দেশের পার্বত্য এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে ভূ-তাত্ত্বিক জরিপের চালানোর উদ্যোগ নেই। মূলত অশান্ত পরিবেশের জন্যই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। জ¦ালানি বিভাগও এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে সাড়া না পাওয়ায় পাহাড়ে ভূ-তাত্ত্বিক জরিপ কাজ চালানো বাপেক্সের পক্ষে সম্ভব হচ্ছে না। বরং সরকার পার্বত্য এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশী কোম্পানির দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু গত এক দশক ধরে এ ব্যাপারে বিদেশী কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার চেষ্টা করলেও তা সফল হয়নি। বরং বলা হচ্ছে ওই এলাকায় কি পরিমাণ সম্পদ রয়েছে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে বহুজাতিক কোম্পানি তেল-গ্যাস অনুসন্ধানে আগ্রহী হতো। সেজন্য সবার আগে সেখানে জরিপ প্রয়োজন। বাপেক্স সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, পাহাড়ের অশান্ত পরিবেশের জন্য সেখানে তেল-গ্যাস অনুসন্ধানে খুব কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে কোনো কোনো এলাকায় আগে থেকে সামান্য অনুসন্ধানের ওপর ভিত্তি করে তেল-গ্যাস থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে একটি বহুজাতিক কোম্পানি খাগড়াছড়িতে কূপ খনন করেছে। ওই কূপে গ্যাস পাওয়া না গেলেও বাপেক্স মনে করছে সেখানে গ্যাস রয়েছে। মনে করা হচ্ছে ওই বহুজাতিক কোম্পানির ভুলের কারণেই সেখানে গ্যাস মেলেনি। পার্বত্য এলাকায় সিতাপাহাড়, কাসালং, ছিছক, রাটলং, লাম্বোঘোনা, গোবামুডা, বরকল, ঘিলাছড়ি, বিলাইছড়ি, উঠানছত্র, বান্দরবান এবং মৌডাকের এক হাজার ৭০০ কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ করার প্রস্তাব দেয়া হয়েছিল। চলতি বছর থেকে ২০৩০ সাল পর্যন্ত ওই এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানোর পরিকল্পনা করা হয়েছিল।
সূত্র জানায়, জিপিএস এবং ভূগঠন দেখে ভূতাত্ত্বিক জরিপ করা হয়। বাপেক্সের দক্ষ জরিপ দলও রয়েছে। যারা এই কাজ করতে পারেন। বাপেক্সের পাশাপাশি ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরও এই কাজ করে থাকে। তেল-গ্যাস অনুসন্ধনে দু’ধরনের জরিপ হয়ে থাকে। তার মধ্যে প্রথমটি ভূতাত্ত্বিক বা জিওলজিক্যালের, দ্বিতীয়টি ভূপদার্থিক বা জিওফিজিক্যাল। ভূপদার্থিক জরিপে দ্বিতীয় এবং তৃতীয় মাত্রার সাইসমিক সার্ভে করা হয়। মাটির নিচে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে ভূকম্পন রেকর্ড করে ভূপদার্থিক জরিপ করা হয়। সাধারণত সমতল এলাকায় এই পদ্ধতিতে জরিপ করা হয়। তবে পাহাড়ে ভূপদার্থিক জরিপ করা যায় না। সেখানে ভূতাত্ত্বিক জরিপ করা হয়। অতীতে ভূতাত্ত্বিক জরিপে ফেঞ্চুগঞ্জ, সালদা, সেমুতাং, জলদি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। যেখান থেকে গ্যাসও তোলা হয়েছে। তার আগে বাপেক্স আরো ৩ হাজার ৩০০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ করেছে। যেহেতু ওই প্রক্রিয়াতে সাফল্য এসেছে। সেজন্য বাপেক্স পার্বত্য জেলাগুলোতে ভূতাত্ত্বিক জরিপ চালাতে চেয়েছিল। কিন্তু সরকারের অনুমোদন না মেলায় তা করা সম্ভব হচ্ছে না।
সূত্র আরো জানায়, বর্তমানে রাঙ্গামাটিতে একটি ভূতাত্ত্বিক জরিপ দল রয়েছে। তারা শহরের আশপাশের মাটির ভূগঠন পরীক্ষা করছে। কিন্তু প্রত্যন্ত এলাকায় যেতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রয়োজন। সেজন্য জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে সহায়তা করার জন্য চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বলা হচ্ছে- ভূতাত্ত্বিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গ ছাড়া গভীর পাহাড়ে অনুসন্ধান চালাতে যেতে চাইছেন না। তাছাড়া ইন্টারনেটের অপ্রতুলতা, দুর্গম এলাকা হওয়ার পাশাপাশি দক্ষ জনবলকে এ ধরনের প্রকল্প বাস্বায়নের পথে বড় অন্তরায়।
এদিকে এ প্রসঙ্গে বাপেক্সের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাপেক্স পাহাড়ের প্রত্যন্ত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান করতে চেয়েছিল। কিন্তু মন্ত্রণালয় ওই অনুসন্ধান কাজে সাড়া দেয়নি। মন্ত্রণালয় থেকে বাপেক্সকে ওই কার্যক্রম চালনোর অনুমোদন দেয়া হয়নি। সমতল এলাকায় মাটির উপরিভাগ দেখে তলদেশের কি অবস্থা বোঝা যায় না। সেখানে ডিনামাইট বিস্ফোরণের পর কম্পনের চিত্র দেখে তলদেশের অবস্থা বুঝতে হয়। কিন্তু পাহাড়ে মাটির তলদেশের চার থেকে পাঁচ কিলোমিটার নিচে কি অবস্থা তা বোঝা যায়। প্রাকৃতিকভাবেই পাহাড়ের মাটিতে পাহাড়ের তলদেশের চার থেকে পাঁচ কিলোমিটার নিচের মাটিও রয়েছে।