বর্তমানে করোনা নিয়েই সরকারি সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছে। এ সুযোগে ভয়াবহ রূপ নিয়ে হাজির হচ্ছে ডেঙ্গু। প্রধানমন্ত্রীর আদেশের পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ এডিস মশা নিধনে যথাযথ পদক্ষেপ না নেয়ায় প্রাণঘাতি ডেঙ্গুর বিস্তার ক্রমাগত বাড়ছে। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের প্রথম চার মাসের তুলনায় বেড়েছে প্রায় বহুগুণ। আবার বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্তরা হাসপাতালেও ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। ফলে ডেঙ্গু আক্রান্ত হলেও তার কোনো তথ্য আসছে না। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছরের প্রথম তিন মাসে যেখানে ডেঙ্গু রোগী ছিল ৪৮ জন, এ বছরের প্রথম ৩ মাসে ডেঙ্গু রোগী হয়েছে ২৭৫ জন। করোনার কারণে চলতি মাসে জটিলতা আরো বেড়েছে। এতোদিন ডেঙ্গু হলে হাসপাতালে যেতে পারলেও এখন পরিস্থিতি ভিন্ন। হাসপাতালে হঠাৎই কমে গেছে ডেঙ্গু রোগী। ফলে সরকারের কাছে হিসেবও নেই। আক্রান্তরা ভয়ে বাসায় থাকছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশা নিধনের কোনো উদ্যোগ না থাকায় পরিবেশে এডিসের ঘনত্বও উদ্বেগজনক হারে বাড়ছে। এখনই করোনার সঙ্গে এডিস মশা নিধনে ত্বরিত পদক্ষেপ না নেয়া হলে পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র জানায়, বিগত ৩১ মার্চ এক অনুষ্ঠানে মশা কানের কাছে ‘সঙ্গীত চর্চা’ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, মশার প্রাদুর্ভাবটা আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কারণ করোনার সঙ্গে যদি আবার মশা যোগ হয়, ডেঙ্গু আসে, তা আরো মারাত্মক হবে। সেজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা একান্তভাবে দরকার। নিজের বাড়িঘর শুধু না, যে যে এলাকায় বাস করছে, আশপাশে কোথাও যেন পানি বা জলাবদ্ধতা না থাকে, মশার প্রজনন যেন না থাকে, ডিম পাড়ার সুযোগ যেন না পায়, সেজন্য সবার দৃষ্টি দেয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা মোকাবেলায় এডিস মশা নিধনের সকল কর্মসূচি সচল রাখার সুপারিশ করে বলেছেন, করোনা নামের একটি শত্রুর মোবাবেলা করতে গিয়ে যেন ঘরের আরেকটি দরজা খুলে না রাখা হয়। তাহলে সেই দরজা দিয়ে দ্বিতীয় শত্রু প্রবেশ করবে। দুটি দরজাতেই পাহারা বসাতে হবে। অন্যথায় বিপদ মারাত্মক রূপ ধারণ করতে পারে। কিন্তু ইতিমধ্যেই মশা নিধনে কোনো পদক্ষেপ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় ডোবা, খালে মশার উপদ্রব বেড়েছে। ফলে গত ক’দিনে বাসা বাড়িতেও মশার উপদ্রব বেড়েছে। আর বৃষ্টি শুরু হওয়ায় এডিসের মাত্রাও দ্রুতহারে বাড়বে, যা চিন্তার বিষয়।
সূত্র আরো জানায়, দেশের ইতিহাসে গত বছর সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছিল ডেঙ্গু। সরকারি হিসেবেই গত বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। মারা গেছে ২৬৬ জন। যদিও বেসরকারি হিসেবে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি। গত বছর মশা নিধনের কার্যক্রমে সিটি কর্পোরেশনের গাফিলতির জন্য সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। গত বছর মার্চের শেষদিকে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে রাজধানী ছাড়িয়ে দেশের প্রতিটি জেলায় তা ছড়িয়ে পড়ে। জেলায় জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। তখন সরকারি-বেসরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি হয়। উপায়ান্তর না পেয়ে তখন মেঝে, বারান্দায় বা হাসপাতালের ফাঁকা স্থানগুলোতেও ডেঙ্গু আক্রান্তদের জন্য শয্যা পাতা হয়। তখন ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ছাড়াও আক্রান্তদের ওষুধের সঙ্কট ছিল। এমন অবস্থায় বিশেষজ্ঞদের চলতি বছর এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপের পরামর্শ ছিল। তবে এখন পর্যন্ত সে বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারের সংশ্লিষ্ট প্রতিটি দফতর এখন ব্যস্ত। এই সুযোগে অনেকটা নির্বিঘেœই রাজধানীর ডোবা, খালগুলোতে মশার উপদ্রব বাড়ছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যে দেশের ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় ভয়াবহ পর্যায়ে চলে গেছে। পাল্লা দিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদফতরও গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এখন পর্যন্ত বড় কোন পদক্ষেপ নিতে পারেনি। তবে গত মাসের ৫ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষজ্ঞদের নিয়ে এডিস মশার ঘনত্ব নির্ণয়ে জরিপ পরিচালনা করা হয়েছে। তাতে দেখা গেছে গত বছরের তুলনায় এবার পরিবেশে এডিসের ঘনত্ব অনেক বেশি। আর ঘনত্ব বাড়লে ঝুঁকিও বাড়বে। তাছাড়া বৃষ্টিও হয়েছে। এমন অবস্থায় যথাযথ পদক্ষেপ না নেয়া হলে সমস্যা আরো বাড়বে। এবার বর্ষার মৌসুম জুন-জুলাই মাসে গতবারের চেয়ে ডেঙ্গু রোগী অনেক বেশি হবে। ফলে দেশের স্বাস্থ্য পরিস্থিাতি আরো খারাপ হবে।
অন্যদিকে দেশে ডেঙ্গু ও এডিস মশা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানান, গত বছরের জানুয়ারিতে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ আর মার্চে ছিল ১৭ জন। অন্যদিকে এবার জানুয়ারিতে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন। মার্চে করোনার কারণে হাসপাতালে জটিলতায় আতঙ্কে ডেঙ্গু হলেও কারোর খবর জানা যাচ্ছে না। মার্চ-এপ্রিলে তাই হিসেব মিলবে না। এপ্রিলে গত বছর ছিল ৫৮ জন, এবার এখন পর্যন্ত মাত্র ১৯ জন। মূলত করোনার কারণে ভয়ে মানুষ হাসপাতালে যেতে পারছে না। ফলে গত অনেক দিন দেখা গেছে, কোন ডেঙ্গু রোগীই নেই!