অসমাপ্ত শিক্ষাজীবনেই খুব আগ্রহের সাথে বিচার বিভাগে ছোট চাকুরীতে যোগদান করি। মনে হলো অন্যান্য বিভাগ থেকে এই বিভাগের মানমর্যাদা অনেক বেশী। তদুপরি বিচার কাজে একটি ক্ষুদ্র অংশে নিজেকে সম্পৃক্ত করাও একটা গৌরবের বিষয়। ১৯৮৫ সনের জানুয়ারী মাসে বিজ্ঞ জেলা জজ জনাব এম এম রুহল আমিন স্যারের অধীনে প্রথম কিশোরগঞ্জ জেলা জজ আদালতে নিুমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে যোগদান করি ও একটানা প্রায় ২৪ বছর দায়িত্বে থাকি। ২০০৮ সনের সম্ভবত মার্চ মাসে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মালিক আব্দুল্লাহ আল আমিন স্যার এক আদেশে আমাকে পাকুন্দিয়া সহকারী জজ আদালতে বেঞ্চ সহকারী পদে বদলী করেন। আমি যথাসময়ে উক্ত পদে যোগদান করি ও নতুন পরিবেশে নতুনভাবে কাজ শুরু করি। কিছুদিনের মধ্যে নানা ধরণের অভিজ্ঞতা হয়। তবে খুব কষ্ঠ হলো বিচার প্রার্থী মানুষের দিনের পর দিন শুধু আদালতের দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরতে দেখে। মামলার প্রতিটি স্তরেই মানুষ অযথা ঘুরছে। যেমন- সমন, পরে জবাব, এডিআর, এরপর ইস্যু গঠন, এস.ডি, পি.এইচ, এফএইচ, যুক্তিতর্ক, রায়। এসব স্তরে সমন ব্যতীত বাকী সবগুলির বিষয় বেঞ্চ সহকারীর একটা ভূমিকা থাকে। তবে সমন বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বেঞ্চ সহকারীদের থাকে। এখানে দুটো উদাহরণ তুলে ধরছি। একদিন এজলাস শেষে আদেশ উপস্থাপন করছি এমন সময় মাঝবয়সী এক মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করে আমি এখানে নতুন কিনা? আমি উত্তর দিয়ে তার সমস্যার কথা জানতে চাইলাম। ১৫/০৭ নং অভিভাবক শ্রেণীর মামলার কথা বললো। আমি তাকে বসিয়ে নথিটা বের করলাম। আদেশ দেখে বুঝা গেল সমনজারী হয়নি। তাকে আরো কিছু প্রশ্ন করি। পরে যা দেখলাম তা অবিশ্বাস্য। অভিভাবক শ্রেণীর মামলা আসলে কোন মামলাই নয়। প্রতিপক্ষকে আইনত একটা সমন দিতে হয়। কেননা এই শ্রেণীর মামলায় প্রতিপক্ষ সাধারণত নিজেদেরই মাঝে হয়, আর তারা কোনদিন প্রতিদ্বন্দ্বিতা করতে আদালতে আসেনা। নথীর পিছনে সমন, ডাক খাম আরজির কপিসহ বাধা। অথচ আমার পূর্বের বেঞ্চ সহকারী শুধু তারিখ দিচ্ছে সমনের জন্য। মহিলাকে বিদায় দিলাম। নথিটা নিয়ে স্যারকে দেখালাম। আল-আমিন স্যার খুব ভাল মানুষ তিনি সেরেস্তাদারকে কিছু কটু কথা শুনালেন। তারিখের দিন সমন ইস্যু হলো। স্বল্প দিনের সময় দিয়ে তারিখ দিলাম। সমন রীতিমত জারী। পরে মামলাটি একতরফাভাবে নিষ্পত্তি হয়।
পরের ঘটনা আমাদের অফিসের সহকর্মী আয়ুব আলী একদিন বিকেল বেলায় একজন মৌলানা গোচের লোক নিয়ে এসে বললেন যে, স্যার উনি আমার পরিচিত তার একটা মামলা আছে। আমি তাদের বসতে বলে “ফজলু” আমার এজলাস পিয়ন তাকে দিয়ে নথীটি বের করলাম। পারিবারিক মামলা। এটাও সমনের জন্য আছে। জিজ্ঞাসায় জানলাম এই মৌলভীই মামলার বিবাদী। তিনি একটা মসজিদে ইমামতী করেন। তাকে প্রথমেই জিজ্ঞাসা করলাম স্ত্রীর সাথে বিরোধ রেখে আপনি ইমামতি করছেন, বিষয়টা মিটিয়ে ফেলেন না কেন? উত্তরে বললেন স্ত্রীর চরিত্র খারাপ। তাহলে পাওনা দিয়ে তালাক দিয়েদেন। উত্তরে যা বললো এর সারাংশ হলো তাকে দেন মোহরের স্বাদ মেটাবে। নথিতে তিনবার সমন ইস্যু হয়েছে তিনবারই সমন গরজারীতে এসেছে। সে একটা সুযোগ নিচ্ছে পাশের জেলায় তার কর্মস্থল। আমার সহকারীর দ্বারা আমাকে অন্যায় প্রভাবিত করতে চাইলে আপত্তি জানিয়ে উনাকে ধার্য তারিখে আসতে বললাম। তারিখের দিন লোকটাকে দেখলাম। সব ঘটনা উপস্থাপন করে স্যারের কাছে নিয়ে গেলাম। আর সমন না পেয়ে যদি তিনি অবগত হয়েছে এমন প্রমাণ মেলে তাতে জারী বলে গণ্য করা যায়, সমন জারীগণ্যে জবাবের জন্য ১৫ দিনের সময় দিয়ে আদেশ পাস করেন। লোকটাও বেজায় নাখোশ। ধার্য তারিখে ঠিকই বিবাদী হাজির ও জবাব দাখিল করে।
এমনি আরেকটি মামলা। বিবাদীর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হলেও কর্মরত সিলেট। বাড়ীর ঠিকানায় সমন ইস্যু হলে সিলেট থাকে উল্লেখ করে প্রতিবেদন আসে। আমি সিলেটের ঠিকানায় পুনরায় সমন ইস্যু করি পরের তারিখেই। অথচ এই মামলাটি এক বৎসরের অধিক শুধু সমন জারীর জন্যই রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ। তদুপরি বাদিনী একজন শরীর প্রতিবন্ধী। আমার দেখে মনটা প্রচন্ড খারাপ হয়ে গেলো। কি করা যায়। একদিন গোলাপ নামের এক মহুরী এই মামলাটার কথা জিজ্ঞাসা করে। আমি তাকে বলি তুমি কার পক্ষে খোঁজ নাও সে সোজা বিবাদীপক্ষের কথা বলে। তাকে জিজ্ঞাসা করলাম তোমার সাথে কে যোগাযোগ করে। বিবাদী নিজেই ঠিক আছে আগামী তারিখে নিয়ে এসো। গোলাপ সরল বিশ্বাসে চলে যায়, ধার্য তারিখ ঠিকই বিবাদী হাজির। আমাকে প্রভাবিত করতে চেষ্টা করে গোলাপসহ বিবাদী। আমি তাকে অপেক্ষা করতে বলি। পূর্বের মামলার মতো উপস্থাপন করে স্যারের সামনে দেই। স্যার ১০ দিনের তারিখ দেয় জবাবের জন্য। ঠিকই ধার্য তারিখে বিবাদী হাজির হয় ও নগদ টাকা বাদীকে দিয়ে মামলা মীমাংসা করে। পারিবারিক মামলাগুলো সাধারণত গ্রামের নিু মধ্যবিত্ত ও একেবারে নিু পরিবারের মহিলারা করে থাকে। জেসমিন নামের এক মহিলার কথা এখনও মনে হয়। তার মামলার নিষ্পত্তি খুব স্বল্প দিনে করেছিলাম। তার উকিল খরচ দেবার মতো সংগতি ছিল না। তদুপরি ৩ বছরের একটা বাচ্চা। মহুরী স্বপন বাবুকে দিয়ে হাজিরা দিতাম। একদিন শুক্রবার। কাজের মেয়েটা আমাকে বললো খালু এক মহিলা ডাকছে। আমি দরজায় থাকা জেসমিন নামের মেয়েটাকে বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম তুমি এলে কেন কি সমস্যা ? না স্যার কিছুনা আপনাকে দেখতে এলাম। আমার বাসার ঠিকানা স্বপন বাবুর কাছ থেকে নিয়ে এখানে হাজির। আমি বললাম ঘরে এসো। সে বাধা দিয়ে আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলো যার মধ্যে দুটি চিতল পিঠা ও একহালী সবরী কলা। আমার পা থেকে মাথার চুল খাড়া হয়ে গেলো। আমার চোখ বেয়ে পানি এসে পড়লো। আমি হাতে নিয়ে একটা সবরী কলা রেখে বাকীগুলো ফেরত দিয়ে বললাম এগুলি তোমার বাচ্চাকে খাওয়াব। মেয়েটা ডুকরে কেঁদে দিল। তাকে নিবৃত করে ভবিষ্যতে কোন সমস্যা হলে যেন আমার কাছে আসে এই বলে বিদেয় করলাম।
বাটুয়ারা মামলার ক্ষেত্রেতো আরো সর্বনাশ। ১০/১৫ বৎসর ধরে মানুষ ঘুরছে। আমি প্রথমে কিছু মামলা তালিকা করলাম যে সবের পক্ষ নিজেদের মধ্যে যেমন ভাই বোন, ভাই-ভাই। পরে দেখলাম সম্পত্তির পরিমাণ। কম সম্পত্তির মামলাগুলির একটা তালিকা করলাম। এসব মামলার পক্ষদের সাথে খুব ঘনিষ্ট হলাম। উভয় পক্ষকেই বুঝাতে চেষ্টা করলাম যে আমি তাদের ভালো চাই এবং ভবিষ্যতে কেউ ঠকবে না। এমন অবস্থায় তাদেরকে আপোষে রাজী করাই।
একটা বাটুয়ারা মামলার কথা উল্লেখ করছি। বড় ভাই বাদী ছোট ভাই বিবাদী। ছোটটা বেশ প্রভাবশালী ও শক্তিধর। ২ ছেলে বিদেশে থাকে। বড় ভাই লাঠি ভর করে কোর্টে আসে। আমার দেখে প্রচন্ড মায়া হল। প্রথমে ছোট ভাইকে বুঝালাম। মায়ের পেটের ভাই। বয়স হয়েছে আর কদিনই বা বাঁচবে ইত্যাদি। লোকটাকে রাজী করাতে পারলাম না। আমার পিয়ন ফজলু আলাদা করে বলল যে স্যার খুব ভালো। উনি যেভাবে বলে সেভাবে না গেলে আপনার ক্ষতি হবে। অবশেষে দু-ভাইয়ের মাঝে আপোষে মিমাংসা করিয়ে দেই অথচ মাত্র ১ শতাংশ জায়গা নিয়ে মামলা ছিল। এভাবে যখন আমি কাজ করছিলাম হঠাৎ করে আমাকে সেখান থেকে বদলী করে পুনরায় নকলখানায়। একটানা ২৪ বছর টাইপ করে হাতের নখগুলি ক্ষয় হয়ে গেছে আবারো সেখানেই বদলী ভাবলাম চাকরীর শেষ পর্যন্ত বুঝি এখানেই পার করতে হবে। কত সাবধানে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলাম। মামলার নিষ্পত্তি বাড়ালাম। মানুষের ভালবাসা পেলাম ও সরাসরি মানুষের উপকার করে কি এমন পাপ করলাম। সততা ও সেবা দুটো জিনিষই খুব কঠিন। নিজেকে হতাশার সাগরে ভাষালাম। কাজে মন বসেনা। এমন সময় চীফ জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট জনাব শরীফ উদ্দিন আহাম্মদ স্যার এলেন। খুব বিজ্ঞ বিনয়ী কর্মট একজন মানুষ হিসেবে জানলাম এবং জেলা জজ আদালত থেকে আমাকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেষণে বদলী করা হয়। তখন জনাব শরীফ উদ্দিন আহাম্মদ স্যার আমাকে একটা কোর্টে বেঞ্চ সহকারীর দায়িত্ব দেন। আমি উনার দায়িত্বটাকে সর্বাধিক গুরুত্ব সহকারে পালন করতে চেষ্টা করি। ঐ কোর্টের ম্যাজিষ্ট্রেট ছিলেন সোহাগ রঞ্জন পাল অতুলনীয় একজন মানুষ ও বিচারক।
এখানে উল্লেখ্য ফৌজদারী আদালতে বিচার তরান্বিত করার প্রধান অন্তরায় সংশ্লিষ্ট আইনজীবি বিনয়ের সাথে বলছি (সবাই নয়) তাদের সহকারীগণ পুলিশ ও সর্বোপুরি বেঞ্চ সহকারীরাও কোন ক্ষেত্রে দায়ী। যেমন সি.আর মামলার সাক্ষীর হাজির হলেও নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেয়া হয়। জি.আর মামলার ক্ষেত্রেও সংশ্লিষ্ট থানার পুলিশ (সবাই নয়) সাক্ষীর সমন অজামিনযোগ্য, সমন কোন ক্ষেত্রে আদেশপত্র সহ সমন গর জারিতে ফেরত পাঠানো হয়। এতে করে বহু ভাল মামলার ভাগ্যে ২৪৯ ধারার খড়গ নেমে আসে নতুবা দিনের পর দিন সাক্ষীর জন্য চলছে। আমি যতদিন কাজ করছি পুরনো জি.আর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশদের বুঝাই যে আগামী তারিখ সাক্ষী চাই, নইলে স্যারকে দিয়ে আপনার বিরুদ্ধে এস.পি সাহেবের কাছে নালিশ দেবো। কোন ক্ষেত্রে আমি নিজে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ফোনে বলে সাক্ষী আনতে সক্ষম হয়েছি। বেশী পুরাতন মামলার ক্ষেত্রে আমি প্রথমে মামলার নথী সম্পর্কে একটা ধারণা নিয়ে পক্ষদের বুঝাতে চেষ্টা করি যে চুরি, মারামারির মামলায় ৫/৭ বৎসর ঘুরে কি পেলেন এরচেয়ে একটা মিমাংসা করে ফেলেন।
প্রায় মামলার উভয় পক্ষদের কাছ থেকে আমার উপর একটা দায়িত্ব আসে মিমাংসার। আমি পেনাল কোডের মামলার আপোষে মিমাংসা করেছি। বিশেষ করে যৌতুক আইনের ৪ ধারা, পেনাল কোডের ৪২০ ধারার মামলার সকল ঘটনা আমি নিজে জেনে উভয় পক্ষদের মাঝে আপোষ করেছি। অনেক কৌশুলী বন্ধুগণ প্রায় সময় বলেন খুব ভাল কাজ করেছেন। যৌতুক মামলার সৃষ্টির ক্ষেত্রে মনে হয় কোন কজ অব একশন লাগেনা। কথা কাটাকাটি হলেও মামলা হয় বাস্তবে যে যৌতুক চাওয়া হয় না তা কিন্তু নয়। তবে বহু মামলাই শুধু রাগের বশে গ্রাম্য দালালদের খপ্পরে পরে মেয়েরা মামলা করে। অনেক মামলার মাঝে একটা যৌতুক মামলার কথা এখানে উল্লেখ করছি। প্রত্যেক তারিখেই দেখা যায় স্বামী-স্ত্রী কথা বলে, স্ত্রীর কোল থেকে বাচ্চা কোলে নেয় স্বামী উভয়ে খোঁজাখুজি করে। আমি বিষয়টা দেখে হাবিবকে দিয়ে ওদের দুজনকে ডাকলাম। মেয়েকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার মামলা করেছো আবার দুজনে বেশ ছুটিয়ে কথা বলছো কারণ কি? আপোষ করে স্বামীর ঘরে চলে যাওনা কেন ? উত্তরে মেয়ে বলল, স্যার উকিল সাহেব ১০ হাজার টাকা চায়। আর এখন নাকি আপোষ করা যাবেনা। টাকার বিষয়ে আমার বক্তব্য নেই, তবে আজ মামলা ডাকলে তুমি স্যারের কাছে বলবে যে আমি আপোষ চাই। যে কথা সেই কাজ। মামলা যখন ডাকলাম (এর আগে স্যারকে বিষয়টা জানাই) তাসলিমা নাসরিন ম্যাজিষ্ট্রেট কাঠগড়ায় অভিযোগকারীকে জিজ্ঞাসা করে কি ব্যাপার সাক্ষী কোথায়? না হলে আপোষ করো নয় খারিজ হবে। মহিলা সরাসরি বলে উঠে আমি স্বামীর ঘরে যেতে চাই। সাথে সাথে বাদীর জবানবন্দী রেকর্ড করে মামলা শেষ। এমন সব অগনিত মামলা আপোষে নিষ্পত্তি করে মামলার সংখ্যা দ্রুত কমিয়ে ফেললাম। একসময় দেখা যায় আমার কোর্টে মামলা সবচেয়ে কম।
এখানে যে জিনিষটা উপলব্দি করলাম তাহলো মামলা বিষয়ে অবগত হওয়া। নিজেকে সৎ ধারনায় নিবেদিত করা ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে মানুষের কষ্টের প্রতি নজর দেয়া। আর বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের ধারণা জজ, ম্যাজিষ্ট্রেটের পরেই পেশকারদের হাতে ক্ষমতা। আর এই ধারণা কিছুটা আমি উপলব্ধি করেই চেয়েছি মানুষের জন্য কিছু করা যায় কিনা। তবে অনেক সময় তা সম্ভব হয়না কিছু সুবিধাবাদী মানুষের জন্য। সমাজে ভালো কাজ করা খুবই দুরহ।
পাদঠিকা: আমাকে যখন পাকুন্দিয়া সহকারী জজ আদালত থেকে পুনরায় নকল খানায় বদলী করা হয় হঠাৎ একদিন ৮/১০ জন মানুষ (তার মধ্যে দুজন হাজী মানুষ এবং একই মামলা বাদী ও বিবাদী) আমাকে এসে বলে স্যার আপনি আমাদের কোথায় ফেলে চলে এলেন যত টাকা লাগুক আমরা দিচ্ছি তবুও আপনি আবার আমাদের আদালতে আসুন। আমি উপলব্ধি করলাম আমি কৃতকার্য।
লেখক: মিরাশ উদ্দিন ফকীর, রেকর্ড কিপার, সিজেএম কোর্ট, কিশোরগঞ্জ