দেশের মেগা বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন কয়লাভিত্তিক কেন্দ্রটির প্রথম ইউনিটের কাজ শেষ হলেও নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে পারছে না। কারণ সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের পর বিদ্যুৎ বিতরণ পর্যায়ে নিতে যে সঞ্চালন লাইনের প্রয়োজন তার নির্মাণকাজ শেষ করতে পারেনি। অথচ দেশের মেগা বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সবার আগে নির্মাণ কাজ গুছিয়ে এনেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডবি¬উপিজিসিএল) এবং চীনের সিএমসির (চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন) উদ্যোগে এবং সমান অংশীদারিত্বে নির্মিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন এবং কেন্দ্রটি পরিচালনায় দুই প্রতিষ্ঠানের সমমালিকানায় রয়েছে বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, মেগা প্রকল্প পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের প্রথমটি চলতি বছরের ডিসেম্বরে এবং ২০২০ সালের শেষ নাগাদ দ্বিতীয়টি বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা রয়েছে। সেজন্য সমুদ্রপথে বিদেশ থেকে কয়লা আমদানির প্রথম চালানও দেশে এসে পৌঁছেছে। ইতিমধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদনও শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদন চালুর কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সঞ্চালন লাইন শেষ না হওয়ায় গ্রাহক পর্যায়ে ওই কেন্দ্রের বিদ্যুৎ পেতে জাতীয় গ্রিড এবং গ্রাহকদের অপেক্ষা করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ হতে পারে।
সূত্র জানায়, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ও দ্বিতীয় ইউনিটে টারবাইন জেনারেটর বসানো হয়েছে।নগোপালগঞ্জে নির্মাণাধীন সাবস্টেশনে প্রথম ইউনিটে উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। সেখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। কিন্তু সঞ্চালন লাইন টানা এবং গোপালগঞ্জে সাবস্টেশনটির নির্মাণকাজ শেষ করতে পারেনি পিজিসিবি।
সূত্র আরো জানায়, পায়রা থেকে বিদ্যুৎ সঞ্চালনের লাইনটি দীর্ঘ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন। আর এটিই প্রথম বড় প্রকল্পের লাইন সম্পন্ন করার কাজ। যে সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেছিলেন, তা সম্ভব হচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব লাইনটি প্রস্তুত করার ব্যাপারে সংশ্লিষ্টরা জোর তৎপর রয়েছে।
এ প্রসঙ্গে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলা জানান, ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরুর ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু সঞ্চালন লাইন নির্মাণ শেষ করা যায়নি বলে কিছু বেশি সময় অপেক্ষা করতে হবে।