দিহান বাদীরা। আবার কোন কোন ক্ষেত্রে হত্যাকান্ডের মূল আসামিদের বাদ দিয়ে নিরপরাধীদের আসামি করে চার্জশীট দেয়া হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চাঞ্চল্যকর মামলাগুলোর ভাগ্য ঝুলে আছে। বেশিরভাগ মামলার তদন্তেই অগ্রগতি নেই। আর করোনা ভাইরাসের কারণে এখন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলাসংক্রান্ত বৈঠক হচ্ছে না।
এদিকে অপরাধ বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক হস্তক্ষেপ, পুলিশের অদক্ষতা ও অজ্ঞাত কারণে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য অনুদ্ঘাটিত রয়ে যাচ্ছে। আসামিরাও চিহ্নিত হচ্ছে না। ফলে বিচার পাচ্ছে না নিহতদের পরিবারের সদস্যরা। তবে খুনীরা এমন কিছু আলামত রেখে যায় তাতে খুনীদের শনাক্ত করা খুব সহজ। অবশ্য প্রযুক্তির ব্যবহার করে হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে এমন দক্ষতা পুলিশের মধ্যে গড়ে ওঠেনি। পুলিশের দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া প্রয়োজন। অন্যথায় পুলিশের প্রতি মানুষের আস্থা দিন দিন হারিয়ে যাবে।
অন্যদিকে এ প্রসঙ্গে পুুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মনিটরিং সেলে যেসব মামলা রয়েছে সেখানে রাজনৈতিক বিবেচনার কারণে তদন্ত ব্যাহত হচ্ছে। ঢাকার বাইরে যেসব মামলা আছে সেখানেও একই অবস্থা। কয়েকটি হত্যা মামলার সঙ্গে সরকারদলীয় এমপি, সন্ত্রাসী, নেতা-কর্মী জড়িত থাকায় ও তদন্তে সরকার দলীয় প্রভাব এবং তদন্ত কর্মকর্তাদের বিতর্কিত কর্মকান্ডের কারণেও বেশ কিছু মামলার তদন্ত হিমাগারে চলে গেছে।