নিয়মিত আমদানি না হওয়ায় দেশে জ্বালানি তেল তথা ডিজেলের মজুত কমে এসেছে। ফলে সেচ মৌসুমে ডিজেলের সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা দিন দিন তীব্র হচ্ছে। বর্তমানে দেশে মাত্র ৭ থেকে ৮ দিনের ডিজেল মজুত আছে। যদিও ২০০৪ সালে ঘোষিত জাতীয় জ্বালানি নীতিমালায় কমপক্ষে ৬০ দিনের জ্বালানি মজুত রাখার বিধান রয়েছে। তবে আগামী ২৯ জানুয়ারি সিঙ্গাপুর থেকে ডিজেল ভর্তি একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। ওই জাহাজে করে মাত্র ৩০ হাজার টন ডিজেল আনা হচ্ছে, যা দিয়ে কেবল দুদিনের চাহিদা মিটবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে দেশে বিভিন্ন ডিপোতে মাত্র ১ লাখ ৭৮ হাজার ৭১৭ টন ডিজেল মজুত রয়েছে। ওই মজুত থেকে অবিক্রেয় মজুত বা ‘ডেড স্টক’ বাদ দিলে সর্বোচ্চ ৭ থেকে ৮ দিনের চাহিদা মিটবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোতে রেশনিং করে ডেজেলের চাহিদা মেটানো হচ্ছে। এমনকি এক কোম্পানি আরেক কোম্পানির ডিপোতে ডিজেল সরবরাহ দিচ্ছে। অথচ দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৪১৬ টন ডিজেলের চাহিদা রয়েছে। ভরা মৌসুমে চাহিদা ২০ হাজার টন ছাড়িয়ে যায়। কয়েক দিন পরই শুরু হচ্ছে সেচের ভরা মৌসুম। বোরো ধানের আবাদের জন্য ইতিমধ্যে বীজতলাও বানানো হয়েছে। এমনকি দেশের কোনো কোনো অঞ্চলে বোরো ধান রোপণও শুরু হয়েছে। এই সময়ে সেচের জন্য অতিরিক্ত ডিজেলের প্রয়োজন হবে।
সূত্র জানায়, বিপিসির নিয়ন্ত্রণাধীন পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারির মোট ২৪টি ডিপো রয়েছে। বর্তমানে দেশে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অনেক ডিপোতে ডিজেলের সঙ্কট রয়েছে। কিছু জ্বালানি মজুত আছে পদ্মা ও যমুনার ডিপোতে, যা পর্যাপ্ত নয়। বিগত ২০১৪ ও ২০১৫ সালে আন্দোলনের কারণে দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছিল। পরিবহনব্যবস্থা ঝুঁকির মধ্যে থাকার কারণে তখন জ্বালানির সঙ্কট তৈরি হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। নিয়মিত আমদানি না হওয়ার কারণেই এবারের সঙ্কট।
এদিকে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে বিপিসির পরিচালক (পরিচালন ও পরিকল্পনা) ও সরকারের যুগ্ম-সচিব মো. সরওয়ার আলম জানান, জ্বালানির দুটি জাহাজ নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে না পৌঁছানোর কারণে ডিজেলের কিছুটা সঙ্কট রয়েছে। তবে বিপিসির ডিপোগুলো এখনো তেলশূন্য বা ডেড স্টক হয়নি। আর আগামী ৩০ জানুয়ারি ছাড়াও ফেব্রুয়ারিতে ডিজেল নিয়ে আরো কিছু জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে ডিজেল এলে সেচের ভরা মৌসুমে সঙ্কট হবে না।