গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হচ্ছে। অনিয়ম করে নির্মাণকাজে দীর্ঘসূত্রতা তৈরির পথ বন্ধ করতে ঠিকাদার ও অনৈতিক কাজে জড়িতদের বাগে আনতে মন্ত্রণালয় এমন কঠোর অবস্থানে যাচ্ছে। সেজন্য মন্ত্রণালয় নির্মাণ কাজের ইজিপি বা সাধারণ টেন্ডারে চলমান সিন্ডিকেট প্রথার লাগাম টেনে ধরতে বিভিন্ন সংস্থার সর্বোচ্চ পদ থেকে শুরু করে টেন্ডারের অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার ও তাদের সহযোগিতাকারী কর্মকর্তা কর্মচারীদের কর্মকান্ডের প্রতি বিশেষ নজরদারি শুরু করেছে। টেন্ডার নিয়ে সরকারের স্বার্থ সামান্য নষ্ট হলে, আর তা প্রমাণিত হলে ওই কর্মকর্তা কর্মচারী বা ঠিকাদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। পাশাপাশি ক্ষতির অর্থ আদায় বা ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা নেয়া হয়েছে। ছোট-বড় সব স্থাপনা নির্মাণ কাজে সব ধরনের অনিয়ম বন্ধ করে সরকারের শতভাগ স্বার্থ রক্ষা করতে ও অধিক স্থায়িত্বের স্থাপনা নির্মাণের লক্ষ্যেই মন্ত্রণালয় কাজ শুরু করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বর্তমান সরকারের যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, তার সব টাকার হিসাব চেয়ে গণপূর্ত অধিদফতর ও রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষসহ পূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা সব সংস্থাকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে টেন্ডার কাজে ঠিকাদারদের সহায়তা ও অনৈতিক পন্থায় কাজ পাইয়ে দিতে সরকারের আর্থিক ক্ষতির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে দুজন কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়েছে। চিহ্নিত কর্মকতৃাদের শাস্তির তালিকায় রাখা হয়েছে। তাছাড়া দ্রুততম সময়ে আরো কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী ঠিকাদারদের অনিয়ম দূর করে টেন্ডার বাণিজ্য রোধ ও সিন্ডিকেট প্রথার লাগাম টেনে ধরতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে নিয়ম ভঙ্গ করে টেন্ডার ড্রপ, ভুয়া কাগজ দিয়ে বিল আদায়, কাজের মান বজায় না রেখে ইচ্ছামতো কাজ করে বিল আদায় চিরতরে বন্ধ করা হবে। তাছাড়া ইজিপি টেন্ডারেও সিন্ডিকেটের থাবা বন্ধ করতে বিশেষ নজর দেয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে কোন কোন ঠিকাদার এসব অনিয়মের সঙ্গে যুক্ত, এমনকি তাদের সহায়তাকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মকা-ও নজরদারি করা হচ্ছে। টেন্ডার প্রক্রিয়ায় যে কোন অনিয়ম হলে কাউকে তদ্বির বা অনৈতিক সুবিধা প্রদানের চেষ্টা সরকারের সামান্য স্বার্থ নষ্ট করার অভিযোগ পাওয়ামাত্রই তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যেই এমন বেশকিছু অভিযোগের তদন্ত চলছে। অভিযোগের তদন্তে ঠিকাদার নিজে জড়িত থাকলে তার বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি আইনে মামলা দায়ের, লাইসেন্স কালো তালিকাভুক্তকরণ, এমনকি অপরাধ অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া অন্য কোন লাইসেন্স দিয়ে একই ঠিকাদার কাজ বাগিয়ে নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মূলত প্রতিটি টেন্ডার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের সিন্ডিকেট বন্ধ করা হবে।
সূত্র আরো জানায়, সাধারণ থেকে শুরু করে ছোট-বড় সব কাজের টেন্ডারেই স্বচ্ছতা আনতে সরকার ইজিপি টেন্ডারের উদ্যোগ নিলেও সেখানে চলে অলিখিত সমঝোতা। আর এসব অভিযোগ ক্রমান্বয়েই দীর্ঘ হচ্ছে। ঠিকাদারদের অনৈতিক কর্মকান্ডের সঙ্গে কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে ও কোন পদ্ধতিতে ইজিপিতে টেন্ডার নিয়ন্ত্রণ করা হয় তা বের করে কিভাবে তা বন্ধ করা যায় বা সব প্রকার দুর্বলতা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন পূর্তমন্ত্রী। গণপূর্ত মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের ভাগ ভাটোয়ারা নিয়ে টেন্ডার বাক্স ছিনতাই, অন্য ঠিকাদারদের প্রকাশ্যে অস্ত্র নিয়ে বাধা প্রদান, টেন্ডার পেতে ঠিকাদারদের মিছিল, পাল্টামিছিল থেকে শুরু করে ব্যাপক সংঘর্ষ, এমনকি খুন পর্যন্ত হতে দেখা গেছে। ক্ষমতাসীন দল বা কোন মন্ত্রীকে এ বিষয়ে তেমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। উপরন্তু অসাধু ঠিকাদারদের নিয়ন্ত্রণ করতে কর্মকর্তারাও সরাসরি সহায়তা করেছেন। তবে স্বাধীনতার পর বর্তমান সরকারের এই মেয়াদে প্রথমবারের মতো নক্সার ব্যত্যয় ঘটানো ও অনুমোদনহীন এফআর টাওয়ার নির্মাণের মামলায় ৬২ কর্মকর্তা ঠিকাদারসহ ভবন মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়ের করেছে দুদক। এছাড়া পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে ভয়ানক দুর্নীতি অতি দ্রুত তদন্তের মাধ্যমে পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীসহ ক্ষমতাধর তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এদিকে এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, গণপূর্ত অধিদফতর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার টেন্ডার প্রক্রিয়ায় যুক্ত সব সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে। টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথা টেন্ডার বাণিজ্য রোধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে। সংস্থাগুলোর দেয়া কাজের তথ্যে ও বাস্তবে গরমিল পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে। টেন্ডারে কোন প্রকার সিন্ডিকেট থাকতে দেয়া হবে না। কাউকেই ছাড় দেয়া হবে না। একসময় এ মন্ত্রণালয়ে বড় বড় কাজ পেতে ঠিকাদাররা কর্মকর্তা-কর্মচারীদের প্রভাবিত করতে ও একে অপরের মধ্যে কাজ পাওয়ার স্বার্থ নিয়ে রাজউক, গণপূর্তসহ বিভিন্ন স্থানে মিছিল পাল্টামিছিল ও টেন্ডার ছিনতাইসহ সবসময়ই সংঘর্ষে জড়াত। কিন্তু ভবিষ্যতেও কোন ঠিকাদার নিজেদের স্বার্থে সরকারের স্বার্থ নষ্ট করতে বা কাজের গুণগত মান বজায় না রেখে নির্মাণ কাজ করবে, তাদের কোনক্রমেই ছাড়া হবে না। তাদের এসব অন্যায় আবদার এমনকি ঠিকাদারদের কাজের বিল বন্ধ করাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।