রমজানে ব্যবহৃত নিত্যপণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে একের পর এক জাহাজ ভিড়ছে। ইতিমধ্যে বন্দরে রমজানের পণ্যের স্তূপ জমেছে। কিন্তু কাক্সিক্ষত গতিতে ওসব পণ্য বন্দর থেকে খালাস হচ্ছে না। করোনা আতঙ্কের মধ্যেও এবার রমজানে ব্যাপক হারে ব্যবহার এমন প্রচুর পরিমাণে পণ্য এসেছে। গত মাসে ছোলা, পেঁয়াজ, তেল, চিনি, খেজুরসহ ১৬ লাখ ৮১ হাজার টন পণ্য এসেছে। অথচ গত বছরের একই সময়ে যা ছিল ১৫ লাখ ৮৯ হাজার টন। তাছাড়া চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় এখনো প্রায় ৫ লাখ টন ভোগ্যপণ্য বোঝাই ১২টি জাহাজ ভাসছে। আর আগামী ২০ দিনে রমজানের পণ্যবোঝাই আরো অন্তত ১০টি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পাইপলাইনে থাকা ওসব জাহাজের পণ্যও চট্টগ্রাম বন্দরে রমজানের মধ্যেই খালাস হবে। আমদানিকারক এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাধারণ ছুটিতে চট্টগ্রাম বন্দর খোলা থাকলেও কাক্সিক্ষত পরিমাণে পণ্য খালাস হচ্ছে না। অথচ বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য বন্দর থেকে দ্রুত খালাস করে নেয়া জরুরি। করোনা আতঙ্কের মধ্যেও এবার বিপুল পরিমাণ ভোগ্যপণ্য দেশে এসেছে। এখন ওসব পণ্য স্বাভাবিকভাবে সরবরাহ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ করোনার কারণে চাহিদা মতো পরিবহনের যানবাহন পাওয়া যাচ্ছে না। আবার প্রশাসনেরও বিধিনিষেধ রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন ও ব্যবসায়ী উভয়কেই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আরবন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় ওসব পণ্য দ্রুত খালাস করা না হলে অসাধু চক্র কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটতে সক্রিয় হয়ে উঠবে। যদিও পণ্য পরিবহন ও চলাচলে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু অফিস-আদালত, কলকারখানা বন্ধ থাকায় যানবাহন চলাচলেও একপ্রকার স্থবিরতা বিরাজ করছে। তবে রমজানকে কেন্দ্র করে পণ্য আমদানি ও সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সূত্র জানায়, রমজানে বেশি ব্যবহৃত ভোগ্যপণ্য বিপুল পরিমাণে আমদানি হওয়ায় এবারের রোজায় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) প্রস্তুতিত নিয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীও ব্যবসায়ীদের রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের মার্চে অ্যাডিবয়েল এসেছিল ২ লাখ ৩২ হাজার টন। কিন্তু করোনা আতঙ্কের মাঝেও এবার একই সময়ে এসেছে ২ লাখ ৫০ হাজার টন। চিনি তৈরির কাঁচামাল গতবারের মার্চে ৩ লাখ ৫৯ হাজার টন এলেও এবার এসেছে ৪ লাখ ৫২ হাজার টন। একইভাবে গত বছরের মার্চে সয়াবিন ২ লাখ ১৯ হাজার টন ও গম ৫ লাখ ৪৬ হাজার টন এলেও এবার এসেছে যথাক্রমে ২ লাখ সাড়ে ২১ হাজার ও ৬ লাখ ১৭ হাজার টন। তবে মটর ডাল গতবারের তুলনায় এ বছরের মার্চে কিছুটা কম এসেছে। গতবার এক লাখ দুই হাজার টন মটর ডাল এলেও এবার এসেছে ৮৯ হাজার ৮০০ টন।
সূত্র আরো জানায়, গ্রাম বন্দরের বহির্নোঙরে এখন ভোগ্যপণ্য বোঝাই ১২টি জাহাজ রয়েছে। তার মধ্যে ৬টি জাহাজে রয়েছে মসুর ডাল, গম, ছোলা ও সরিষা। চিনি আছে একটি জাহাজে। আর আগামী ২০ দিনে চট্টগ্রামে রমজানের পণ্য বোঝাই আরো অন্তত দশটি জাহাজ আসার কথা রয়েছে।
এদিকে রমজানের পণ্য আসা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, গত বছরের মার্চ মাসের তুলনায় এ বছরের মার্চ মাসে রমজানের পণ্য তুলনামূলকভাবে বেশি এসেছে। গত মাসে রমজানের পণ্য এসেছে ১৬ লাখ ৮১ হাজার টন। কিন্তু গত বছরের একই সময় যা ছিল ১৫ লাখ ৮৯ হাজার টন। আগামী ২০ দিনের মধ্যে আরো কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।