নির্মমতা কত বাড়লে স্বপরিবারে রাষ্ট্রপ্রধানকে স্বপরিবারে হত্যা করতে পারে, তা বাংলাদেশের রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিক-সামাজিক ও অর্থনৈতিক প্রতিটি স্তরের মানুষ জেনে গেছে। তবু বাংলাদেশ সবসময় আশায় বুক বেঁধেছে, ভেবেছে ঘুরে দাঁড়াবে বিনয়-আন্তরিকতায়-শ্রদ্ধায়-ভালোবাসায়। কিন্তু তা হয় নি আজ এতদিন পরও। কেননা, এই বীজ জানোয়ার সম দেশ বিরোধীচক্র একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বপন করে গেছে ছাত্র-যুব-জনা-আবাল-বৃদ্ধ-বণিতা হত্যা-ধর্ষণ আর নির্যাতনের মধ্য দিয়ে। সেই সব পাষন্ডদের প্রেতাত্মা শুধু পঁচাত্তরেই নয়; আজো যেন লেপ্টে আছে দেশের প্রতিটি পর্বে-স্তরে। তার প্রমাণ বুয়েটের সাম্প্রতিক ঘটনা। ডবফহবংফধু ঘরমযঃসধৎব. ইঁবঃ ঝঃঁফবহঃং ভধপব ঃড়ৎঃঁৎব, যধৎধংংসবহঃ নু ইঈখ সবহ নবভড়ৎব বাবৎু বিবশবহফ. এমন সংবাদের মধ্য দিয়ে এ ভয়াবহ নির্যাতনের অনেক কাহিনী ভুক্তভোগী ছাত্ররা নিজেদের জবানিতেই ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে চলমান এ অমানবিক নির্যাতনের খবর প্রভোস্ট, হাউস টিউটর, সর্বোপরি উপাচার্য সবাই-ই জানতেন; তবু নিরব ছিলেন চাকুরী আর জীবনের ভয়ে।
পাষন্ডকথা জানার পর নিজেকেও পাষন্ড মনে হচ্ছে। কারণ প্রতিরোধ করতে বা সংশোধনে নিবেদিত থাকতে পারিনি আমি-আমরা। যে কারণে আজ শুনে হচ্ছে মানুষ হত্যার একের পর এক বর্ণনা- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদ রাব্বীকে প্রথম আঘাতটি করেন আসামি মো. মেহেদী হাসান রবিন। তিনি শিবির সন্দেহে ধরে আনার পর আবরারের মুখে কয়েকটি থাপ্পড় মারেন। এরপরই ক্রিকেট স্টাম্প ও রশি দিয়ে আবরারের ওপর অমানবিক নির্যাতন শুরু করেন অন্যরা। পাষন্ডর বর্ণনানুযায়ী- শিবির সন্দেহে আবরারকে তার ১০১১ নম্বর রুম থেকে ডেকে আনা হয়। আবরার কোনো কথা স্বীকার করছিল না। এ সময় তাকে আমি কয়েকটি থাপ্পড় মারি। এরপর অন্যরা (বাকি আসামিরা) আবরারকে ক্রিকেট স্টাম্প ও রশি দিয়ে মারে। আবরার ওপর নির্যাতন চলাকালে আমি কয়েক দফা ওই রুম থেকে বের হই। আবার ওই রুমে ফিরে আসি। ইফতি মোশাররফ সকাল, মো. মেফতাহুল ইসলাম ওরফে জিয়ন, মো. অনিক সরকার ওরফে অপু ও মো. মোজাহিদুর রহমান (চারজনই আসামি) আবরারকে সরাসরি ক্রিকেট স্টাম্প ও রশি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আবরার। এর আগে ইফতি মোশাররফ সকাল, মো. মেফতাহুল ইসলাম ওরফে জিয়ন, মো. অনিক সরকার ওরফে অপু ও মো. মোজাহিদুর রহমান আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে তারা রবিনের নাম প্রকাশ করেন।
এর আগে নুসরাত হত্যার পরও যেমন আলোচনা হয়েছিলো। প্রায় একই ভাবে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, আদালত চার্জশিট দেয়ার দিন ১৩ নভেম্বর ধার্য করে দিয়েছেন। আশা করছি এর আগেই তদন্তকাজ শেষ হবে। এরপর চার্জশিট দেয়া হবে। তিনি আরও বলেন, আবরার হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৫ জন ও এজাহারবহির্ভূত ৪ জনসহ মোট ১৯ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজনের আদালতে দেয়া জবানবন্দিতে এসেছে যে, তারা শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে মারধর করছিলেন। একপর্যায়ে তার মৃত্যু হয়। কারও কারও জবানবন্দিতে এসেছে আবরার ফাহাদকে কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়েছে। শুধু শিবির সন্দেহেই আবরারকে মারা হয়েছে বা হত্যার উদ্দেশ্যেই তাকে মারা হয়েছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। বাকি আসামিদের জবানবন্দি, তথ্য-প্রযুক্তির বিশ্লেষণ করে আবরারকে কেন মারা হয়েছিল সেটি নিশ্চিত হতে হবে। অবশ্য সেই সাথে ঘটনার রাতে বুয়েটে পুলিশের কোনো টহল টিম ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন রাত ৩টা পর্যন্ত বুয়েট এলাকায় পুলিশের একটি টিম টহল দেয়। কিন্তু তারা এ সময় কোনো হইচইয়ের শব্দ পায়নি।’
নির্যাতন-খুন-ধর্ষণ-নির্মমতার রাস্তা কোথায় গিয়ে শেষ হবে তা না জানলেও প্রধানমন্ত্রী যখন বলেছেন, আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আমি দেখতে চাইনি কে কার লোক। অপরাধী কে বা কোন দল করে সেটা বিবেচনা করিনি। দোষী যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। ওই সময় কিছু শিক্ষার্থী ভিডিও ফুটেজ আটকানোর চেষ্টা করেছে। সেটা তারা কেন করেছে তা এখনো আমার বোধগম্য নয়। তা না হলে হয়তো সব অপরাধী আরও আগেই গ্রেফতার হতো। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইনমন্ত্রীকেও নির্দেশ দেয়া হয়েছে। তখন আমি মনে করতেই পারি যে, যন্ত্রণাকাতর পুড়িয়ে হত্যা করার পরও যেমন নুসরাত হত্যাকারীদের বিচার ঝুলে আছে, ঝুলে থাকবে বুয়েট শিক্ষার্থী হত্যার বিচারও; জামিনও হয়ে যেতে পারে দিনে-দুপুরে কুপিয়ে বিশ্বজিৎ হত্যাকারীদের মত। যদিও প্রধানমন্ত্রী ফাহাদের মায়ের উদ্দেশ্যে বলেন, আপনাকে সান্ত¡না জানানোর ভাষা আমার জানা নেই। শুধু বলবো আমাকে দেখেন। স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আমিও এক রাতে সব হারিয়েছিলাম। আমি তখন বিচারও পাইনি। সেই বিচার না পাওয়ার যন্ত্রণা যদি দেশের প্রধানমন্ত্রী হয়েও জনগনকে বোঝাতে চান, না করবো না; শুধু বলবো- বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তাদের নীতি-আদর্শ-সততা থেকে সরে এসেছে বঙ্গবন্ধুর শাহাাদাতের পর থেকেই; যেভাবে বঙ্গবন্ধুর আদর্শ থেকে ছিটকে পড়েছে আওয়ামী লীগ। আজ যে কারণে নিজের দলের বিরুদ্ধে নামতে হচ্ছে দলীয় সভাপতিকেই। ছাত্রলীগ এতটাই বেপরোয়া হয়েছে যে, বুয়েটের ছাত্রলীগ নেতাদের নিয়ে অতিষ্ঠ ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারীরাও। দারোয়ান, ঝাড়ুদারসহ সবাই ছিল তাদের হাতে নিষ্পেষিত। সব সময় ভয়ে থাকতে হতো তাদের। দারোয়ান ও ঝাড়ুদারদের বক্তব্য হলো- বহিরাগতদের নিয়ে তারা (নেতারা) ব্যাগ ভর্তি মদের বোতল নিয়ে হলে ঢুকতেন। আড়চোখে তাকালেই বকা খেতে হতো। ওই তিনটি রুমের দরজার পাশে সবসময় ১৫-২০ জোড়া জুতা থাকত। রুমের ভেতর রাতদিন চলত মাতলামি। এসব রুমের দেয়ালও হয়তো এসব দেখে কাঁদত। কিন্তু কারও কিছুই করার ছিল না। সবাই মুখ বুজে সহ্য করে গেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের যে রুমটিতে (২০১১) বর্বর নির্যাতন চালিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হয়, সেই রুমটি এখন তালাবদ্ধ। এই হলের ২০০৫ ও ৩০১২ নম্বর রুমও ছিল টর্চার সেল। এসব রুমে ছাত্রলীগের কতিপয় নেতা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ করেন হলের শিক্ষক-শিক্ষার্থী, দারোয়ান ও পরিচ্ছন্নতা কর্মীরা। বহিরাগত নেতাদের নিয়ে এসব রুমে নিয়মিত বসত মদের আড্ডা। হলের একজন দারোয়ান গণমাধ্যমকে বলেছেন, বহিরাগতদের নিয়ে তারা (নেতারা) ব্যাগ ভর্তি মদের বোতল নিয়ে হলে ঢুকতেন। আড়চোখে তাকালেই বকা খেতে হতো। ওই তিনটি রুমের দরজার পাশে সবসময় ১৫-২০ জোড়া জুতা থাকত। রুমের ভেতর রাতদিন চলত মাতলামি। এসব রুমের দেয়ালও হয়তো এসব দেখে কাঁদত। কিন্তু কারও কিছুই করার ছিল না। সবাই মুখ বুজে সহ্য করে গেছেন।
আর এই সব তথ্য যেন প্রকাশ না হতে পারে, সেই লক্ষ্য থেকে বুয়েট বোর্ডে টাঙানো হয়েছে- ‘বহিরাগত ও মিডিয়াকর্মী’। আমি মোমিন মেহেদী বরাবরই একটু ব্যতিক্রম হওয়ায় দেখতে গিয়েছিলাম বুয়েটকে। গিয়ে যা দেখেছি তা হলো- সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠতেই চোখে পড়ল সিঁড়ি ঘেঁষে ১২-১৩টি সাইকেল। ২০১১ নম্বর রুমটির বাইরে দরজার পাশে দেখা গেল একটি আলমারি। দরজায় দাঁত বের করা একটি ভূতের মতো ছবি আঁকা, এর নিচে লেখা ‘বারেক’। নিচে ৫ জোড়া জুতা পড়ে আছে। রুমটির দরজায় তালা ঝুলানো থাকলেও জানালার ফাঁক দিয়ে ভেতরে দেখা যায়, বুক সেলফসহ দুটি খাট। এলোমেলোভাবে পড়ে আছে জামাকাপড়, ব্যাগ, বই-খাতা, চার্জার...। খাটের নিচে টিনের দুটি বাক্স। আছে প্লাস্টিকের তিন ড্রয়ারবিশিষ্ট একটি ওয়্যারড্রপ। রুমটির মেঝেতে প্লাস্টিকের মাল্টিকালারের ম্যাট বিছানো। রয়েছে একাধিক পানির বোতল। জানালা ও বারান্দার দরজার গদ্বাসগুলো কাগজ দিয়ে ঢাকা। দেয়ালে টাঙানো আরবিতে ‘আল্লাহ’ লেখা একটি ওয়ালম্যাট। এ রুমের ভেতরেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। গ্রেফতার আসামিদের প্রায় সবাই রুমটির ভেতর উল্লাস করতে করতে তাকে পেটায়। যতদূর জানতে পেরেছি- বুয়েটঘাতকরা যে দীর্ঘ সময় ধরে আবরারকে এখানে পিটিয়ে হত্যা করেছে, এর ছাপ রয়েছে রুমটিতে। রুমের সবকিছুই এলোমেলো, ছড়ানো-ছিটানো। রুমটি ছিল টর্চার সেলের মধ্যে অন্যতম। এখান থেকেই সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় চারটি মদের বোতল, চারটি ক্রিকেট স্ট্যাম্প, একটি চাপাতি ও দুটি লাঠি উদ্ধার করেন। দ্বিতীয় তলায় রয়েছে আরেকটি টর্চার সেল- ২০০৫ নম্বর রুম। কোনো শিক্ষার্থী নেতাদের মর্জির বাইরে কাজ করলে এ রুমে এনে নির্যাতন চালানো হতো। জানালা ও দরজার গদ্বাসগুলোও কাগজে ঢাকা। বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে স্যান্ডেল। জানালার গ্লাসের ভাঙা ছিদ্র দিয়ে দেখা যায়, জানালার পাশে একটি টিফিন ক্যারিয়ার। অবশিষ্ট খাবার পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ৪টি আলমারির মধ্যে দুটি খোলা। এলোমেলোভাবে ছড়িয়ে আছে কাপড়-বই-খাতা। প্লাস্টিকের ৩টি ড্রয়ারবিশিষ্ট একটি ওয়্যারড্রপ। আলমারির পেছনে বোতলের ক্যাপ এবং চানাচুরের খালি প্যাকেটে ভরা। চেয়ারের উপর পড়ে আছে একটি কোলবালিশ। মেঝেতে ময়লা চাদর। এ রুমে শুধু একটি খাট। তবে এতে তোষক বা বিছানা নেই। এ রুমে থাকতেন বুয়েট ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইশতিয়াক হাসান মুন্না। তিনি একাই থাকতেন। এটি পার্টি রুম হিসেবে ব্যবহার হতো। হলটির ৩০১২ নম্বর রুমে থাকতেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল। এটির দরজায় তিনটি তালা ঝুলছে। জানালা দিয়ে দেখা যায়, রুমটিতে একটি মাত্র খাট। একটি টেবিল ও একটি উন্নত মানের অফিস চেয়ার রয়েছে। মেঝেতে অত্যাধুনিক ম্যাট। সিগারেটের একাধিক ছাইদানি। পুরো রুমে কোনো বই-খাতা চোখে পড়েনি। রুমটি ছিল এ হলের সর্বোচ্চ দলীয় আড্ডার জায়গা। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাবেক ছাত্রলীগ নেতারা এ রুমে এসে আড্ডা দিতেন বলে জানা গেছে। ৩০১২ নম্বর রুমটির পেছনের দিকে গিয়ে দেখা যায়, বারান্দার মতো খালি জায়গা। সেখানে একটি চেয়ার। চারপাশে সিগারেটের অসংখ্য ফিল্টার, খালি প্যাকেট। এক কোনায় ১০টি খালি মদের বোতল। একটি টেবিল লাইট স্ট্যান্ডও আছে। হলের পরিষ্কার-পরিচ্ছন্নতায় নিয়োজিত এক ব্যক্তি জানান- এই তিনটি রুমে এত ময়লা-আবর্জনা হয় যে, হলের সব শিক্ষার্থীর জন্য যে কষ্ট করতে হয়, তার প্রায় সমপরিমাণ কষ্ট হয় এসব রুমে। উনিশ থেকে বিশ হলেই গালমন্দ, চড়-থাপ্পড় খেতে হতো নেতাদের। শুধু এখানেই শেষ নয়; রুম তিনটিতে এমন কোনো অপকর্ম নেই যা হতো না। মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন নেতারা। বহিরাগত নেতারাও এ রুমগুলোয় রাত কাটাতেন। প্রতিদিনই ৫-৭টি করে মদের বোতল ফেলতে হতো। নেতারা নির্দিষ্ট টয়লেট ব্যবহার করতেন। ভয়ে অন্য শিক্ষার্থীরা তাদের টয়লেট ব্যবহার করতেন না। শিক্ষার্থীরা অবশ্য বলেছেন- তন রুমের নেতাদের কারণে আমরা ভালোভাবে পড়াশোনাও করতে পারতাম না। তাদের রুমের পাশ দিয়ে হেঁটে যেতেও ভয় করত। যখন-তখন ডেকে গালমন্দ করত। বাইরে থেকে খাবার নিয়ে আসতে বলত। চা-সিগারেট আনাত। একটু দেরি হলে চড়-থাপ্পড়ও মারত। ৩০১২ নম্বর রুমটির ভেতরে প্রবেশ করলে মনে হবে এটি কোনো হলের রুম নয়, কারও ব্যক্তিগত অফিস। মেহেদী হাসান রাসেলের ২০১৭ সালেই পড়া শেষ হয়েছে। কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে হলের এ রুমটি দখল করে ছিল সে। মদের আসর বসত। সাউন্ড দিয়ে গান বাজানো হতো। এতে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটত। এভাবেই চলত তাদের অত্যাচার।সএই যখন পরিস্থিতি সর্বোচ্চ একটি বিদ্যাপিঠের; তখন তো বলতেই হবে- প্রায় ১১ বছর ধরে ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, খুন ইত্যাদি অন্যায়-অবৈধ কর্মকান্ডের জন্য দেশব্যাপী সমালোচিত হয়ে আসছে। গত ৬ অক্টোবর রাতে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রসংগঠনটির কিছুসংখ্যক সদস্য নৃশংসতা ও বর্বরতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। শুধু বুয়েটে নয়, দেশজুড়ে এর বিরুদ্ধে যে বিরাট দুঃখ ও ক্ষোভের প্রকাশ ঘটেছে, তা যে কোনো সভ্য সমাজের জন্য চরম লজ্জার ব্যাপার। ঘাতকরা বুয়েটের মতো একটি মর্যাদাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশবাসী জানে, এখানে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে। এ তুখোড় ও মেধাবী ছাত্রদের একটি অংশ এ ধরনের নির্মম ও নিষ্ঠুর হত্যাকান্ড ঘটাতে পারে, তা ভাবতেও বিস্ময় লাগে। তবে বাস্তবে তা-ই ঘটেছে। এ সত্যটিও তারা প্রমাণ করল- সবসময় ভালো ছাত্র ভালো মানুষ হয় না। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে গুন্ডামি-ষন্ডামির রাজত্ব কায়েম করেছে, তা প্রধানমন্ত্রী জানেন। তাই কিছুদিন আগে তিনি ছাত্রলীগের নেতৃত্ব থেকে সভাপতি ও সম্পাদক যথাক্রমে শোভন ও রাব্বানীকে সরিয়ে দিয়েছেন। এর কারণ যে তাদের উপরোক্ত সন্ত্রাসী কর্মকান্ড, তা আমাদের বুঝতে অসুবিধা হয়নি। তবে প্রধানমন্ত্রীর এ বার্তাটি কেন যে বুয়েটের ছাত্রলীগের কাছে পৌঁছল না, তা আমাদের বোধগম্য নয়। এর আগে ছাত্রলীগের একটি বড় সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের আহ্বান জানান। কিন্তু শোভন-রাব্বানী তা কান দিয়ে শুনলেও মন দিয়ে গ্রহণ করেননি। এর বিপরীত চর্চার কারণেই প্রধানমন্ত্রী তাদের সংগঠন থেকে বিতাড়িত করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। বুয়েট ছাত্রলীগও একে কথার কথা মনে করে তাদের দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকান্ডের চর্চাই বহাল রেখেছে। এরই ধারাবাহিকতায় আবরার ফাহাদ হত্যাকান্ড ঘটিয়েছে।
র্যাগিং বা অহেতুক নানা ছলছুতায় নিরীহ সাধারণ ছাত্রদের, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের নতুন ছাত্রদের নির্যাতন ও হেনস্তাকরণ বুয়েট ছাত্রলীগের একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। ছাত্রলীগের অবাধ্য হলেই র্যাগিংয়ের নামে চলত নির্যাতন। গত ৯ অক্টোবর একটি দৈনিকের শীর্ষ শিরোনামে এই নিষ্ঠুর নৃশংস নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, বুয়েটে ছাত্রলীগের (এ ধরনের) মারধর নিত্যদিনের ঘটনা। আবরারের আর্তচিৎকার (তাই) কেউ আমলে নেয়নি। এই আমলে না নিতে নিতেই সর্বোচ্চ পাষন্ডতার ঘটনা ঘটলো সুনামগঞ্জের দিরাইতে। ৬ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই অবুঝ শিশুটিকে হত্যার আগে তার কান ও লিঙ্গ কেটে নেয়া হয়। শুধু এখানেই শেষ নয়; নিথর শিশুটির পেটে বিদ্ধ অবস্থায় দুটি ধারালো ছুরিও পাওয়া যায়।
ক্রমশ সন্ত্রাাসী-পাষন্ড আর রাজনৈতিক পশু বাড়ছে দুর্নীতি-বিচারহীনতার সংস্কৃতির কারণে। বাজে-যন্ত্রণাকাতর রাজনীতি-শিক্ষা-সমাজ ও অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ চান নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি। আর যারা চান, ঘুরে দাঁড়ান। আসুন দেশকে ভালোবেসে শরীয়তুল্লাহ-তিতুমির-আতাউল গণি ওসমানীর মত অবিরত চলুন এগিয়ে যাই বীরের মত শির উঁচু করে...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি