প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন পত্রিকা হাতে পাই বরাবরের মতোই দেখতে হয় সরকারি দলের ছাত্রলীগ, যুবলীগ কোননা কোন অপরাধের জন্য পত্রিকায় মিডিয়ায় প্রধান শিরোনাম। যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সোনার বাংলাদেশটাকে উন্নয়ন এর রোল মডেল হিসেবে বিশ্বে সবচেয়ে আলোচিত হলো, শান্তির জন্য আন্তর্জাতিক মহলে পুরস্কৃত হলো, সেই মানবতার জননীর দলের ছাত্রলীগ,যুবলীগ এর বেশ কিছু নেতাকর্মীদের অপরাধ প্রবনতা এতোটাই বেড়েছে তা মেনে নেওয়া খুব কষ্টকর। সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যা। জাতিকে আজ ভাবিয়ে তুলেছে। তার অপরাধ সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক কয়েকটি চুক্তির সমালোচনা করেন। আর এ সমালোচনার কারণেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে আবরার ফাহাদকে। আর তাঁকে মেরেছেন তাঁরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাঁরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
ফেসবুকে আবরার লিখেছিলেন, ‘দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর না থাকায় তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুরোধ করেছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। আর এখন ভারতকে সেই মোংলা বন্দর ব্যবহারের জন্য বলতে হচ্ছে।’ আবার ভারতের দুই রাজ্যের মধ্যকার পানি নিয়ে বিরোধের কথা উল্লেখ করে আবরার লিখেছিলেন, ‘যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়াই পানি দেব।’ একইভাবে আবরার গ্যাস চুক্তিরও সমালোচনা করছিলেন। সবশেষে একটি কবিতার চারটি লাইন তুলে ধরেছিলেন তিনি।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারের লাশ পড়ে ছিল শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়িতে। হত্যার সংবাদ ছড়িয়ে পড়ায় সব মহল থেকেই বিভিন্নভাবে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
শুরুতে বলা হয় শিবির সন্দেহে আবরারকে পিটিয়ে মারা হয়েছে। সমান্য ফেসবুকে কিছু পোস্ট করা জন্য, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জীবন দিতে হবে তা সত্যি মেনে নেওয়া যায় না। সরকারকে নিয়ে জনতা আলোচনা সমালোচনা করতেই পারে, আজ জনমনে প্রশ্ন আর কত মা হারাবে তার সন্তান কে? আর কত শুনতে হবে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি। এতে সরকারের উন্নয়ন গুলো মূল্যহীন হয়ে যায় বলে আমরা মনে করি। জাতির পিতার আদর্শ,মাননীয় প্রধানমন্ত্রীর সততা যেন তার দলের কিছু অসাধু নেতাকর্মীদের জন্য বিলুপ্ত হচ্ছে। আমরা মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে তার দল আওয়ামীলীগের মর্যাদা অক্ষুণ্ন রাখতে দলবল নির্বীশেষে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। শহর থেকে শুরু করে গ্রামের ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের পদ হালনাগাদ করা জরুরি। প্রভাবশালী নয় ত্যাগী সৎ নেতাদের আশ্রয় দিয়ে দলের মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে বলে আমরা মনে করি।