মায়ানমারের রাখাইন রাজ্য সাবেক আরাকান থেকে নির্যাতন ও বিতাড়নের শিকার হয়ে গত কয়েক বছরে কমবেশী ১১ লক্ষ মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে জান মালের ঝুঁকি নিয়ে কক্সবাজার টেকনাফ এলাকায় প্রবেশ করে আশ্রয়ের খোঁজে। আগে থেকেই দুÑতিন লক্ষ রোহিঙ্গা কয়েকবারে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু গত ২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে মায়ানমার সেনাবাহিনীর “অপারেশন ক্লিয়ারেন্সের” মাধ্যমে বিতাড়িত হয়ে স্রােতের মত মায়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গারা জড় হয় নো ম্যান্স্ ল্যান্ডে। প্রথমদিকে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দিলেও মানবিক কারনে অবশেষে গ্রহণ করে। পরবর্তী কয়েক মাসেই ১০ লক্ষের মত নারীÑশিশুসহ রোহিঙ্গা প্রবেশ করে। বস্তুত: কয়েক দশক ধরেই রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত ও ধর্মীয় নিপীড়নের শিকার হয়। কয়েক লক্ষ রোহিঙ্গা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পালিয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০১৮ এ অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে জানিয়েছেন। সমীক্ষা অনুযায়ী ২০১৭ সালের আগস্ট থেকে ২৪,০০০ এরও বেশী রোহিঙ্গা মিয়ানমারের সামরিক বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের দ্বারা নিহত হয়েছে এবং ১৮,০০০ রোহিঙ্গা নারী ধর্ষিত হয়েছে। এছাড়া, বাড়ী ঘরে আগুন দিয়ে ৩,৬০০ রোহিঙ্গাকে পোড়ানো হয়েছে। চলতি ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালের ২৪ আগস্ট রাতে যখন মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের ২৪টি সীমান্ত চৌকিতে একযোগে হামলা হয়। এই হামলায় ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হয়। রোহিঙ্গা বিদ্রোহীরা এই আক্রমণ করেছে বলা হয়। পরদিন থেকেই সেনাবাহিনী হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটসহ দমন Ñ নিপীড়ন শুরু করে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে ১১ লাখের বেশী রোহিঙ্গা অবস্থান করছে; জাতিসংঘের তথ্য অনুযায়ী ১১,৮৫,৫৫৭ জন যার মধ্যে নারী ও শিশুই বেশী। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্যই মিয়ানমার সেনাবাহিনী ঘরÑবাড়ী ধ্বংশ করা, অগ্নি সংযোগ করা, গণহত্যা, যৌন নীপিড়ন, ধর্ষণ, লুট পাট ইত্যাদির মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা নেয়।
৮ম শতাদ্বীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকানে মুসলিম বসবাস শুরু হয়। আরব বংশোদ্ভুত এই জনগোষ্ঠী মধ্য আরাকানের নিকতবর্তী ম্রক ইউ গৎধঁশ –ঁ এবং কাইয়্যকতাও কুধযশঃধ শহরতলীতে বাস করত। এই মুসলিম সম্প্রদায়ই পরবর্তীকালে রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। এরা হলো পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি রাজ্যবিহীন ইন্দোÑআর্য জনগোষ্ঠী। এদের আরাকানী ভারতীয়ও বলা হয়। রোহিঙ্গাদের মধ্যে কিছু সংখ্যক হিন্দু ধর্মালম্বীও রয়েছে। জাতিসংঘ ২০১৩ সালে রোহিঙ্গাদের বিশে^র অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করে। মূলত: রোহিঙ্গারা প্রাক-উপনিবেশ ও উপনিবেশ আমল থেকেই আরাকানের বাসিন্দা ছিল। বিংশ শতাদ্বীর শেষের দিক থেকে নির্যাতন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত রোহিঙ্গারা ভোট দাতা ছিল এবং তারা সংসদ সদস্যও ছিল। কিন্তু এক সময় রোহিঙ্গারা মায়ানমারের জাতীয় জনগোষ্ঠী নয় এবং তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলে ঘোষণা করা হয়। তখন থেকে মায়ানমার সরকার ‘রোহিঙ্গা’ শব্দের পরিবর্তে ‘বাংঙ্গালী’ বলে বলা শুরু করে। নোবেল বিজয়ী বার্মার নেত্রী অংসান সুচিও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আগত বাংঙ্গালী বলে অভিহিত করেন। ১৯৮২ সালের ‘বার্মিজ নাগরিগত্ব আইন’ অনুসারে তাদের নাগরিগত্ব অস্বীকার করা হয়। ৮ম শতাদ্বী পর্যন্ত রোহিঙ্গাদের ইতিহাসের সন্ধান পাওয়া সত্বেও বার্মার আইনে এই সংখ্যালঘু নৃতাত্বিক জনগোষ্ঠীকে তাদের জাতীয় নৃতাত্বিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে। তাদের আন্দোলনের স্বাধীনতা, রাষ্ট্রীয় শিক্ষা এবং সরকারী চাকরীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরপর থেকে দমন নীপিড়ন শুরু হয়। ১৯৭৮, ১৯৯০-৯২, ২০১২, ২০১৫ ও সর্বশেষ ২০১৬ Ñ১৭ সালে সামরিক নির্যাতন ও দমনের শুরু হয়। একই সংগে রোহিঙ্গারা উগ্রÑজাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের তদন্তের প্রতিবেদন অনুসারে ২০১৫ সালের রোহিঙ্গা সংকট এবং ২০১৬ ও ২০১৭ সালের সেনাবাহিনীর মানবতাবিরোধী অভিযানের পূর্বে মায়ানমারে ১১ থেকে ১৩ লক্ষ রোহিঙ্গা বাস করত যারা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে বাস করত। বাংলাদেশ ছাড়াও অন্যান্য প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশে কয়েক লক্ষ রোহিঙ্গা পালিয়ে যায়। এখনো এক লক্ষের বেশী রোহিঙ্গা বা¯ুÍচ্যুত হয়ে মায়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ক্যাম্পে বসবাস করছে। এছাড়াও বর্তমানে মায়ানমারে ৫ লক্ষ রোহিঙ্গা ঝুঁকির মধ্যে বাস করছে। সেনাবাহিনীর “ক্লিয়ারেন্স অপারেশনে” কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয় এবং হাজার হাজার নারী ধর্ষণের শিকার হয়।
বর্মীরা ১৭৮৫ খৃষ্টাব্দে মুসলিম অধ্যুষিত আরাকান দখল করে যা স্বাধীন ছিল। ১৭৯৯ সালে বর্মীদের গ্রেফতার এড়াতে এবং আশ্রয়ের জন্য নিকটবর্তী চট্টগ্রামে চলে আসে। বার্মার শাসকেরা আরাকানের হাজার হাজার মানুষকে হত্যা করে। বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলাকে আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। আরাকানে হালকা বসতি এবং উর্বর উপত্যকায় কৃষিকাজের জন্য স্বদেশী হওয়ায় বৃটিশ রাজ বাংঙ্গালী অধিবাসীদের অভিবাসনের নীতি গ্রহণ করেছিল। ঊনবিংশ শতকে হাজার হাজার বাংঙ্গালী কাজের সন্ধানে চট্টগ্রাম থেকে আরাকানে গিয়ে বসবাস শুরু করে। আবার হাজার হাজার রাখাইন আরাকান থেকে বাংলায় চলে আসে। ইতোমধ্যে রোহিঙ্গা মুসলিম ও আরাকানের বৌদ্ধদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানীরা বার্মা আক্রমণ করে এবং বৃটিশরা পরাজিত হয়ে চলে যায়। রোহিঙ্গারা মিত্র শক্তিকে সমর্থন করায় জাপানী সৈন্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নির্যাতন ও ধর্ষণ করেছিল। একইভাবে জাপানী ও বর্মীদের দ্বারা বারবার গণহত্যার শিকার হয়। তখন ২২,০০০ রোহিঙ্গা স্থায়ীভাবে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় রোহিঙ্গারা পাকিস্তানের গভর্ণর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর সাথে বৈঠক করে পাকিস্তানের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করে। ফলে তাদের কপালে বার্মা কর্তৃক দেয় ‘বেঈমান’ তকমা লেগে যায়। তারপর রোহিঙ্গারা আরাকানকে স্বাধীন করার জন্য সমস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। ১৯৬২ সালে জেনারেল নে উইনের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে রোহিঙ্গাদের উপর অত্যাচার বেড়ে যায়। ১৯৭৮ থেকে ১৯৯২ সালে তাদের উপর সামরিক নির্যাতন চালালে ৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
রোহিঙ্গা জনগোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশী নির্যাতিত সংখ্যালঘু জাতিগোষ্ঠির অন্যতম। তারা স্বাধীনভাবে চলাফেরা এবং বার্মিজ জাতীয় শিক্ষা ও উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। “বার্মিজ জাতীয়তা আইন” প্রণীত হওয়ার পর থেকে তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে। তারা নিয়মিত জবরদস্তি মূলক ও বাধ্যতামূলক শ্রম দানের মাধ্যমে নিগৃহীত। রোহিঙ্গা পুরুষদের সপ্তাহে একদিন সামরিক ও সরকারি প্রকল্পে কাজ করতে হয় এবং এক রাতের জন্য প্রহরীর দায়িত্ব পালন করতে হয়। মায়ানমারের অন্যত্র থেকে আনীত বৌদ্ধদের জন্য তাদেরকে অনেক আবাদী জমি ছেড়ে দিতে হয়। কট্টর জাতিয়তাবাদী বৌদ্ধরা প্রায়ই বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা ও দাংগা ছড়িয়ে দেয়। রোহিঙ্গাদের উপর বর্তমান নির্যাতন শুরু হয় ১৯৭০ সাল থেকে। ১৯৭৮ সালে সামরিক একনায়কতান্ত্রিক সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। ২০১২ সালে সাম্প্রদায়িক দাংগার পর ১,৪০,০০০ রোহিঙ্গা মায়ানমারের আই ডি পি ক্যাম্পে অবস্থান করে। এই সময় ২০০ রোহিঙ্গা দাংগায় মারা যায়। সর্বশেষে ২০১৭ সালের চরম পর্যায়ে নির্যাতন হয় এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়।
আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা (অজঝঅ) রাখাইন রাজ্যের একটি সক্রিয় রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন যারা আরাকানের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। এর পূর্ব নাম ছিল হারাকাহ্ আল ইয়াকিন। পাকিস্তানী করাচীতে জন্ম বংশোদ্ভুত এবং সৌদি আরবে শিক্ষিত আতাউল্লাহ আবু আম্মার জুনুনী এই সংগঠনের নেতা। ২০১২ সালের সাম্প্রদায়িক দাংগার পর ২০১৩ -তে আরসার কার্যক্রম শুরু হলেও ২০১৬ সাল থেকে আরসা সক্রিয়ভাবে ও সামরিকভাবে কার্যক্রম চালাচ্ছে। মায়ানমার সরকার আরসাকে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যাখ্যা দিলেও আরসা রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে বলে ঘোষণা করেছে। আরসা এখনো সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে উঠেনি। এর সদস্যগণ ইউনিফরম বা সামরিক পোষাক পরে না। এখনো তারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত নয়। তারা লাঠি, ছুরি এবং সাধারণ অস্ত্র ব্যবহার করছে। ২০১৬ সাল থেকে তারা চোরা গুপ্তা হামলা করছে।
দীর্ঘ দুই বছর ধরে কুটনৈতিক তৎপরতা চালালেও মায়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে টালÑবাহানা করে। অবশেষে আন্তজার্তিক চাপে ও বিভিন্ন লবির কারণে অনেকটা হঠাৎ করেই রোহিঙ্গাদের ফেরত নিতে তৎপর হয়ে উঠে। ২২শে আগস্ট ২০১৯ থেকে ছোট আকারে প্রত্যাবর্তন শুরু হওয়ায় দিন তারিখ ধার্য হয়। মাত্র ৩,৫৪০ জন শরণার্থীকে প্রথম পর্যায়ে ফেরত নেয়া হবে বলে বাংলাদেশ ও মায়ানমার দুপক্ষই সম্মত হয়। উদ্দেশ্য, তবু শুরু হোক। সমস্ত আয়োজন প্রস্তুত। বাংলাদেশের দেয়া ২২ হাজার রোহিঙ্গার তালিকা থেকে এই ৩৫৪০ জন যাওয়ার জন্য নির্বাচিত হয়। কিন্তু শরণার্থীরা বেঁকে বসে। তাদের দেয়া ৫ Ñদফা দাবী পূরণ না হলে তারা ফেরত যাবে না স্থির করে। এর আগে প্রথম ধাপে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের তারিখ ঠিক হয়েছিল নভেম্বর ২০১৮ -এ। কিন্তু তাও বাস্তবায়িত হয়নি মায়ানমারের অনীহার কারণেই। ইতেমধ্যে বাংলাদেশ দুই দেশের সমঝোতার ভিত্তিতে এ পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে মায়ানমারকে। রোহিঙ্গাদের ৫ Ñদফা দাবীগুলো হচ্ছে, নাগরিক অধিকার প্রদান / ফেরত এবং পরিচিতি কার্ড, জীবন ও সম্পদের নিরাপত্তা, জাতিগত নৃগোষ্ঠি রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি, হারানো সম্পত্তি পূর্ণ প্রাপ্তি, চাকুরীর অধিকার এবং সংশ্লিষ্ট দাবীÑদাওয়া। তাদের এই দাবী অযৌক্তিক নয়। যে কারণে তারা মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হল, তাদেরকে জোরপূর্বক বহিস্কার করা হল, তা প্রতিষ্ঠিত না হলে এবং তার প্রতিবিধান না হলে ফিরে গিয়ে কি লাভ! আন্তর্জাতিক সংস্থাগুলোও বলছে যে শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য মায়ানমারে অনুকুল ও সহায়ক পরিবেশ নেই। ইতোমধ্যে ২৮ আগস্ট ২০১৯ প্রায় দুই লক্ষ শরণার্থী এক মহাসমাবেশ করে কক্সবাজারে। তারা সেখানে তাদের দাবীÑদাওয়া সম্বন্ধে সোচ্চার হয় এবং ২৮ Ñআগস্টকে রোহিঙ্গা নিধনের দ্বিতীয় বার্ষিকী হিসেবে পালন করে।
রোহিঙ্গাদের এই ফেরত না যাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বিশেষ করে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মহাসমাবেশ সবার টনক নাড়িয়ে দেয় যে তারা এত দ্রুত কি করে সংঘটিত হল! বাংলাদেশ সরকার এবং অনেকে ভাবতে শুরু করে যে রোহিঙ্গারা আসলেই আমাদের উপর এক ভয়ংকর সংকট যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তারা আমাদের জন্য একটি বড় বোঝা যা প্রধানমন্ত্রী নিজেও একদল বৃটিশ সর্বদলীয় সংসদীয় প্রতিনিধির কাছে প্রকাশ করেছেন। ভাবা হয় যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে নিরাপদে এবং বিভিন্নভাবে রোজগারের সুযোগ থাকায় এবং কিছু কিছু এনজিওর উসকানিতে রোহিঙ্গারা ফিরে যেতে অনীহা প্রকাশ করছে। এর সত্যতা যে নেই তা নয়। কেননা, রোহিঙ্গাদের অস্ত্র হিসেবে বিভিন্ন গ্রুপ ব্যবহারের সুযোগ খুঁজছে। বিভিন্ন এনজিও বা গ্রুপের গোষ্ঠিগত বা আন্তজার্তিক স্বার্থ জড়িত আছে। ওদিকে রোহিঙ্গাদের অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়েছে Ñ চোরাচালান, মাদক পাচার, নেশায় আসক্তি ইত্যাদি। তাদের বিপুল উপস্থিতি স্থানীয় জনগণের উপর চাপ পড়ছে। তারা অর্থনৈতিক ও সামাজিক ভোগান্তির শিকার হচ্ছে। সরকারের দু’একজন মন্ত্রী বলেছেন যে, রোহিঙ্গাদের নাগরিকত্ব বা অন্যান্য অধিকার দেওয়া হবে কি হবে না তা মায়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। তাই আমরা চাই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন। কিন্তু তা কি সম্ভব ?
মায়ানমার সরকার এবং সংখ্যাগুরু বৌদ্ধরা রোহিঙ্গাদের বহিরাগত বা বাংলাদেশী বলে অভিহিত করেছে। মায়ানমার থেকে তাদের নির্মুল করবে এটাই মূল কথা। আন্তজার্তিক বিভিন্ন বিবেচনায় ও চাপে মায়ানমার তাদের ফেরত নিতে রাজী হলেও আশ্রয় শিবিরে রাখবে, শরণার্থীদের মত আচারণ করবে, এটাও তো রোহিঙ্গাদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়ে তাদেরকে তোপের মুখে ফেরত পাঠাবো এতো অমানবিকওতো হওয়া সমীচীন হবে না। যা করার তা করতে হবে আমাদের এবং রোহিঙ্গাদের উভয়ের স্বার্থের বিবেচনায়। কুটনৈতিকভাবে, আন্তজার্তিক মহল যথেষ্ট সমর্থন দিয়েছে এই ব্যাপারে কিন্তু কার্যকর ব্যবস্থা এখনো তেমন কিছু হয়নি। আমাদের আরো দুর্ভাগ্য যে প্রতিবেশী বন্ধু দেশ ভারত ও চীন যারা প্রত্যাবাসনে যা করতে পারতো তাদের সাথে মায়ানমারের বানিজ্যিক ও ভূরাজনৈতিক সম্পর্কের কারণে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারছেনা। বৃহৎ শক্তি রাশিয়াও জাতিসংঘে মায়ানমারের পক্ষে অবস্থান করছে। ওআইসি এবং আসিয়ান সক্রিয় ও কার্যকর কিছু করছেনা। অবশ্য সম্প্রতি জোরালোভাবে কুটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি অসিয়ান এবং ওআইসি ভূক্ত দেশগুলো সফর করবে বলে জানা গেছে। ফলে সারা পৃথিবী শুধু দেখবে আর সুন্দর সুন্দর কথা বলবে অথচ আমরা মড়ার উপর খাঁড়ার ঘা-র মত ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করব। পৃথিবী কি এতই অমানবিক যে সেনা নিয়ন্ত্রিত একটি একগুঁয়ে দেশ মায়ানমারকে বাধ্য করতে পারবেনা সঠিক কাজটি করতে! অথচ আমরা হাল ছেড়ে দিতেও পারবনা। তাই প্রধানত: আরো জোরালো কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে পৃথিবীকে জানান দিতে হবে রোহিঙ্গাদের বাস্তব অবস্থা ও ন্যার্য অধিকার আদায়ের প্রচেষ্টায়। রাজনীতি ও কুটনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বন্ধু রাষ্টদের এবং বৃহৎ শক্তি ও বিভিন্ন সংস্থার সাথে আরো গভীর যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টি করে এপথে এগুতে হবে। না হলে বিশাল এই রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা ও অবস্থান এক সময় শুধু বাংলাদেশে নয় আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। কেননা, দেয়ালে পিঠ ঠেকে গেলে যে কোন ধরণের অঘটন ঘটতেই পারে। আপাতত: হয়তো রোহিঙ্গা সংকটের কিছু হবে না, তবে আমরা তাকিয়ে থাকব কবে সুদিন আসবে, রোহিঙ্গারাও মানুষের মত আচারণ পাবে, কবে বিশ্ব বিবেক কার্যকর হবে, আমরা মুক্ত হব সংকট থেকে।
লেখক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ