সম্প্রতি কাশ্মিরী কিশোরী জায়রা ওয়াসিমের বলিউড থেকে ধর্ম রক্ষার কারণে নিজেকে প্রত্যাহার করা নিয়ে বেশ হৈ চৈ পড়েছে ভারতীয় মিডিয়ায়, বিশেষ করে, বিনোদন মিডিয়ায়। এর ছোঁয়া বাংলাদেশেও লেগেছে ফেসবুকে। এর সংগে বিশেষ মাত্রা যুক্ত হয়েছে নারীবাদী লেখিকা নামে খ্যাত তসলিমা নাসরিনের এ ব্যপারে টুইট বার্তা, ভারতীয় পত্রিকায় প্রতিক্রিয়া এবং সর্বশেষ ০৪ জুলাই ২০১৯ তারিখের বংলাদেশ প্রতিদিনে ‘খোলা কলামে’ প্রকাশিত লেখা নিয়ে। ফেসবুকে জায়রার থেকে বেশী পোষ্ট এসেছে তসলিমা নাসরিনের ‘গাত্রদাহ’ ও তাঁর চরিত্রের অন্ধকার দিক নিয়ে। তাঁর সম্বন্ধে যে কত বিশ্রী মন্তব্য এসেছে যার জন্য তিনি নিজেই দায়ী। কারণ তিনি নিজেকে নারীবাদী, যৌনবাদী, ধর্মহীন ইত্যাদি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তাঁর লেখা ও সাক্ষাতকারে মাধ্যমে। তাঁর সম্পর্কে পরে লিখছি। এখন জায়রার বিষয়টি সম্বন্ধে আলোকপাত করছি।
জায়রা ওয়াসিম ১৮ বছরের একজন কাশ্মিরী মুসলিম তরুণী যিনি মাত্র চার বছরে বলিউডের মত শক্তিশালী চলচ্চিত্র জগতে ধুমকেতুর মত আবির্ভূত হয়েছেন এবং তাঁর প্রতিটি ছবিই হিট করেছে এবং জাতীয় পুরষ্কার পেয়েছে অসাধারন অভিনয় নিপুণতার কারণে। হঠাৎ করে উদীয়মান এই সুন্দরী তারকা গত ৩০শে জুন ২০১৯ নিজেকে গুটিয়ে নিলেন ঢাক-ঢোল পিটিয়ে মিডিয়াতে ঘোষণার মাধ্যমে। বিপত্তিটা এখানেই। তিনি যদি চুপচাপ নিজেকে বিরত রাখতেন তাহলে এই সোরগোল হতো না হয়তো। চলচ্চিত্র জগতের অনেকেই মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ প্রশংসা করেছেন। কেননা তিনি জানান দিয়েছেন যে ইসলাম বা ঈমান রক্ষার স্বার্থে তিনি অভিনয় জগত ছেড়েছেন। তিনি ধর্ম থেকে দূরে সরে গেছেন এবং চলচ্চিত্র জগতের যৌন প্রধান হালÑচাল তার কারণ হিসেবে উল্লেখ করেছেন। চলচ্চিত্র একটি শিল্প জগত যার মাধ্যমে মানুষ বিনোদন লাভ করে এবং পেশা হিসাবেও শিল্পীরা নিয়োজিত থাকে। তাই বিনোদন মাধ্যমে বলিউড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর ভালÑমন্দ উভয় দিকই আছে অন্য অনেক সংগঠন বা প্রতিষ্ঠানের মত। কিন্তু এই জগতের খোলাÑমেলা আচারÑআচরণ, অভিনয়ের মাধ্যমে যৌনÑক্রীড়া প্রদর্শন এবং প্রযোজকÑপরিচালক এবং নায়কÑনায়িকাদের যৌন লালসাÑএসবের কাহিনী সবারই জানা। কিছুদিন আগেও বলিউড এবং হলিউডের অষ্কার বিজয়ী নায়িকাÑঅভিনেত্রীরা গনভাবে যৌন হয়রানীর কথা মিডিয়াতে প্রকাশ করেছেন এবং বাঘা বাঘা প্রযোজকÑপরিচালকদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
চিত্রজগত থেকে জায়রার এই তিরোধান আকস্মিক হলেও নিশ্চয়ই এর পেছনে একটা পটভূমি রয়েছে। এতবড় একটা সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। অনেক চিন্তাÑভাবনা করেই এমন ঘোষণা। সম্ভাবত: তাঁকে তাঁর পরিবার এবং শুভানুধায়ীরা পরামর্শ দিয়েছেন, ভালÑমন্দ বিশ্লেষন করেছেন। এটিই স্বাভাবিক, তবে এটি একান্তই তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার। এত অল্প বয়সে এবং মাত্র চার বছরের চলচ্চিত্র অভিনয়ে এতবড় সাফল্য পাওয়া চারটিখানি ব্যাপার নয়। তাঁর প্রথম ছবি ‘দংগল’ যেমন হিট করেছে তেমনি জায়রার অভিনয়ও ছিল অসাধারন। পরের ছবি “সিক্রেট সুপারস্টার”Ñতাও হিট। দুটোই জাতীয় পুরস্কার পেয়েছে এবং সেই সংগে জায়রার খ্যাতিও তুঙ্গে উঠেছে। এতে সুনামের সংগে আয়ও অনেক হয়েছে এবং ক্রমাগত বেড়ে চলেছে। এতবড় খ্যাতি ও এত অর্থের উপার্জন দুটোই ত্যাগ করলেন, অনেক বড় ত্যাগ। অনেকে তাঁকে সাধুবাদ জানিয়েছেন যে ধর্মীয় কারণে তিনি এই পেশা ত্যাগ করেছেন। তসলিমা নাসরিন বলেছেন,“ ধর্ম করতে হলে কি কর্ম ত্যাগ করতে হয় ?... কত লক্ষকোটি পেশাজীবি লোক নির্বিঘেœ ধর্ম পালন করছে। কারও তো কোন সমস্যা হচ্ছে না।” তসলিমার এই ধারণা কতটুকু গ্রহণযোগ্য তা পাঠক বিচার করবেন। তিনি হয়তো জানেন না যে সব পেশাই ধর্মের সংগে সংগতিপূর্ণ নয়। যৌন ব্যবসায়, মদÑজুয়ার ব্যবসায়, সুদের ব্যবসায়, শরীর প্রদর্শনের মডেল ব্যবসায়Ñএসব যে ইসলাম অনুমোদন করে না, এটা তিনি জানেন না। অন্য ধর্মেও উলংগপনা বা ফ্রি সেক্স কি গ্রহন যোগ্য ? চলচ্চিত্র এমন একটা জগত যেখানে এর প্রশ্রয় রয়েছে। এটা পর্দা বিরোধী এতে কোন সন্দেহ নেই। তারপরও এসব পেশা ও ব্যবসায় পৃথিবীতে আছে এবং চলছে। মানুষ এই পৃথিবীতে স্বাধীনভাবে, ইচ্ছেমত চলতে পারে, কিন্তু এটাই যে শেষ কথা নয় তা কি আমরা ভেবে দেখি ? যারা পরকালে বিশ^াস করেন তারা ভাবেন। এদিকে আর বেশী যাচ্ছি না। তাই জায়রার এই সিদ্ধান্ত একটি বিরল ঘটনা, চলচিত্রের আরো কেউ কেউ হয়তো তাঁকে অনুসরণ করবেন। যারা চলচ্চিত্র, নাটক বা অভিনয় পেশায় আছেন তাঁরা নিজেরাই ভাল জানেন যে তাঁরা ধর্মের বিধিÑনিষেধ কতটা মানতে পারেন।
প্রসংগত বলা যায় যে, তসলিমা নাসরিনের লেখায় কতটুকু সাহিত্য আছে তাতে সন্দেহ আছে। তিনি ধর্মবিরোধী প্রচারণা ও সেক্সকে খোলামেলাভাবে উপস্থাপনের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জনকে কৌশল হিসাবে নিয়েছেন। কিন্তু তা তাঁর প্রতি জণঘৃনার জন্ম দিয়েছে। কলকাতার উদিয়মান লেখক অমিয় ঘোষ লিখেছেন “তসলিমা সেক্সকে যেভাবে খোলাÑমেলাভাবে তাঁর গল্পে ও উপন্যাসে উপস্থাপন করেছেন, তাসলিমা লজ্জা না ফেলেও পাঠকরা পড়ে লজ্জিত না হয়ে পারে না।” তিনি বিভিন্ন সময়ে নামীÑদামী কবিÑসাহিত্যিক, লেখকÑসাংবাদিকদের সাথে যৌন সম্পর্কে জড়ান এবং তাঁর লেখারও মাধমে তা ফাঁসও করে দেন। এতে তাঁর অসুস্থ মস্তিষ্কের চিত্র ফুটে উঠে। তাঁর শরাফত মামা কিভাবে তাঁর উপর সওয়ার হলেন বিশ্রী ভাষায় তা নিজের বইতে লিখেছেন।
তাসলিমা নাসরিন জায়রার এই সিন্ধান্তে জংগীবাদী, মৌলবাদী বা সন্ত্রাসী ইন্ধনের গন্ধ পেয়েছেন এবং শেষে তিনি জায়রার বা জায়রার ইন্ধনকারীদের এই ধর্মীয় ধারণাকে “পলিটিক্যাল ইসলাম” বলেছেন। তাঁর এই অভিযোগের বিষয়টি আমরা জানি না, অন্যরাও বলেন নি। এ নিয়ে তিনি গবেষণা করে পরবর্তীতে প্রমান করবেন যে এটি জংগীবাদীÑমৌলবাদী কৌশল ছিল। তসলিমা নাসরিনের ধর্মÑজ্ঞান সমন্ধে সবাই জানে। তাঁর ক্ষোভ ইসলামের বিরুদ্ধেই, অন্য ধর্মের বিরুদ্ধে নয়। তিনি নারীবাদী, নারী যেমনÑতেমন চলবে, তিনিও সবকিছু করে বেড়াবেন, ধর্ম কিছুই বিধিÑনিষেধ আরোপ করবে না, তাহলেই তিনি খুশী। ইসলাম তাঁকে যথেচ্ছাচারে বাধা দিচ্ছে এখানেই তাঁর ক্ষোভ। তাঁর এসবের জন্য তিনি দেশ ছাড়া হয়েছেন। বিদেশেও অনেক দেশÑশহরেও তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। এরপরও তাঁর শিক্ষা হয়নি! তিনি আরো পড়াশোনাÑগবেষণা করে বাস্তবকে বুঝবেন, ধর্মকে বুঝবেন এবং সে অনুযায়ী ভবিষ্যত জীবন যাপন করবেন এই কামনা করি।
জায়রা ওয়াসিম তরুণী, মাত্র ১৮ বছর বয়েস। অভিনয় শুরু করেছেন কিছু না বুঝার আগেই। তিনি সুন্দরী এবং চৌকষ। সিনেমা প্রযোজক-পরিচালক তা কাজে লাগিয়েছেন ব্যবসার সফলতার জন্য। চলচ্চিত্র ও অভিনয়ের নেশায় এবং যসের আশায় হয়তো তা করেছিলেন। কিন্তু এই জগতের অন্ধকার দিক তিনি প্রত্যক্ষ করেছেন, হয়তো উপলদ্ধি হয়েছে কিংবা পরিবার বা শুভাকাংখীরা তাকে বুঝিয়েছেন। তাঁর জীবনের অভিজ্ঞতায় হয়তো এই উপলদ্ধিটা নিজে করতে পারতেন না। অন্যের সাহায্যে হয়তো বুঝতে পেরেছেন। ইহকালÑপরকাল ব্যাপারটি চিন্তা করেছেন এবং শেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যা বিরল। এরকম আরেকটি ঘটনা আমাদের জানা নেই। প্রকাশ্যে ঘোষণা না দিলে হয়তো চলচ্চিত্র জগতে তার পেছনে লেগে থাকত। তিনি চুপে চুপে সরে আসতে পারতেন। কিন্তু যা করেছেন তা যথেষ্ট সাহস ও আতœবিশ^াসের সাথে করেছেন, সত্যকে তুলে ধরেছেন। তাঁকে সাধুবাদ জানাই। আমরা খুসী হব যদি তিনি তাঁর পরবর্তী জীবনে ইসলামের অনুশাসন মেনে চলেন। তাহলেই তিনি সর্বশক্তিমানের পক্ষ থেকে হেদায়েত পেয়েছেন এটা বিশ^াস করব। আমরা অপেক্ষায় রইলাম। তাসলিমা নাসরিন ঠিক না জায়রা ওয়াসিম ঠিক ভবিষ্যৎ তা বলবে।
লেখক সাবেক সেনা অফিসার ও অধ্যক্ষ