আওয়ামী নেতাদের বাসা-বাড়ি, ক্লাব ও রাজধানীর অলিগলি থেকে জুয়া খেলার আদলে ‘ক্যাসিনো’ নামক ক্যান্সার নিয়ে যখন দেশবাসি হতাশ, ঠিক তখনই ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হলেন আওয়ামী লীগ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ও ইমিউনাইজেশন টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করে। এছাড়া মসজিদের শহর হিসেবে বিশ্বজুড়ে রাজধানীর ঢাকার খ্যাতিকে যখন আওয়ামী তরুণরা ক্যাসিনো শহরে পরিচিত করালো, ঠিক তখনই তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার পান শেখ হাসিনা। গত ২৭ সেপ্টেম্বর ইউনিসেফ ওই পুরস্কার প্রদান করে। এনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত আন্তর্জাতিক পদকের সংখ্যা ৩৯টিতে উন্নীত হলো।
জনমনে প্রশ্ন উঠেছে, ভাইরাস নিধন করতে টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্য যদি বর্হিবিশ্বের নিকট উদ্ভাসিত হয়েই থাকে, তবে ভ্যাকসিন হিরো শেখ হাসিনার দেশে কেনো ‘ক্যাসিনো ক্যান্সার’ চরম আকারে দেখা দিবে? তাছাড়া তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদান রাখায় যদি শেখ হাসিনা আর্ন্তজাতিক পুরস্কার পান। তবে কেনো স্বদীয় ওই তরুণরাই আবার দেশের নামযশ বিনষ্ট করতে ক্যাসিনো ব্যবসায় নিজেদের বাসা-বাড়ি ব্যাংকে পরিণত করবে? কেনোই বা বিদেশে শত শত কোটি টাকা পাচার করে দেশের সুনাম খুইয়েবে? তাছাড়া বিদেশ থেকে বিমানবন্দরের একাধিক চেক পোস্ট অতিক্রম করে কীভাবে ক্যাসিনোর মেশিন ডিজিটাল বাংলার রাজধানীতে এলো? এনিয়ে জলপনা কল্পনার অন্ত নেই দেশের সচেতন মহলসহ প্রবাসীদের।
আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাওয়ার ডিজিটাল বাংলার নাম বিশ্বের দরবারে আরেক ধাপ এগিয়ে নিলো, ঠিক তখনই দেশে ক্যাসিনোর মুখোশ হঠাৎ করেই খুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সামনে আসে ক্যাসিনোর হালহকিকত। র্যাবের অভিযানে ক্যাসিনোপাড়া থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণের নগদ টাকাসহ অস্ত্র ও মাদকদ্রব্য। গ্রেফতার করা হয় ক্যাসিনোর কারিগর আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া যুবলীগ, আওয়ামী লীগের কয়েকজন ‘রাগব বোয়াল মার্কা’ নেতাকে। ক্যাসিনোয় জড়িতদের বাসায়-বাসায় গড়ে তোলা হয়েছিলো যেনো লীগ বাহিনীর রথী-মহারথীদের নিজস্ব ব্যাংক।
দেশজুড়ে ক্যাসিনো কা- নিয়ে এখন তোলপাড়। টক অব দি কান্ট্রি ‘ক্যাসিনো’। প্রতিদিনই বেরিয়ে আসছে জুয়া খেলার আদলে ক্যাসিনোবাজদের বাসা যেনো টাকা, আর মাদকের গোডাউনে পরিণত করার খবর। ক্যাসিনোর সুবাদে সরকারদলীয় ‘খাম খাম মার্কা’ নেতাকর্মীরা বাসায় বাসায় টাকার পাহাড় গড়ে তুলেছেন। আইন-শৃংখলা বাহিনীর গত কয়েক দিনের অভিযানে এসব অস্বাভাবিক টাকার খনি বেরিয়ে এসেছে।
ক্যাসিনোর সাথে প্রশাসনের জড়িত থাকার বিষয়টিও স্বয়ং অর্থমন্ত্রী সামনে এনেছেন। এদিকে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে যাদের নাম আসবে, তাদের আয়কর নথি খতিয়ে দেখা ও অর্থ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে রাজধানীতে গড়ে উঠেছে অবৈধ জুয়ার আসর ও ক্যাসিনো। এর মাধ্যমে বিদেশে পাচার হয়ে আসছিলো হাজার হাজার কোটি টাকা। গত ১৮ সেপ্টেম্বর অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়। একই দিন ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। এই ক্যাসিনোর সভাপতি খালেদ। এ সময় ক্যাসিনোর ভেতর থেকে তরুণীসহ ১৪২ জনকে আটক করে র্যাব। সেখানে নগদ ২০ লাখ টাকা উদ্ধার ও বিপুল পরিমাণ ইয়াবা, মদ, বিয়ার জব্দ করা হয়।
এরপর ২০ সেপ্টম্বর টেন্ডার মুঘল খ্যাত যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র, মাদক ও মার্কিন ডলার উদ্ধার করে র্যাব। শামীমের অফিসের ভেতর থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) চেক ও ১শ কোটি টাকার চেক জব্দ করে র্যাব। এর মধ্যে ১৪০ কোটি টাকার এফডিআর তার মায়ের নামে, বাকি ২৫ কোটি টাকা তার নামে। বিপুল পরিমাণ গুলি, ম্যাগজিন ও মাদক পাওয়া যায়। নিকেতন এলাকাতে শামীমের বাসায় তাকে নিয়ে অভিযান চালায়। পরে জি কে শামীমকে তার সাত দেহরক্ষীসহ আটক করা হয়।
২৪ সেপ্টেম্বর রাজধানীর সূত্রাপুরে গেন্ডারিয়া থানা আ’লীগের সহসভাপতি এনামুল হক এনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রূপনের বাড়ি থেকে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা, আট কেজি স্বর্ণালংকার ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব। নিজেদের বাড়িতে সব টাকা রাখার জায়গা না থাকায় তাঁরা অনেক টাকা বন্ধু ও কর্মচারীর ফ্ল্যাটেও রাখেন। এমনকি অস্ত্রও রেখেছেন কর্মচারীর বাসায়। কোটি কোটি টাকার বান্ডেল সুরক্ষিত রাখার জন্য তাঁরা বানিয়েছিলেন লোহার ভল্ট। তার পরও এত নগদ টাকা রাখতে সমস্যা হওয়ায় তাঁরা স্বর্ণালংকার কিনে রাখা শুরু করেন।
ইতোমধ্যে ক্যাসিনোর অভিযোগে মতিঝিলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে র্যাব অভিযান চালিয়ে ক্লাবগুলো সিলগালা করে দিয়েছে। অভিযানে ভিন্ন ঘটনাও ঘটে। ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত ছিলেন কিছু নেপালি নাগরিক। থাকতেন সেগুনবাগিচার বাসার ফ্ল্যাটে। পুলিশের সহযোগিতায় ১৫ নেপালি খালি হাতে ফ্ল্যাট ছেড়ে চলে যান। ওই দিন গেফতার করা হয় সম্রাটের সহযোগী যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। এছাড়া গ্রেফতার হয় কৃষক লীগ নেতা শফিকুল আলম, মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
পত্রিকান্তরে জানা যায়, দীর্ঘদিন থেকেই ঢাকার ক্লাবগুলোতে লাগাহীনভাবে জুয়া চলছিলো। ক্রিকেট, ফুটবল জাতীয় খেলা বাদ দিয়ে ক্লাবগুলো ব্যস্ত ছিলো জুয়া নিয়েই। ২০১৭ সাল থেকে এসব ক্লাবে বিদেশের আদলে আয়োজন করা হয় ক্যাসিনোর। ক্যাসিনো পরিচালনার জন্য আনা হয় নেপালীয়দের। নেপালীয়রা ভ্রমণ ভিসায় ঢাকায় এসে পরিচালনা করতো ক্যাসিনো। প্রতিরাতে একেকটি ক্যাসিনোতে কোটি কোটি টাকার খেলা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্যমতে, রাজধানীতেই অন্তত ৬০টি ক্যাসিনোর খবর পাওয়া যায়। প্রতি ক্যাসিনো থেকে আয় হতো ২০ থেকে ২৫ লাখ টাকা। ক্যাসিনো পরিচালনায় সরাসরি যুক্ত আওয়ামী লীগ ও যুবলীগের ‘খাই খাই মার্কা’ কিছু নেতা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ক্যাসিনোর বিষয়ে তথ্য থাকায় অভিযানে নামে তারা।
এদিকে ক্যাসিনো ব্যবসায় জড়িত ও অবৈধ সম্পদ লেনদেনের অভিযোগে এনবিআরের নির্দেশনায় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও তাঁর স্ত্রী এবং যুবলীগ নেতা ইসমাইল হোসেন স¤্রাট ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করার জন্য বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া গ্রেফতার হওয়া ঠিকাদার জি কে শামীমকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে গণপূর্তের প্রকৌশলী রফিকুল ইসলাম ও আব্দুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর।
এ ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমে জানান, ক্যাসিনো জিনিসপত্র কিভাবে আসল এই কাজটা মূলত এনবিআরের। অবশ্যই আমরা এনবিআরকে বলেছি খোঁজ খবর নিতে। টাকার উৎস না দেখাতে পারলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতে, ক্যাসিনোর ব্যাপারে আগে থেকেই প্রসাশনের অবগতির বিষয় ছিল। প্রশাসন জানে না এমন কোনো কাজ বাংলাদেশ হতে পারে না। তাঁর দাবি, প্রশাসনের কেউ না কেউ কোন না কোনভাবে এ বিষয়ে জড়িত থাকতে পারে।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গণমাধ্যমে জানিয়েছেন, ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে যাদের নাম আসবে, তাদের আয়কর নথি খতিয়ে দেখা হবে। (তথ্যসূত্র : সংগ্রাম- ৩০.০৯.১৯)
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে। ক্যাসিনো ব্যবসার আড়ালে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩০ সেপ্টেম্বর সংস্থাটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। (তথ্যসূত্র : মানবজমিন- ৩০.০৯.১৯)
ক্যাসিনো চলছিল এমন একটি ক্লাবের চেয়ারম্যান আইনপ্রণেতা রাশেদ খান মেনন। তিনি দায়সারা বলেছেন, ‘মাত্র একদিন ক্লাবে গিয়েছিলেন তিনি।’ তাঁর দাবি, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু জানতে পারেনি, সেখানে তিনি কীভাবে জানবেন যে ক্লাবে ক্যাসিনো চলছিল।’ আমরা ব্যক্তি হিসেবে জনাব মেননকে দায় দিচ্ছি না; তবে ক্লাবের চেয়ারম্যান হিসেবে ক্লাবে কী হচ্ছিল? তা অব্যশই তাঁর জানবার দরকার ছিল।
ক্যাসিনো নিয়ে লীগবাদী অনেকেই কা-জ্ঞানহীন বক্তব্য দিয়ে সমালোচনার পাত্রও হয়েছেন। তারা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা মামলার খরচ জোগাতেই ক্যাসিনো ব্যবসা চালু করেছিল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও ক্যাসিনোর টাকার ভাগ পেতেন এমন দাবিও করেছে আওয়ামী অন্ধদের কেউ কেউ।
ছাত্রলীগের এক সভায় প্রশাসনে নিজেদের লোক দিয়ে ২০১৪-এর একতরফা নির্বাচন সফল করার কথা বলেছিলেন যিনি, সেই এইচ টি ইমাম এবং সরকারের প্রচারমন্ত্রী বলেছেন, দেশে জুয়া এবং ক্যাসিনোর শুরু জিয়ার আমলে। প্রচারমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের কাছে নিয়মিত ক্যাসিনোর টাকা যায়। প্রশ্ন হচ্ছে ২০০৬ সালে ক্ষমতা থেকে বিদায় হওয়ার ১৩ বছর পরও বিএনপির চালু করা ক্যাসিনোগুলো তাঁদের চোখে পড়েনি? নাকি ১১ বছর ধরে তাঁদের সরকার বিএনপি দমনে এতই ব্যস্ত ছিল যে অন্য কোনো কিছুতে তাঁরা নজর দেওয়ার ফুরসত পাননি?
তবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বক্তব্য সময়োপযোগি। তাঁর দাবি, প্রশাসনের তথ্যমতে রাজধানীতেই যদি ৬০টি ক্যাসিনো থাকে, তবে প্রশাসন কি করছিল? প্রশসান কি আগুল চুসছিল? কাজেই ওই ৬০ থানায় কর্মকর্তাদেরও গ্রেফতার হতে হবে।
আমরা মনে করি, ক্যাসিনোয় জড়িত অপরাধের আটককৃতদের যেনো সত্যিকার ভাবেই বিচারের আওতায় আনা হয়। অভিযান যাতে লোক দেখানো না হয়। যদি দলকানা ইমামরা ‘স্বদলীয় মার্কা’ ক্যাসিনোবাজদের রক্ষা করতে রাজনৈতিক প্রতিপক্ষদের ঘায়েলে বিষাদাগার করে ‘বিষ্ফোরক মন্তব্য’ ছুঁড়ে না দেওয়া থেকে বিরত থাকেন, তবে দেশে ক্রমেই অস্থিতিকর পরিবেশের অশনি সংকেত দেখা দিতে পারে। কাজেই ‘কাজের কাজি’ সাবধান!