দোষ্কৃতিকারীদের আয়োজিত ‘করুণ মৃত্যুর ফাঁদ’ থেকে প্রাণে বেঁেচ থাকা যাবে এমনটি ভাবা বড়ই দুরহ। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? শুধু ‘করুণ মৃত্যুর ফাঁদ’ থেকে প্রাণে বাঁচাই নয়, বরং নির্বাচিত হলেন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের সভাপতি। স্বৈরাচার হঠানোর আন্দোলনে অগ্রণীয় ভূমিকা রাখায় রাজপথের ‘লড়াকু সৈনিক’ পদ মর্যাদায় ভূষিত হলেন। নাম লেখালেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে। এ দীর্ঘ সময়ে একবার নয়, দুইবারও নয়। বরং একাধিকবার দুর্বৃত্তদের পাতানো ‘মৃত্যু ফাঁদ’ হতে প্রাণে বেঁেচ গেলেন। বসলেন ক্ষমতার মসনদে। হলেন একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। কর্মনামায় সঞ্চয় করলেন অগণিত পুরস্কার। নিজের নামের আগে যোগ করলেন নানাবিধ উপাধি। বলছি, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। মুজিব-ফজিলাতুন্নেসার এই কন্যাকে কুচক্রিমহল ইতোমধ্যে অন্তত দুই ডজনবার মৃত্যুর ফাঁদে আটকাতে নগ্ন আয়োজন করেছিল। কিন্তু মহান সৃষ্টির্কতার অশেষ মেহেরবানিতে তিনি আজ প্রাণে বেঁচেই আছেন না বরং অনেক নামযশও কামিয়েছেন। এই ভাগ্যবিডম্বনা কন্যাকে ‘মৃত্যুঞ্জয়ী’ বিশেষণে ভূষিত করতেই মূলত আজকের নিবন্ধটির শুভ সূচনা।
আজ একটি, কাল দুইটি এমনইভাবে এক দুই করে নানা পুরস্কারে ভূষিত হয়ে সত্যি সত্যি ‘পুরস্কার কন্যা’ বনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদত্ত আন্তর্জাতিক পদকের সংখ্যা ৩৯টিতে উন্নীত হলো। গত ২৭ সেপ্টেম্বর ইউনিসেফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই পুরস্কার প্রদান করে। এর আগে ২৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ও ইমিউনাইজেশন টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো ’ পুরস্কারে ভূষিত করেন।
এছাড়া ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত ও আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ের পদক পান। সমাজসেবা, শান্তি ও স্থিতিশীলতায় অসাধারণ ভূমিকার জন্য পদক অর্জনের মাধ্যমেও তিনি সম্মানিত হয়েছেন।
আন্তর্জাতিক একাডেমিক কমিউনিটি অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে আইন, লিবারেল আর্টস, সাহিত্যসহ মানবিক বিষয়ে ৯টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শেখ হাসিনা। পাঠকদের উদ্দেশ্যে ওইসব পুরস্কারের অর্জন বিষয়ে যৎসামান্য আলোকপাত করা হলো-
লাকউইএম অ্যাওয়ার্ড : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। গত ৭ মার্চ বার্লিনে প্রধানমন্ত্রীর পক্ষে ইনস্টিটিউট অব সাউদ এশিয়ান উইমেন প্রদত্ত এ পদক গ্রহণ করেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। নারীর ক্ষমতায়ন ও দক্ষিণ এশিয়ায় অনন্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এ পদক দেয়া হয়।
ড. কালাম স্মৃতি এক্সিলেন্স অ্যাওয়ার্ড : ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৬ সেপ্টেম্বর ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিলের প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডর টি পি শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক ওই পদক হস্তান্তর করেন। ভারত-বাংলাদেশের মধ্যে ঘনিষ্ট ও পারস্পরিক সন্তোষজনক সম্পর্ক, নিজ দেশের জনগণের কল্যাণ, বিশেষ করে নারী ও শিশু এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের স্মৃতির স্মরণে প্রবর্তিত ওই পদক দেয়া হয়।
ডব্লিউআইপি অ্যাওয়ার্ড : উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) ও ইউনেস্কো প্রধানমন্ত্রীকে ‘ডব্লিউআইপি গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড’ প্রদান করে। চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় রাজনৈতিক অঙ্গনে লিঙ্গ বৈষম্য হ্রাসে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাঁকে ওই পদক দেয়া হয়।
আইপিএস ইন্টাএচি অ্যাওয়ার্ড : রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্ব ও রোহিঙ্গাদের আশ্রয়দানে দায়িত্বশীল নীতিসহ মানবিকতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিএস ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ২০১৮ স্পেসাল ডিসটিংশন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ পেয়েছেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ অ্যাজেন্সি ‘দ্যা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) এবং নিউইয়র্ক, জুরিখ ও হংকং ভিত্তিক তিনটি অলাভজনক ফাউন্ডেশনের নেটওয়ার্ক গ্লোবাল হোপ কোয়ালিশন গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে ওই দুটি অ্যাওয়ার্ডে ভূষিত করে।
গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড : বাংলাদেশে নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য নেতৃত্বদানের জন্য গত বছরের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল সামিট অব ওমেন অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভোজসভায় মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা জানায়। সম্মেলনে অংশ নেয়া বিশ্বের প্রায় ১৫শ নারী নেতৃত্বের উপস্থিতিতে গ্লোবাল সামিটের প্রেসিডেন্ট আইরিন নাতিভিদাদের কাছ থেকে শেখ হাসিনা গ্লোবাল উইম্যান’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
‘হুপে-বোয়ানি’ শান্তি পুরস্কার : শেখ হাসিনা প্রথম আন্তর্জাতিক মহলের বাড়তি মনোযোগ কাড়েন ১৯৯৮ সালে। এ বছর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘ দুই দশকের গৃহযুদ্ধের অস্থিরতার অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার অসামান্য অবদানের জন্য ইউনেস্কো তাঁকে ‘হুপে-বোয়ানি’ (ঐড়ঁঢ়যড়ঁবঃ-ইড়রমহু) শান্তি পুরস্কারে ভূষিত করে। একই বছর সর্বভারতীয় শান্তিসংঘ তাঁকে ‘মাদার টেরেসা’ পদক দেন এবং আন্তর্জাতিক রোটারি ফাউন্ডেশন (চধঁষ ঐধৎরং) ফেলোশিপ পদক প্রদান করে। ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর অ্যাওয়ার্ড হস্তান্তরকালে ইউনেস্কোর মহাপরিচালক ফেদেরিকো মেয়র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন, জাতি গঠনে আপনার পিতার অনুসৃত পথ অবলম্বন করে আপনি দেশকে শান্তি ও পুনর্মিলনের পথে নিয়ে গেছেন। দেশে শান্তি প্রতিষ্ঠায় আপনার উদ্যোগ ও নিষ্ঠা বিশ্বে শান্তির সংস্কৃতির দৃষ্টান্ত হয়ে থাকবে। ইন্দিরা গান্ধী পদক : ২০০৯ সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করে। এছাড়া তিনি বৃটেনের গ্লোবাল ডাইভারসিটি পুরস্কার এবং দুই বার সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হন।
যুক্তরাস্ট্রের পদক : রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও দূরদর্শিতার জন্য যুক্তরাস্ট্রের রানডলপ ম্যাকন উইমেন্স কলেজ ২০০০ সালের ৯ এপ্রিল মর্যাদাসূচক ‘চবধৎষ ঝ. ইঁপশ-৯৯’’ পুরস্কারে ভূষিত করে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে সম্মানজনক ‘সেরেস’ (ঈঊজঊঝ) মেডেল প্রদান করে। একই বছর ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস তাঁকে অনন্য সম্মাননা পদক দেন।
জাতিসংঘের অ্যাওয়ার্ড : ২০১০ সালে সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুর হার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘের অ্যাওয়ার্ড লাভ করেন শেখ হাসিনা।
আইসাডে অ্যাওয়ার্ড : ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অর্জনে আইসিটি’র ব্যবহারে প্রচারণার জন্য শেখ হাসিনাকে ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ দেন। দেশের উন্নয়নে তাঁর অব্যাহত অবদানের স্বীকৃতি স্বরূপ ওই পদক দেয়া হয়। একই বছর উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাঁকে রিজিওনাল লিডারশীপ পুরস্কার দেয়।
স্বয়ংসম্পূর্ণতা-শান্তিরবৃক্ষ পুরস্কার : ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি শেখ হাসিনাকে একটি সনদ প্রদান করে। খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও আইসিটি উন্নয়নে অবদান রাখার জন্য তাঁকে ওই স্বীকৃতি দেয়া হয়। একই মাসে নারী শিক্ষা প্রসারের জন্য ইউনেসকো শেখ হাসিনাকে ‘ট্রি অব পিস’ অর্থাৎ ‘শান্তিরবৃক্ষ’ পুরস্কার দেয়। এছাড়া ওই বছর গ্লোবাল সাউথ-সাউথ ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ ভিশনারি পুরস্কারে ভূষিত করে তাঁকে।
সাউথ-সাউথ অ্যাওয়ার্ড : শেখ হাসিনাকে ২০১১ ও ২০১৩ সালে দু’বার সাউথ-সাউথ অ্যাওয়ার্ড লাভ করেন। স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে ওই সম্মাননা দেয়া হয়।
ডক্টর অব লিবারেল আর্টস : ১৯৯৭ সালে যুক্তরাজ্যের অ্যালবার্টা ডান্ডি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিবারেল আর্টস এ ভূষিত করে। একই বছর পশ্চিমবঙ্গ সর্বভারতীয় কংগ্রেস তাঁকে ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি’ পদক দেয়। এছাড়া আন্তর্জাতিক লায়ন্স ক্লাব কর্তৃক ১৯৯৬-১৯৯৭ সালে তিনি ‘গবফধষ ড়ভ উরংঃরহপঃরড়হ’ পদকসহ ‘ঐবধফ ড়ভ ঝঃধঃব’ পদক লাভ করেন।
ডক্টর অব ল’ অর্জন : শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় ও জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব ল’ পুরস্কার দেয়। ১৯৯৯ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেসিকোত্তামা ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রি প্রদান করে। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’ পদক দেয়।
এছাড়াও পার্ল এস বাক অ্যাওয়ার্ড (১৯৯৯) সিইআরইএস পদক, মাদার তেরেসা পদক, এমকে গান্ধী পদক, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার (২০০৯), ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক, হেড অব স্টেট পদক, গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড (২০১১, ২০১২) ও নেতাজী স্মৃতি পুরস্কার (১৯৯৭) পান তিনি।
পিফ্রেড ডিগ্রি : ২০০৫ সালে রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদানের জন্য তাঁকে ওই সম্মাননা দেয়া হয়।
চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পদক : ২০১৫ সালে শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বৈশ্বিক পুরস্কার চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কার লাভ করেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দূরদর্শী পদক্ষেপ নেয়ায় তাঁকে ওই স্বীকৃতি দেয়া হয়। একই বছর বাংলাদেশের কৃষির উন্নয়নে অব্যাহত সমর্থন, খাদ্য উৎপাদনে সয়ম্ভরতা অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদানের জন্য আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মাননা সনদ দেয়। এছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ওহঃবৎহধঃরড়হধষ ঞবষবপড়সসঁহরপধঃরড়হ টহরড়হ (ওঞট) শেখ হাসিনাকে ওঈঞং রহ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ অধিৎফ-২০১৫ প্রদান করে।
প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন : নারী ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য ২০১৬ সালে শেখ হাসিনাকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউএন ইউমেন ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেঞ্জ’ পুরস্কার প্রদান করেন। (তথ্যসূত্র : দৈনিক সংবাদ- ১৮.০৯.২০১৯)
চ্যাম্পিয়ন অব স্কিল পুরস্কার : তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার দিয়েছে ইউনিসেফ। গত ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ কার্যালয়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ওই পুরস্কার শেখ হাসিনার হাতে তুলে দেন। (তথ্যসূত্র : ইনকিলাব- ২৭.০৯.২০১৯)
আমরা বলতে চাই, শুধু পুরস্কার কন্যা নয়, বরং টেকসই উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকারের ‘ফেরিওয়ালা’ হয়ে যেনো দেশবাসীর মুখে হাসি ফোটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এমনটি প্রত্যাশা তাঁর নিকট। টেকসই উন্নয়ন আর সরল পথে শুভ হোক মুজিব-ফজিলাতুন্নেছার ছোট্ট সেই শেখ হাসিনা আজকের নানা পুরস্কারে ভূষিত মৃত্যুঞ্জয়ী কন্যার পথচলা...
[এম. কে. দোলন বিশ্বাস, দৈনিক সংবাদের সাবেক সহ-সম্পাদক]