আমার শৈশব-কৈশোরের রাজনীতি-বিশ্বনীতি-অর্থনীতি-ধর্মনীতি স্মৃতি হাতড়ে বের করে আনলাম মধ্যপ্রচ্য সংকটকথা। সেখাানে দেখা যায়, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। সাম্প্রতিক এই ঘটনা অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে। যেহেতু দেশগুলো শুধু প্রতিবেশীই নয়, একই অর্থনৈতিক অঞ্চলের, তাই তাদের মধ্যে সৃষ্ট টানাপড়েনে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে অন্য দেশগুলোর ওপরও। ক্ষতিগ্রস্ত হবে মুসলিম বিশ্ব। এমন ধারণা পর্যবেক্ষক মহলের। জাতিসংঘের হিসাবে মানবসম্পদ উন্নয়নে আরব দুনিয়ায় সবার ওপরে কাতার। প্রাকৃতিক গ্যাস এবং তেলের সম্ভারে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে কাতার। সেই সঙ্গে বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী দেশ কাতার। কাতারের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত বড়সড় কূটনৈতিক বা অর্থনৈতিক সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক সংকটের অর্থনৈতিক ফল অবিলম্বেই পড়ছে। কূটনৈতিক পরিপ্রেক্ষিত পরিবর্তনের পরিণতিতে ইতোমধ্যেই ধস নেমেছে কাতারের স্টকমার্কেটে। কাতারে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কাতারের তথা মধ্যপ্রাচ্যের এই সংকট আমাদের জন্য যে কারণে বিশেষভাবে উদ্বেগের তাহলো, বাংলাদেশের উল্লেখযোগ্য একটি শ্রমশক্তি নিয়োজিত রয়েছেন কাতারে। বর্তমান পরিপ্রেক্ষিতে কাতারে বসবাসরত বাংলাদেশিরা নানারকমভাবে সংকটাপন্ন হতে পারেন। কাজেই মধ্যপ্রাচ্য সংকটে বিচক্ষণতার সঙ্গে আমাদের অবস্থান ব্যক্ত করা প্রয়োজন। কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থার প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। আমরা অবশ্যই আশা করব মধ্যপ্রাচ্য এই সংকট থেকে দ্রুত বেরিয়ে আসুক। আলোচনায় বসে প্রতিবেশী দেশগুলোর দ্রুত মতপার্থক্যের অবসান ঘটানোই হবে উত্তম।
আমি ব্যক্তিগতভাবে বলবো- বাংলাদেশ যেহেতু একটি মুসলমান সংখ্যাগরিষ্ট দেশ, সেহেতু উচিৎ তাদের পাশে দাঁড়ানো, যারা মানবাধিকার বঞ্চিত হচ্ছে ধর্মীয় কারণে। বিশ্বময় আঁধারের চর্চা চলায় বলতেই হচ্ছে, চলতেই হচ্ছে সাহসের সাথে। আর তাই বলে যাই- আরব বিশ^ অস্থিতিশীল করে তোলা এবং আন্তর্জাতিক জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উপসাগরীয় ছয় প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া ও মিসর। পরে এ তালিকায় যোগ দিয়ে মালদ্বীপও কাতারের সঙ্গে তাদের ৩৩ বছরের কূটনৈতিক সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছে। কাতারের সঙ্গে সীমান্ত আটকে দিয়ে স্থল, নৌ ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছে রিয়াদ। উপসাগরীয় দেশগুলো তাদের নাগরিকদের কাতারে যাওয়া নিষিদ্ধ করেছে এবং ১৪ দিনের মধ্যে কাতারের নাগরিকদের দেশ ছেড়ে যেতে বলেছে। বর্তমান পরিপ্রেক্ষিতে আরব অঞ্চলে একঘরে কাতার। এটিকে মধ্যপ্রাচ্যের বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্য বা মুসলিম দুনিয়া নয়, এর বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক এই সংকটের অনিবার্য প্রভাব পড়ছে অর্থনৈতিক ক্ষেত্রেও। কাতারসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োজিত রয়েছেন, তাদের ভাগ্য বিবেচনায়ও এই সংকট আমাদের জন্য বিশেষভাবে দুর্ভাবনার। সম্পর্কোচ্ছেদকারী দেশগুলোর অভিযোগ, আইএস, আলকায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে নিয়মিত অর্থ এবং অস্ত্র সহযোগিতা দিয়ে যাচ্ছে দোহা। পাশাপাশি উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের পক্ষে অব্যাহত প্রোপাগান্ডা ও প্রচারণায় লিপ্ত রয়েছে তাদের রাষ্ট্রীয় সহায়তা লালিত টেলিভিশন আল জাজিরা। প্রতিবেশীদের সম্পর্ক ছিন্নের ঘোষণার প্রতিক্রিয়ায় কাতার বলেছে, যে সব অভিযোগ তুলে প্রতিবেশীরা ওই সিদ্ধান্ত নিয়েছে, তা ভিত্তিহীন। কাতারকে কব্জায় নিতেই এই উদ্যোগ। উল্লেখ্য, কাতারের বিরুদ্ধে বিশ^ব্যাপী উগ্রপন্থা বা জঙ্গিবাদের মদদ দেয়ার অভিযোগ নতুন নয়। দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত টেলিভিশন আল জাজিরা এর আগে বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচারসংক্রান্ত ইস্যুতেও নেতিবাচক অবস্থান গ্রহণ করে এবং যুদ্ধাপরাধীদের পক্ষে জনমত গঠনের অপচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করে। আফগানিস্তানের তালিবানদের প্রতি তাদের বরাবর সমর্থন প্রদানের বিষয়টিও সর্বজনবিদিত। উল্লেখ্য, কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ঘাত-প্রতিঘাত নতুন নয়। ইতিহাস বলে যে, ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে যে অবৈধ ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, তা ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে। সেদিন থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যেদিন ইসরাইলি নিগ্রহের ঘটনা ঘটেনি। আনুষ্ঠানিক যুদ্ধের বিচারে সেখানে ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে বড় দাগের চার-চারটি যুদ্ধ সংঘটিত হয়েছে।
এসব যুদ্ধ ফিলিস্তিনি জনগণের ধ্বংস, মৃত্যু ও বিপর্যয় ডেকে এনেছে। একেকটি যুদ্ধ সম্প্রসারিত করেছে ইসরাইলি সীমান্ত। যুদ্ধের পর যুদ্ধ। নিত্যদিন যুদ্ধ মোকাবেলা করছে ফিলিস্তিনি জনগণ। নিহত হচ্ছে নারী ও শিশু। সেখানে ফিলিস্তিনি জনগণের বিক্ষোভ করাও অন্যায়! প্রতিবাদ করার অধিকার নেই তাদের। ১৫ মে ছিল ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। প্রতি বছরের মতো ইসরাইলিরা এদিন সাড়ম্বরে পালন করে স্বাধীনতা দিবস। আর ফিলিস্তিনিরা স্মরণ করে ৭ দশক ধরে আরোপিত অধীনতা, লাঞ্ছনা ও নির্যাতনের কথা। সর্বশেষ ইসরাইলি বর্বরতায় গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৬১ জন মারা গেছেন, আহত হয়েছেন ২ হাজার ২৭১ জন। তারা সবাই সরাসরি গুলির শিকার। তাদের গুলি ছোড়ার বাহানা গাজার নির্বাচিত হামাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইসরাইল ও তার প্রভু আমেরিকা অনবরত অভিযোগ করে যাচ্ছে, হামাস নারী-শিশু ও নিরীহ নাগরিকদের মানবঢাল হিসেবে নিরাপত্তা বেষ্টনী ছিন্ন করতে পাঠিয়েছে। এ অব্যাহত হত্যার বিরুদ্ধে মানবাধিকারের তথাকথিত প্রবক্তা পশ্চিমা বিশ্ব টুঁ শব্দটি করছে না, বরং তাদের সাফাই গাইছে।
সবচেয়ে নিদারুণ কষ্টের বিষয় যারা নিজেদের ইসলাম ও মুসলমানদের হেফাজতকারী দাবি করেন, তাদের সাম্প্রতিক ভূমিকা। সৌদি আরবের প্রিন্স সালমান ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরাইলের সঙ্গে তাদের গোপন যোগাযোগ ও যোগসূত্রের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সালমান গোপনে তেলআবিব সফর করেছেন- এ কথাও শোনা গেছে, যদিও প্রিন্স নিজে এটা অস্বীকার করেছেন। তবে ইসরাইলি কর্তৃত্ব আকারে-ইঙ্গিতে এর সত্যতা স্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন তেলআবিব থেকে পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নির্দেশ দেন, তখন আরববিশ্ব প্রতিবাদমুখর হয়ে ওঠে। সৌদি প্রিন্স গোপনে এটা মেনে নেয়ার জন্য সংশ্লিষ্টদের বার্তা পাঠান। আর নিজেরা মামুলি প্রতিবাদ করেন। এই প্রথমবার সৌদি আরব তার দেশের ওপর দিয়ে ইসরাইলি বিমান চলাচলের অনুমতি দেয়। প্রিন্স ক্ষমতায় আসার পর থেকে এমনসব কার্য ব্যবস্থা গ্রহণ করছেন, যা ইসরাইলের অনুকূলে যাচ্ছে। তবে এক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশের ভূমিকা, বিশেষত তুরস্ক ও ইরানের ভূমিকা প্রশংসাযোগ্য। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজায় গণহত্যার ঘটনা নিয়ে আলোচনার জন্য ১৮ মে ইস্তাম্বুলে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওআইসির প্রেসিডেন্ট তুরস্ক এই বিশেষ সম্মেলন আহ্বান করে। এরই মধ্যে ইসরাইলি কর্যক্রমের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। এছাড়া তুরস্কের প্রধানমন্ত্রী পাকিস্তান, জর্ডান, কুয়েত ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে ফোনালাপ করেছেন বলে তুর্কি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতার ব্যাপারে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ব্যবস্থার ওপর জোর দেন। ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রধান রক্ষক হিসেবে কাজ করে যাচ্ছে। স্মরণ করা যেতে পারে, ১৯৪৮ সালে ইসরাইল যখন স্বাধীনতা ঘোষণা করে, তখন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে সময় নিয়েছিলেন মাত্র ১১ মিনিট। আর সবার জানা কথা যে, ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোরের ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়া হয়। অন্যান্য পশ্চিমা রাষ্ট্র ও শক্তি দীর্ঘকাল ধরে একই নীতি অনুসরণ করে আসছে। এক্ষেত্রে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূমিকাও ছিল অভিন্ন। চীনে তখন গৃহযুদ্ধ চলায় তার কোনো ভূমিকা ছিল না। তখন সে পঞ্চ বৃহৎ শক্তির অংশও ছিল না। পরবর্তীকালে সমাজতান্ত্রিক রাষ্ট্রদ্বয় আরবদের সমর্থন করে এলেও তা ছিল রাজনৈতিক স্বার্থের পরিপূরক। তবে সাম্প্রতিক সময়ে পরিবর্তিত বৈশ্বিক সমীকরণে চীন ও রাশিয়া ক্রমবর্ধমানভাবে ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। ১৯৪৮ থেকে এ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্র ইসরাইলকে দৃঢ় সমর্থন দিয়ে গেলেও কোনো কোনো সময়ে তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ১৯৭৭ সালে এ ধরনের ভূমিকার ফলে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। প্রেসিডেন্ট ওবামা বিশেষ কিছু করতে না পারলেও কায়রো ঘোষণায় ইসরাইলি ভূমিকার সমালোচনা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মার্কিন আগ্রাসী নীতি লক্ষ করা যাচ্ছে। প্রথমত, ট্রাম্প এতদিন ধরে অনুসৃত দুই-রাষ্ট্র নীতি পরিত্যাগ করেছেন। স্পষ্টভাবেই তিনি ইসরাইলের একক রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন এবং ফিলিস্তিনিদের স্বতন্ত্র রাষ্ট্রের অধিকার অস্বীকার করেছেন। তিনি মনে করেন, ইসরাইলি একক রাষ্ট্র কাঠামোর মধ্যে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষিত হবে। দ্বিতীয়ত, পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া ছিল অনুসৃত মার্কিন নীতিতে আরও বড় ধরনের বিচ্যুতি। মার্কিন সিনেটে গৃহীত প্রস্তাবে পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করায় নীতিগত বাধ্যবাধকতা থাকলেও মার্কিন প্রশাসন এতদিন ধরে নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে এসেছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সেই ভারসাম্যের নীতি অস্বীকার করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
তার উপর আবার সৌদি আরবসহ মার্কিন আরব মিত্র দেশগুলোর ভূমিকা ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনবিরোধী ভূমিকা গ্রহণে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। স্মরণ করা যেতে পারে, প্রেসিডেন্ট ওবামা ইরানের সঙ্গে যে পারমাণবিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে, সৌদি আরব তার মধ্যে অস্তিত্বের সংকট অনুভব করে। এর প্রতিকারের জন্য ছুটে যান সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। আগে থেকেই ট্রাম্প জামাতা কুশনারের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। তীব্র মুসলিম বিদ্বেষ সত্ত্বেও মার্কিন কর্পোরেট স্বার্থে ট্রাম্প প্রথমেই সৌদি আরব সফর করেন। সেখানে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। যা হোক, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল হলে সৌদি আরব মহাসুখে বগল বাজাবে। এই সুযোগে ইসরাইল ইরানের সঙ্গে যুদ্ধ বাধিয়ে দেয়ার সর্বাত্মক উসকানি দিয়ে যাচ্ছে। ট্রাম্প এ সুবর্ণ সুযোগ হেলায় হারাতে চান না; তবে ইরান, তুরস্ক, রাশিয়া ও চীনের যে মৈত্রী জোট ক্রমেই বাস্তবতা আর্জন করছে, তাতে ইরান আক্রমণ ইরাকের মতো সহজ হবে না বলে আমি মনে করি। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান ছিল সঠিক ও ন্যায়নিষ্ঠ। এর বিপরীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা গায়ের জোরে এক ধরনের অপবাদ দিয়ে ইরানের পরমাণু ইস্যুতে তেহরানকে ব্ল্যাকমেইল করতে চেয়েছে। কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তার উপর আছে অদম্য শক্তির ইরান খ্যাতি। শুধু তাই নয়, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা বানানোর যে অভিযোগ তুলেছিল তাও শেষ পর্যন্ত প্রমাণ করতে পারে নি তারা। এমনকি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তার সর্বশেষ চূড়ান্ত রিপোর্টে বলেছে, ২০০৩ সাল থেকে ইরানের পরমাণু কর্মসূচি কখনই সামরিক দিকে মোড় নেয়নি। এতে ইরান যেমন পেয়েছে বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার ন্যায্য অধিকার, তেমনি প্রতিরোধ ও কূটনীতির মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ভিত্তি পেয়েছে। আসলে পরমাণু ইস্যুতে সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে ইরানের প্রতিরোধমূলক অবস্থান ও মিত্রদেশগুলোর সহযোগিতার কারণে। আর এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনৈতিক সফলতারও নতুন প্রমাণ তুলে ধরেছে। তেহরানের রাষ্ট্রীয় নীতি ছিল সত্যের পক্ষে অবিচল; মিথ্যার মিশেলে কূটনীতি কলুষিত হয় নি কখনো। ইরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন হিসাব চলছে- কে কী পেল, কার কী লাভ-ক্ষতি। অনেকের কাছে প্রশ্ন- এখন কী ইরান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হবে? আমেরিকা ও ইরান কী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে? ইরানের সঙ্গে চুক্তি করে আমেরিকা কীভাবে লাভবান হবে? ইরান ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা হবে এবং তা কোন পর্যায়ে যাবে? ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে রাশিয়ার সঙ্গে কী ইরানের সম্পর্ক কমে যাবে? অথবা ইরানের কাছ থেকে কে বেশি লাভবান হবে- রাশিয়া নাকি আমেরিকা? নিষেধাজ্ঞার দিনগুলোতে চীনসহ যেসব দেশ বন্ধু হয়ে ইরানের পাশে ছিল তাদের সঙ্গে ইরানের সম্পর্কের ধরন এখন কেমন হবে? আলোচনা চলছে, যে সৌদি আরব ও ইসরাইল ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে আসছিল তারা এখন কী করবে? সিরিয়া, ইরাক ও ইয়েমেন ইস্যুতে ইরানের ভূমিকা এখন কী হবে? আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে ইরান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে? প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হবে? নিজের অর্থনীতি কতটা শক্তিশালী করতে পারবে? প্রশ্ন আসছে- পরমাণু চুক্তি ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চূড়ান্তভাবে সারা বিশ্বে এর কী প্রভাব পড়বে এবং ইরান কতটা শক্তিশালী হয়ে উঠতে পারবে? এসব নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে ইরান সম্পর্কে একটা সম্যক ধারণা প্রয়োজন। কারণ ইরানের সামগ্রিক সক্ষমতা ও গুরুত্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকলে পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রভাব সম্পর্কে বোঝা সহজ হবে।
১৯৯৮ থেকে সাংবাদিকতা- লেখালেখির সূত্রতায় ইরান কালচারাাল সেন্টারের কিশোর নিউজ লেটার ও নিউজ লেটার-এ লেখার সুবাদে ইরানকে কখনোই দূরের রাষ্ট্র মনে হয়নি। মনে হয়েছে মনে হয়েছে প্রতিবেশি-সহযোদ্ধা দেশ। তার উপর ইরান মধ্যপ্রাচ্যের একটি বিশাল ভূখন্ডের দেশ। এর মোট আয়তন হচ্ছে ১৬ লাখ ৪৮ হাজার ১৯৫ বর্গ কিলোমিটার। রাজধানী তেহরান। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ। ২০১৩ সালের হিসাব অনুযায়ী ইরানের মোট জনসংখ্যা সাত কোটি ৮৫ লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪৮। মোট জনসংখ্যার শতকরা প্রায় ৯৫ ভাগ শিয়া মুসলমান, ৪ ভাগ সুন্নি এবং বাকি এক ভাগ খ্রিস্টান, ইহুদি, জয়থ্রুস্ট ও বাহাই। দেশটির মাথাপিছু আয় ১২,৮৩৩ মার্কিন ডলার তবে কোনো কোনো হিসাব মতে মাথাপিছু আয়ের পরিমাণ ১৫,০০০ ডলার। সে কারণে ইরানকে বলা হয় উচ্চ-মধ্যম আয়ের দেশ। মুদ্রার সরকারি নাম রিয়াল তবে স্থানীয়ভাবে রিয়ালকে তুমান বলা হয়। দেশটিতে শিক্ষার হার শতকরা ৯৫ ভাগের বেশি। ইরান হচ্ছে বিশ্বের সবেচয়ে বড় আয়তনের দেশগুলোর তালিকায় ১৮তম যা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনের মোট আয়তনের সমান। ইরানের পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তর-পূর্বে তুর্কমেনস্তিান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পশ্চিমে আজারবাইজান ও আর্মেনিয়া এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক। উত্তরে কাস্পিয়ান সাগরের অপর পাড়ে রয়েছে কাজাখস্তান ও রাশিয়ার মতো বৃহৎ দেশ। আর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর। সাগরের ওপারেই আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরের বিরাট এলাকাজুড়ে ইরানের সীমান্ত এবং সবচেয়ে গুরুৎপূর্ণ পয়েন্ট হচ্ছে হরমুজ প্রণালী। এ প্রণালী দিয়ে প্রতিদিন সারাবিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের বিরাট অংশ পার হয়। এ প্রণালীর বড় অংশের নিয়ন্ত্রণ ইরানের হাতে। প্রণালীর অন্য পাড়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগর থেকে বের হলেই ডানে পড়বে ওমান সাগর আর বাম পাশে থাকবে আরব সাগর যার উপকূলে রয়েছে পাকিস্তানের অবস্থান। পারস্য উপকূল ছেড়ে সামনে এগুলে পড়বে বিশাল ভারত মহাসগর যার বাম পাশে ভারত। আর ডানে গেলে এডেন উপসাগর যার উপকূলে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন দাঁড়িয়ে। এই ইয়েমেনের উপকূলে রয়েছে আরেক গুরুত্বপূর্ণ প্রণালী নাম তার বাব আল-মান্দেব। এ প্রণালীও হরমুজ প্রাণীর মতোই তেল-গ্যাস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সঙ্গে মধ্যপ্রাচ্য ও প্রাচ্যের দেশগুলোর সব ধরনের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। বলা যায়- প্রাচ্য থেকে পাশ্চাত্যে যাওয়ার একমাত্র সহজ পথ হচ্ছে এই বাব আল-মান্দেব। বিকল্প পথ খুঁজে পাওয়া মুশকিল। ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর তেমনি উত্তরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ যার নাম কাস্পিয়ান সাগর। এ দুটি সাগর ইরানকে ভৌগোলিক দিক দিয়ে বিশ্ব মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরান হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান পাহাড়ঘেরা দেশ। ককেসাস, জাগ্রোস আর আলবুর্জ পর্বতমালা ঘিরে রেখেছে সারা ইরানকে।
বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আরও একটি কারণে ইরানের সবিশেষ গুরুত্ব রয়েছে। ইরানকে বলা হয় এনার্জি সুপারপাওয়ার। ইরানের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি (শতকরা ১৫ ভাগ) গ্যাস-সম্পদের মজুদ। বর্তমানে রাশিয়ার চেয়েও ইরানে গ্যাসের মুজদ বেশি। জ্বালানি তেলের মজুদের দিক দিয়ে বিশ্বে ইরানের অবস্থান চতুর্থ। দেশটির হাতে রয়েছে সারা বিশ্বের মোট তেল সম্পদের শতকরা ১০ ভাগ। মনে করা হয় ইরানে আরও বহু এলাকা রয়েছে যেখানে তেল-গ্যাসের খনি আবিষ্কৃত হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হচ্ছে ইরান। ইরান সারা বিশ্বে এখন যেসব কারণে বিশেষ আলোচিত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর সামরিক শক্তি। সামরিক শক্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় না গিয়েও বলা যায়- ইরানের হাতে রয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য। এছাড়া আছে সাড়ে তিন লাখ রিজার্ভ সেনা। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ, যার সদস্য সংখ্যা দশ লাখের বেশি। এতে পুরুষের পাশাপাশি নারী সদস্যও রয়েছে। সব মিলিয়ে ইরান যেকোনো সময় দশ লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত সেনা মোবিলাইজ করতে পারে এবং এ সুবিধা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের জন্য রয়েছে। ইরানের হাতে রয়েছে নিজস্ব সামরিক শিল্প-কারখানা যেখানে ট্যাংক, আর্মড পারসোনেল ক্যারিয়ার, গাইডেড মিসাইল, সাবমেরিন, সামরিক নৌযান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, রাডার সিস্টেম, হেলিকপ্টার এবং জঙ্গিবিমান তৈরি করা হয়। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে- ইমাদ ও ফজরের মতো উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া ইরানের কারখানায় তৈরি করা হচ্ছে- হুত, কাউসার, জেলাল, ফতেহ,-১১০, শাহাব-৩ ও সিজ্জিল ক্ষেপণাস্ত্র এবং নানা ধরনের ড্রোন। ১৯৭৯ সালের ১১ ফেব্র"য়ারি ইসলামি বিপ্লব সফল হওয়ার পরপরই ইরান মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের বাধার মুখে পড়ে। সম্পর্ক ছিন্ন করা, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ইরানকে বাধা দেয়া তথা নিষেধাজ্ঞা আরোপের ঘটনা অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়। সে কারণে ইরানের নেতারা বিশেষ করে ইমাম খোমেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভ্যন্তরীণভাবে উন্নতি করার জন্য জোর দিয়েছেন। ফলে ইরান যেমন খাদ্য উৎপাদনে অগ্রগতি লাভ করেছে তেমনি প্রযুক্তি খাতে এগিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশগুলো যেখানে সবাই প্রায় আমেরিকা ও অন্য উন্নত দেশগুলোর ওপর নির্ভরশীল সেখানে ইরান নিজেই নিজের উন্নয়ন ঘটানোর চেষ্টায় ব্যস্ত। বিদেশি শ্রমিক ছাড়াই নিজস্ব লোকবলের ওপর ভর করে সে উন্নয়ন প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে। বিপ্লবের ৩৫ বছর পরে এসে ইরান এখন সব ক্ষেত্রে অনেকটাই নিজের পায়ে ভর করে দাঁড়াতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং ওষুধ শিল্পে বিরাট উন্নতি করেছে। ইরান এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি গাড়ি নির্মাণকারী দেশ। পরিবহন খাতে বিরাট উন্নতি ঘটিয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের ভেতরে ইরান হচ্ছে নির্মাণ, গৃহস্থালিতে ব্যবহার্য জিনিসপত্র, খাদ্য ও কৃষিপণ্য উৎপাদন, অস্ত্র ও তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনে সবচেয়ে অগ্রগামী দেশ। ২০০৯ সালের ২ ফেব্র"য়ারি ‘সাফির’ নামে সর্বপ্রথম একটি রকেট উৎক্ষেপণের মাধ্যমে ইরান সর্বপ্রথম কক্ষপথে তার কৃত্রিম উপগ্রহ স্থাপনে সাফল্য অর্জন করে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ও দেশে নির্মিত লাঞ্চারের মাধ্যমে রকেট উৎক্ষেপণে বিশ্বে যে ৭টি দেশ সক্ষম ইরান এখন তার একটি। এছাড়া, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড উৎপাদন ও পুরো ‘পরমাণু জ্বালানি চক্র’ নিয়ন্ত্রণে সক্ষম এলিট ক্লাবের সদস্য দেশ ইরান। আমি ব্যক্তিগতভাবে চাইবো- বিশ্বময় ইরানের এই অবস্থান নিরন্তর দৃঢ়তর হোক, আরো পরাক্রমশালী হয়ে উঠুক বিশ্ব মুসলমানের ঐক্যবদ্ধতা। আমেরিকাই শুধু নয়; অন্য যে কোন দেশ শত্রুতা ছেড়ে মিত্রতায় অগ্রসর হোক দেশ ও মানুষের কল্যাণে...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি