গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পানি সরবরাহ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। মূলত পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাছাড়া এ বছর বৃষ্টির দুষ্প্রাপ্যতাও এজন্য অনেকটা দায়ি। ২৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওই সেচ প্রকল্পটি প্রধানত পদ্মার পানির ওপর নির্ভরশীল। পদ্মায় পানির প্রাপ্যতাসাপেক্ষে প্রকল্পটি চালু থাকে। আর সেখানে পানি কম থাকলে জিকের ইনটেকে পানিপ্রবাহ নেমে যাবে এবং তারা পানি সরবরাহ করতে পারবে না। অথচ কৃষকদের এখন পানি প্রয়োজন। বিদ্যমান অবস্থায় জিকের আওতায় সেচ নির্ভর কৃষকরা বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে। জিকে সেচ প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতি বছর জানুয়ারির মধ্যভাগ থেকে জিকে প্রকল্পে পানি সরবরাহ শুরু হয়। চলতি বছর ১৫ জানুয়ারি প্রকল্পের সেচ পাম্প চালু করা হয়েছিল আর চালুর পর থেকে পাম্প দুটি ১০ মাস নিরবচ্ছিন্নভাবে চালানো হয়। ওই পানিতে দুটি মৌসুমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১ লাখ ৯৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ কার্যক্রম চলে। ওই চার জেলার মোট ১৩টি উপজেলায় এ সেচ কার্যক্রম পানি সরবরাহ করে।
সূত্র জানায়, সম্প্রতি সময়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ কমতে কমতে মাত্র ২৪ হাজার কিউসেকে দাঁড়ায়। অথচ জিকে সেচ চালু রাখতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে কমপক্ষে ৩৪ হাজার কিউসেক পানিপ্রবাহ প্রয়োজন। গঙ্গার পানি চুক্তি অনুযায়ী প্রাপ্য পানি নিশ্চিত করতে প্রতি বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কা পয়েন্ট ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে। আর গত জানুয়ারি থেকে দু’দেশের যৌথ পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। প্রতি ১০ দিন অন্তর পানির পরিমাণ পর্যালোচনা করা হয়।
সূত্র আরো জানায়, পানিপ্রবাহ কমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই জিরোতে নেমে আসে জিকে প্রকল্পের দুটি প্রধান পাম্প। তারপর বন্ধ হয়ে যায় আরো ১২টি বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় সম্পূরক পাম্প। পাম্প হাউজের ইনটেক চ্যানেলে এখন মাত্র ৪ মিটার আরএল (রিডিউসড লেভেল) পানি পাওয়া যাচ্ছে। অথচ সেচের পানি সরবরাহ করতে হলে ইনটেকে পানি থাকতে হবে ১৪ দশমিক ৫ মিটার আরএল। পানি সরবরাহ ৪ দশমিক ৫ মিটার আরএলের নিচে নামলে পাম্প মেশিন স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায়।
এদিকে সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে জিকে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান জানান, জিকের সেচ চালু রাখতে এবার একটু বেশিই হিমশিম খেতে হচ্ছে। কারণ এবার বৃষ্টির দুষ্প্রাপ্যতা ঘটেছে। বৃষ্টি হলে নদীতে পানিপ্রবাহটা অব্যাহত থাকে। তবে আশা করা যায় শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।