দেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানিই আর্থিক সঙ্কটে রয়েছে। মূলত করোনার প্রভাবে আবাসিক বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বিদ্যুৎ বিভাগ থেকে আবাসিক গ্রাহকদের বিল দেয়ার বাধ্যবাধকতা জুন পর্যন্ত রহিত করে আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধ করতে মে মাস পর্যন্ত সরকার বিলের ওপর বিলম্ব মাসুল নেবে না। শুধু মূল বিল দিলেই চলবে। কিন্তু শিল্প গ্রাহকদের বিল এই সময়ে দিতে হবে না এমন কোন আদেশ নেই। ফলে তাদের বিল পরিশোধ করতে হবে। কিন্তু শিল্প গ্রাহকদেরও কেউ কেউ বিদ্যুৎ বিল না দেয়ার দাবি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে। ফলে বিতরণ প্রতিষ্ঠানগুলোর ওপর আরো চাপ বাড়ছে। তাতে বিদ্যুৎ খাতের আর্থিক শৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় বিতরণ কোম্পানিগুলো সরকারের কাছ থেকে ধার নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের কথা বিবেচনা করছে। ওই লক্ষ্যে ইতিমধ্যে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে আর্থিক সঙ্কটের বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ বিতরণ বিতরণ কোম্পানিগুলোর কাছে বছরে ৩৪ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করে। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ বিক্রির পরিমাণ ছিল ২৩ হাজার ৬৪৫ কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে বিতরণ কোম্পানিকে প্রায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা পরিশোধ করতে হয়। পিডিবি ফেব্রুয়ারি পর্যন্ত বিল পেয়েছে। আর আগামী ১২ মে মার্চের বিল পরিশোধের সময় শেষ হবে। কিন্তু ইতিমধ্যে বিতরণকারীরা গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় না হওয়াতে পিডিবির বিল পরিশোধ করা সম্ভব নয় বলে মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পিডিবি অর্থ বিভাগের কাছে টাকা চেয়ে পায়নি। উল্টো সরকারের নীতিমালা অনুযায়ী এক হাজার কোটি টাকা পিডিবিকে দিয়ে দিতে হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) একই অবস্থা। সরকারে কোষাগারে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকা দেয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ৩০০ কোটি টাকা দেয়া হয়েছে। বাকি ২০০ কোটি টাকা পরিশোধের জন্য তাগিদ দেয়া হচ্ছে বলে জানিয়েছে আরইবি।
সূত্র জানায়, সারাদেশে বিদ্যুতের পাইকারি একক ক্রেতা পিডিবি। পিডিবি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ কিনে সরকারি বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। বিতরণ কোম্পানি আবার ওই বিদ্যুৎ গ্রাহকের কাছে বিক্রি করে। এই পরিস্থিতিতে ক্রয়-বিক্রয়ের শেষ ধাপে থাকা গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় না হলে উৎপাদন-বিতরণের পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো ২০ ভাগ অর্থ আদায় করলে তার পুরোটাই তো পিডিবিকে দিয়ে দেবে না। বিতরণ কোম্পানিরও নিজের পরিচলন ব্যয় নির্বাহ করতে হবে। তাদের কর্মীদের বেতন-ভাতাও পরিশোধ করতে হবে। কিন্তু পিডিবিকে বিদ্যুতের উৎপাদনকারীদের বিল পরিশোধ করতে হবে। পিডিবি তা করতে ব্যর্থ হলে উৎপাদনকারীরা এককভাবে কত দিন চালিয়ে নিতে পারবে বলা কঠিন। এমন পরিস্থিতিতে সঙ্কট দীর্ঘমেয়াদী হলে কি করে সামাল দিতে হবে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি হয়ে দাঁড়িয়েছে। মনে করা হয়েছিল এই পরিস্থিতি দু’তিন মাসের মধ্যে কেটে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে অন্তত ৬ মাস এই পরিস্থিতি চলবে। তাতে বিদ্যুৎ বিভাগের আর্থিক সঙ্কট আরো বাড়বে। আগামী জুনে আবাসিক গ্রাহকদের বিল দেয়ার কথা রয়েছে। কিন্তু তিন মাসের বিল এক সঙ্গে অনেক গ্রাহকই দিতে পারবেন না। ফলে সঙ্কট আরো কিছু দিন চলবে।
সূত্র আরো জানায়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সঙ্কটে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। প্রতিষ্ঠানটি গত মার্চে এক হাজার ৮৬০ কোটি টাকার বিদ্যুৎ বিতরণ করেছে। কিন্তু বিতরণ করা বিদ্যুৎ বিলের মাত্র ২০ ভাগ আদায় হয়েছে। ৮০ ভাগই বাকি রয়েছে। আর এপ্রিলে বিক্রি করেছে দেড় হাজার কোটিরও বেশি টাকার বিদ্যুৎ। কিন্তু বিল আদায় হয়েছে সর্বোচ্চ ৫ ভাগ। আরইবি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৬ ভাগ একাই বিতরণ করে। আর ৫৪ ভাগ অন্যসব বিতরণ কোম্পানি মিলে বিতরণ করে। আরইবির ২ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৪৫১ গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহক ২ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন। ফলে বিরাট অংশের বিল অনাদায়ী থাকাতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিই সঙ্কটে পড়েছে।
এদিকে বিদ্যুৎ এবং জ¦ালানি বিভাগ থেকে রাষ্ট্রীয় কোষাগারে ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা জমা দেয়া হয়েছে। সরকারের নতুন বিধান অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে থেকে সঞ্চিত অর্থ কোষাগারে দেয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। সকল ধরনের নিজস্ব ব্যয় মিটিয়ে বাকি অর্থ সরকারের কোষাগারে জমা দেয়ার বিধানটি মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন তা বাস্তবায়ন হচ্ছে।
অন্যদিকে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে বিদ্যুৎ জ¦ালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এ পরিস্থিতি চলতে থাকলে গোটা বিদ্যুৎ খাতই আর্থিক সঙ্কটে পড়বে। কারণ বিদ্যুৎ উৎপাদনকারীকে বিল পরিশোধ করতে হয়। আর উৎপাদনকারীরা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কেন্দ্র নির্মাণ করেছেন, তাকে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। সঙ্গত কারণেই গ্রাহক বিল পরিশোধ না করলে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে না। বর্তমানে বিল বিলম্ব মাশুল ছাড়াই আবাসিক গ্রাহকের বিল তিন মাস পরে দিতে বলা হয়েছে। কিন্তু শিল্প গ্রাহকদের বিল না দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি। আর করোনা শুরুর আগেও অনেকের কাছে বিল বকেয়া রয়েছে। ওসব বিল পরিশোধ করতে বলা হয়েছে। যদিও দুই মাসের বিল পরিশোধ না করার জন্য শিল্প মালিকরা দাবি করছে। কিন্তু দুই মাস তো শিল্প-কারখানা চলেইনি। ফলে তাদের উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ বিলও তেমন আসেনি। এমন নয় যে তারা পণ্য উৎপাদন করেছে কিন্তু বিক্রি করতে পারছে না, সেজন্য বিদ্যুত বিল দেবে না। সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিদ্যুৎ বিভাগ। সেখানে আর্থিক সঙ্কটের বিষয়টি উল্লেখ থাকবে।