সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম লাগামছাড়া হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) মাধ্যমে ট্রাকে করে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া প্রতি বছরই রোজায় ডিলারদের মাধ্যমে চিনি, তেল, ছোলা, ডাল, আটাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়। ডিলার টিসিবির নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সারাবছরই বিক্রি করতে চায়। কিন্তু বছরজুড়ে নিত্যপণ্য বিক্রিতে টিসিবি’র অনীহা রয়েছে। বর্তমানে সংস্থাটি রোজার মাসে আর জরুরি ভিত্তিতে কিছু পণ্য বিক্রি করে। টিসিবি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ট্রাকসেলে পেঁয়াজের বিক্রি চললেও তা চাহিদার কয়েক শতাংশও নয়। তার ওপর নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে ট্রাকসেলের দেখা মিলছে না। ফলে বাজারের থেকে কম মূল্যে পেঁয়াজ কিনতে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এখন পেঁয়াজ বিক্রি করলেও বছরে দুই ঈদকে ঘিরে তেল, চিনি, ডাল ও ছোলা বিক্রি করেন টিসিবির নির্ধারিত ডিলাররা। তবে এখন ছোলা বাদে বাকিগুলো বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে সারাবছরই ওসব পণ্য বিক্রির সুযোগ চায় ডিলাররা। আর বর্তমানে আলোচনায় থাকা পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে দেয়ার দাবি তাদের। কিন্তু টিসিবি মতে, অতীত অভিজ্ঞতা থেকেই এখন রাজধানীর ৩৫টি ট্রাকসেলে ৪শ’ কেজি করে ডিলারদের পেঁয়াজ দেয়া হচ্ছে। আর সারাবছর অন্যান্য পণ্য বিক্রির সুযোগ দেয়া হলে খোলাবাজারে বিক্রি না করে অনেকে দোকানিদের কাছে বেচে দেয়ার শঙ্কা আছে। যে কারণে সারাবছর নয়, ব্যবসায়ীরা যখন বাজার অস্থিতিশীল করে, কেবল তখনই বাজার স্বাভাবিক রাখতেই এগিয়ে আসতে চায় টিসিবি।
সূত্র জানায়, টিসিবি ইচ্ছা করলে প্রতিদিন একজন ডিলারকে ৪শ’ কেজির বদলে এক হাজার কেজি করেও পেঁয়াজ দিতে পারে। তাহলে কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না। গুদামেও পেঁয়াজ আছে। কিন্তু টিসিবির কর্মকর্তারা মনে করেন, একজন ডিলারকে ৪শ’ কেজির জায়গায় এক হাজার কেজি পেঁয়াজও দেয়া হলেও তারা খুশি হবেন না। কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকেই এমন অভিজ্ঞতা হয়েছে। আর বছরজুড়ে বেশি করে পণ্য দেয়া হলে তার একাংশ বাইরে বিক্রি করে দিলে কিছু করার থাকবে না।
সূত্র আরো জানায়, সম্প্রতি পেঁয়াজের দাম হঠাৎ করেই বেশ বেড়ে গেলে রাজধানীতে প্রথমে ১৬টি পরে ৩৫টি ট্রাকসেলে ৩৫টি স্পটে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেয় টিসিবি। এর বাইরে চট্টগ্রামে ১০টি ও সব বিভাগীয় শহরে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্রি চলবে বাজার স্বাভাবিক হওয়া পর্যন্ত। যদিও সরকারের কড়াকড়ির ও অন্য দেশ থেকে পেঁয়াজ আসতে শুরু করায় ইতোমধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে।
এদিকে ট্যারিফ কমিশনের তথ্যানুযায়ী, দেশে প্রতিদিন ৬ হাজার টন পেঁয়াজের চাহিদা রয়েছে। দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর, পাবনাসহ সারাদেশে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩ লাখ টন পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের কাছে মজুদ আছে। যা দিয়ে আগামী ৫০ থেকে ৫৫ দিন দেশের পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব। আর এই সময়ের মধ্যে দেশে নতুন পেঁয়াজ আমদানি করা হবে। ফলে পেঁয়াজের বাজারে অস্থিরতার কোনো কারণ নেই। তবে চাহিদার তুলনায় পেঁয়াজ কম থাকায় ভোগান্তিতে পড়ছেন রাজধানীর গ্রাহকরা। অনেকেই বাজারের থেকে অর্ধেক দামে পেঁয়াজ কিনতে গিয়ে কয়েকঘণ্টা নষ্ট করতে হচ্ছে। কারণ লাইনে থাকা দুইশ’ মানুষকে জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ দেয়া হয়। এরপরে সিরিয়ালে থাকলেই নিশ্চিত খালি হাতে ফিরতে হবে। যে কারণে সকাল আটটার দিকেই অনেকে লাইনে দাঁড়িয়ে পড়েন। রাজধানীর বেশ কিছু পয়েন্টে এমন চিত্র দেখা গেছে। তবে গুদাম থেকে পেঁয়াজ নিয়ে স্পটে আসতে ট্রাকগুলো নির্ধারিত সময় নয়টার অনেক পড়ে আসে।
এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ টিসিবি ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ জানান, আমরা প্রায়ই দেখি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একেক পণ্যের দাম বাড়িয়ে দেন। সেক্ষেত্রে স্বস্তির জায়গা করে দেয় টিসিবি। তাই শুধু উপলক্ষে বা অস্থিরতা দেখা দিলেই নয়, সারাবছর পণ্য বিক্রি করার সুযোগ করা যেতে পারে। টিসিবি চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।