দেশের নদী ও খাল দখল এবং ভরাটকারী ভূমিখেকোরা বেপরোয়া। তাদের হাত থেকে কোনোভাবেই নদী ও খাল বাঁচানো যাচ্ছে না। এমনকি তারা উচ্চ আদালতের আদেশেরও তোয়াক্কা করছে না। উচ্চ আদালতের আদেশ না মানায় হারিয়ে যাচ্ছে দেশের ছোট-বড় তিন শতাধিক নদী। ৩০টি নদী ও খালের দখল, পুনরুদ্ধার ও দূষণ রোধে আদালতের আদেশ থাকা সত্ত্বেও ভূমিখেকোদের তৎপতায় সেগুলোকে বাঁচানো যাচ্ছে না। বরং প্রতি বছরই দুই-একটি করে নদী মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। নদীগুলো শুকিয়ে যাবার কারণে হাওড় বিলেও তার প্রভাব পড়ছে। ফলে বর্ষার সময়ে একদিকে যেমন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে নদী ভাঙনের মাত্রাও। পাশাপাশি মিঠা পানির প্রায় ৬৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। নদী দখলের নেতিবাচক প্রভাব প্রাণিকুলেও পড়ছে। নদী শুকিয়ে যাওয়ার ফলে পরিবেশ বিপর্যয়ের কারণে ইতোমধ্যে ১৮ প্রজাতির প্রাণী হারিয়ে গেছে। সুন্দরবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বর্তমানে সেখানে সুন্দরী, কেওড়া, গোলপাতাসহ মূল্যবান সম্পদ ধ্বংসের সম্মুখীন। একই সঙ্গে অনেক পাখি, বন্যপ্রাণী, বনজ উদ্ভিদ ও পোকামাকড়ের বহু প্রজাতিও বিলুপ্তির পথে। এককথায় নদী দখলের কারণে সবকিছুর ওপরই প্রভাব পড়েছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং নৌপরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে রাজধানী ঢাকার চারপাশে বুড়িগঙ্গা-তুরাগ-শীতলক্ষ্যা ও বালু নদী খুবই করুণ অবস্থায় রয়েছে। নদী দখল করে ভরাটের কারণে পানি প্রবাহ কমে গেছে। নদীগুলোতে জেগে উঠেছে ছোট-বড় অনেক চর। নদীর নাব্য হারানোর ফলে দূষণের মাত্রাও বেড়ে গেছে। বুড়িগঙ্গার পানিতে ক্রোমিয়াম পাওয়া গেছে প্রতি লিটারে দশমিক ৪৭ মিলিগ্রাম। তাছাড়া নদীর পানিতে কোথাও কোথায়ও অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায়। ফলে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে পানি। নদী দখলের কারণে দেশের ছোট-বড় ২৩০টি নদীর মধ্যে ১৫০টি নদীই এখন মৃতপ্রায়। এমনকি নদীখেকোদের কারণে দেশের মানচিত্র থেকে নদ-নদীগুলো হারাতে বসেছে।
সূত্র জানায়, গত এক বছরে দেশের নদী দখল ও দূষণ থেকে রক্ষার জন্য হাইকোর্টের জারি করা নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এজেন্সিগুলো আশানুরূপ তৎপর হয়নি। বরং বেশিরভাগ মন্ত্রণালয় এবং এজেন্সিগুলো ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি দেয়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীগুলোকে বাঁচানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। বর্তমানে রাজধানী ঢাকার মানুষ যে পানি পান করে ও গৃহস্থলি কাজে ব্যবহার করছে তা সায়েদাবাদ প্লান্ট থেকে আসে। বুড়িগঙ্গা নদী থেকে ওই প্লান্টে পানি নিয়ে আসা হয়। কিন্তু বুড়িগঙ্গায় ধাতব জাতীয় পদার্থ ক্রোমিয়ামসহ অন্যান্য পদার্থের মাত্রা বৃদ্ধির কারণে সায়েদাবাদ প্লান্টের মাধ্যমে পানি সস্পূর্ণ পরিশোধন করা সম্ভব হচ্ছে না। তাতেত রাজধানীতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। রাজধানীর ভেতর ও বাইরে ছোট-বড় ১৮টি নদী রয়েছে। আর ঢাকার অভ্যন্তর রয়েছে ৪৩টি খাল। কিন্তু বর্তমানে সবই বিলীন হয়ে গেছে। তবে এখনো চোখে পড়ে বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদী। তাদের অস্তিত্বও আজ বিপন্ন। বুড়িগঙ্গা নদীর পানি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে কোনো মাছ বাঁচতে পারে না। নদীর পচা দুর্গন্ধ পানিতে নৌকা-লঞ্চে যাত্রীদের মুখে রুমাল দিয়ে চলাচল করতে হয়।
সূত্র আরো জানায়, বর্তমানে দেশের নদীগুলোর বর্তমান অবস্থা ভয়াবহ। সংবিধানে এবং আলাদা আইনে খাল-নদী, পুকুর, ডোবানালা ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রভাবশালীদের কারণে নদী ভরাট অব্যাহত রয়েছে। কিছুকিছু ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও বিদ্যমান আইনগুলো অমান্য করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যদিও আদালত প্রায় ক্ষেত্রেই বিভিন্ন প্রতিকারমূলক আদেশ দিচ্ছেন। কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য অনেক ক্ষেত্রেই বেগ পেতে হয়। ঢাকার চার নদী রক্ষার জন্য ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট রায় প্রদান করে। তারপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করলে ২০১০ সালের ৩ মে আপীল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে আবেদনের নিষ্পত্তি করে দেন। হাইকোর্ট ওই সময় চার নদী রক্ষায় ১২ দফা দিক-নির্দেশনা দেয়। তাছাড়া নদী বাঁচাতে বেসরকারি কিছু সংগঠনও কাজ করছে। মূলত তারাই নদী দখল দূষণের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছে। রিটের কারণে আদালত বেশ কিছু আদেশও দিয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ নদীর নাব্য হারিয়ে গেছে। অনেক জায়গায় নদীর চিহ্নও নেই। নদীগুলোকে রক্ষার জন্য দেশের হাইকোর্ট এগিয়ে এসেছে। নদী রক্ষায় তারা আদেশ দিয়েছে। কিন্তু বাস্তবে ক্ষমতাশালীদের কারণে কিছুই করা সম্ভব হচ্ছে না।
এদিকে পরিবেশবাদীদের মতে, এদেশ নদীমাতৃক হলেও বর্তমানে নদীগুলোর দুর্বাবস্থা নজিরবিহীন। নদীর নাব্যতা রক্ষাই বর্তমানে প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদী শুকিয়ে যাওয়ার ফলে পরিবেশ বিপর্যয়ের কারণে পরিবেশ এবং প্রাণীকুলে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যে হারিয়ে গেছে ১৮ প্রজাতির প্রাণী। তার মধ্যে রয়েছে সাম্বার হরিণ, বন মহিষ, গয়াল, নীল গাই, হায়েনা, হপ ডিয়ার, মার্বেল বিড়াল, গোল্ডেন বিড়াল, গোলাপী মাথার হাঁস, ময়ুর, বেঙ্গল ফ্লোরিকান, বড় মদন টাকসহ রাজ শকুন। তাছাড়া নদী-খাল দখল ও ভরাট হওয়ার কারণে দেশের প্রায় ৬৫ প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে।
অন্যদিকে এ বিষয়ে জাতীয় নদী সংরক্ষণ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমিশন জাতীয় নদী সংরক্ষণ কমিশন আইন ২০১৩ সংশোধনীর জন্য গত ৮ মাস ধরে কাজ করছে। সংশোধনীতে নদী দখল ও দূষণকারীকে অপরাধমূলক অপরাধ হিসাবে গণ্য করে তাদের বিরুদ্ধে বেশি শাস্তির বিধান রাখা হবে।
এ প্রসঙ্গে নৌ-পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের অভিযান পুরোদমে চলছে। আগামীতে চলবে।
একই প্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ প্রকল্পের আওতায় এক হাজার সীমানা পিলার, ৬টি জেটি এবং সাড়ে ৩ কিলোমিটার নদী তীররক্ষার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর প্রায় চার হাজার সীমানা পিলারের ভিত্তিস্থাপন করা হয়েছে।