শিক্ষক ও লেখক আবদুল মোজাফ্ফর মুহাম্মদ মহিউদ্দিন শাহ আলমগীর স্যার ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তিনি এখন নেই! তাঁর মৃত্যু হয়েছে ৮ জুলাই ২০১৬ তারিখে। শিক্ষকতার পাশা পাশি তিনি সাহিত্য সাধনায় সারাটি জীবন লড়ে গেছেন। আমার অনেক প্রিয় স্যারের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কারণ তার পান্ডিত্ব আমাকে মুগ্ধ করেছিল। তিনি অনেক ভাষায় দক্ষতা রেখেছিলেন। তাঁর জন্ম হয়েছিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দরিচর গ্রামে ১৯৪৮ সালের নভেম্বর মাসের ১ তারিখে। ১৯৬৫ সালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি সাহিত্যিক ও লেখক হিসেবে কয়েকটি বই প্রকাশ করেছেন। তন্মধ্যে কিয়ামতের বিভীষিকা ১ম খণ্ড ও ২য় খন্ড, রক্ত সিন্ধুর বেলাভূমি, ভোরের পাখি ইত্যাদি। কুড়িগ্রাম জেলার মধ্যে তিনি ছিলেন একজন বিচক্ষণ আলেম। ইসলামিক রিপাবলিক অব ইরান ইউনিভার্সিটি অব এছফাহান থেকে ১৯৮৩ সালে আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে তৃতীয় ব্যাচে অংশগ্রহণ করে ‘ডিপাটমেন্ট অব ইন্টারন্যাশনাল এণ্ড সাইন্টিফিক রিলেশনস এ্যাট এছহান ইউনিভার্সিটি’ থেকে ডাইরেক্টর ডক্টর মাহমুদ মাক্কি জাদেশ কর্তৃক স্বাক্ষরিত সনদ অর্জন করেছিলেন। অসাধারণ প্রতিভাবান ব্যক্তির অধিকারী মহিউদ্দিন আলমগীর ভূরুঙ্গামারী ঈদগাহের ইমাম ছিলেন। তিনি শাহ ইউসুফ হাফিজিয়া মাদরাসা তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বার ভাষায় পান্ডিত্বের অধিকারী ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামে (ভূরুঙ্গামারী সরকারি কলেজের উত্তরে) বসবাস করার জন্য নির্মাণ করা বাড়ীতেই ইন্তেকাল করেছিলেন।
আমার সাংবাদিকতায় দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক দাবানল ও এফএনএস ভূরুঙ্গামারী কলেজ মোড়স্থ অফিসে তিনি একদিন ‘পাক্ষিক দৃষ্টির অন্তরাল’ পত্রিকা পড়তেছিলেন। সে দিন অন্যান্য দিনের মতো হাসিভরা মুখ দেখিনি, কেমন যেন মলিনতার ছোঁয়া ছিল! মৃত্যুর পূর্বে ক্যামেরা বন্দি ছবিতে আমার মনের মাঝে এখনো তিনি বেঁচে আছেন।
বেঁচে থাকবেন সকল ছাত্র-ছাত্রী, সাহিত্য প্রেমী লেখক লেখিকা ও পাঠক সমাজের অন্তরে। সাহিত্য সম্ভারে যাঁর এত অবদান, ইসলামি দার্শনিক হিসেবে যার এত সুখ্যাতি, শিক্ষক হিসেবে যার অনেক ছাত্র বড় বড় পদে বসে আছেন; লেখনী জগতে যাঁরা খ্যাতিমান হয়েছেন, তাদের কিছু করার ইচ্ছার আলোকে এ লেখনী কাজে লাগলে সার্থক হবেন স্যার এবং আমার সামান্য লেখাটুকু।
তাঁর স্ত্রী জাহানারা বেগম জানায়, তিনি জামায়াতে ইসলাম করেননি অথচ মোবাইলে না ফেসবুকে জানি এ কথা কে লিখেছে। আমি জিজ্ঞাসা করলাম পেপারে লেখেনি, তিনি বললেন না। তখন আমি বললাম এটা স্যারের ব্যক্তিগত বিষয় ছিল, আমি এ ব্যাপারে কিছু জানি না। আসলে তিনি ছিলেন ইসলামি চিন্তাবিদ, দার্শনিক, লেখক এবং শিক্ষক। তাঁর মৃত্যু কালে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন। আমি তাঁর জন্য আল্লাহর দরবারে দু’হাত তুলে প্রাণ খুলে দোয়া করি, ‘তিনি যেন জান্নাতের ভালো জায়গায় অবস্থান করেন’।
লেখক-শিক্ষক ও গণমাধ্যম কর্মী