দেশের স্বাস্থ্য খাতে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলেও পর্যাপ্ত দক্ষ জনবল নেই। হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি, ভবন, আইসিইউ, সিসিইউ সব থাকরেও দক্ষ জনবলের ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বর্তমানে দেশের স্বাস্থ্যসেবায় ২৮ হাজার ক্যাডারভুক্তসহ মোট ৩৩ হাজার ডাক্তার এবং ৩৬ হাজার নার্স কর্মরত রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, এক জন ডাক্তারের বিপরীতে ৩ জন নার্স থাকতে হয়। ওই হিসাবে সরকারি পর্যায়েই প্রয়োজন এক লাখ নার্স। আর বেসরকারি হাসপাতাল মিলিয়ে আরো অনেক নার্স প্রয়োজন। কিন্তু ডাক্তার-নার্সের অভাবে রোগীদের প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সরকার স্বাস্থ্য খাতে জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের ডাক্তার ও নার্সের গুণগত মান ভালো হলেও পর্যাপ্ত পরিমাণে নেই। এদেশের চিকিৎসক-নার্সদের সেবার মান বিশে^র অন্যান্য দেশের তুলনায় খারাপ নয়। বরং কোনো কোনো বিষয়ে আন্তর্জাতিক মানেরও রয়েছে। দেশ-বিদেশে উচ্চতর ডিগ্রিধারী কয়েক হাজার নার্সও রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী পদ না থাকায় তাদের পদোন্নতি দেয়া যাচ্ছে না। তাছাড়া এদেশে আন্তর্জাতিক মানের বেশ কিছু চিকিৎসকও রয়েছেন। আন্তর্জাতিক পরিম-লেও তাদের সুনাম রয়েছে। অনেক কঠিন ও জটিল রোগের চিকিৎসা ও অপারেশন এখানে সফলভাবে সম্পন্ন হওয়ার নজিরও রয়েছে। এমনকি বিদেশে যে অপারেশন করা সম্ভব হয়নি, ফেরত পাঠিয়েছে, সেটাও এখানে করা হয়েছে। যেমন জোড়া শিশু তোফা-তহুরা। এদেশেই তাদের সফল অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে।
সূত্র জানায়, বর্তমানে দেশে তীব্র নার্স সঙ্কট বিরাজ করছে। সরকারি-বেসরকারি মিলিয়ে ২ লাখ নার্স প্রয়োজন। কিন্তু তা থাকায় এদেশের স্বাস্থ্য খাত জনবলের দিক থেকে আন্তর্জাতিক মানদ-ে নিচে রয়েছ। উপজেলা পর্যায়ে অপারেশন থিয়েটার থাকলেও বেশির ভাগ হাসপাতালেই অপারেশন হয় না। কারণ সার্জন আছে, অজ্ঞানকারী চিৎ্সিক নাই। সারাদেশে অজ্ঞানকারী চিকিৎসক রয়েছেন মাত্র ২ হাজার।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি জানান, স্বাস্থ্য খাতে জনবল সঙ্কট অন্যতম সমস্যা। সঙ্কট নিরসনে পদক্ষেপ নেয়া হয়েছে। এ মুহূর্তে ১৫ হাজার নার্স ও সাড়ে ৫ হাজার ডাক্তার এবং ৩০ হাজার তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের অনুমতি পাওয়া গেছে। দ্রুতই তাদের নিয়োগ দেয়া হবে। তবে নার্স নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। নার্স তৈরি করার জন্য কারিগরি বোর্ড কাজ শুরু করেছিল। যা নিয়ে মামলা হয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে, তারা তা পারবে না।