সীমাহীন শোষন, লুন্ঠন, নির্যাতন ও বঞ্চনার পরাকাষ্টা থেকে মুক্তির লক্ষ্যেই মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়ে থাকে। তখন বুকে হানাদার জল্লাদদের পিস্তল, রিভলবারের গুলি, বেয়নেট জেনেও তদানীন্তন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রধান বিচারপতি বি.এ সিদ্দিকি কুলাঙ্গার, হানাদার ও জল্লাদ টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে শপথ গ্রহণ করাননি। ইতিহাসে দেশপ্রেমিক হিসেবে আজও বিচারপতি বি.এ সিদ্দিকি এদেশের মানুষের কাছে অমর হয়ে রয়েছেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচারপতি বি.এ সিদ্দিকি ঢাকার কোনো এক অনুষ্ঠানে বলেছিলেন, দুর্নীতিবাজ ও মাফিয়ারা যেভাবে নতুন করে মাথার ওপর চেপে বসেছে, এসব থেকে দেশের মানুষের মুক্তি না আসলে এত ত্যাগ ও অর্জন ধূলায় লুন্ঠিত হয়ে যাবে। পরবর্তী সময় বিচারপতি আবদুর রহমান চৌধুরী ঢাকার সিরডাবে অনুষ্ঠিত সূধী সমাজের এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশের ভালো লোকগুলো আজ বড় অসহায়। খারাপ লোকগুলো মাথার উপর চেপে বসেছে। দুর্ধর্ষ ও খুনী মামলার আসামী গালকাটা কামাল ও ইমদুকে মন্ত্রীর বাসা থেকে গ্রেফতার করা হয়। যা কোনোমতেই কারও সহ্য করার মতো নয়।
সমাজ বিজ্ঞানীরা মনে করেন, আইনের শাসনের দুর্বলতার সুযোগে লোভ, লালসা, অভিলাষ, বিলাসী জীবনযাপন ও উচ্চাকাংখা থেকে দুর্নীতির শুরু। প্রাথমিক অবস্থাতেই দুর্নীতিরোধ করার ব্যবস্থা না করা হলে দাবানলের মতো দুর্নীতি সামনে এগিয়ে যায় বলেও তাদের অভিমত। দুর্নীতি সমাজের সাধারণ লোকদের করার সুযোগ থাকে না। যদি কোনো সাধারণ মানুষ ও মসজিদের ইমাম বলে, আমি দুর্নীতি করি না তা দেখার বিষয় নহে। কারণ তাদের দুর্নীতি করার মতো তেমন সুযোগ নেই। যারা সমাজে ক্ষমতাধর এবং যাদের আষ্টেপিষ্টে ক্ষমতাধরদের ছায়া ও আশির্বাদ রয়েছে তাদের মধ্যেই সমাজে আইন নিজের হাতে তুলে নেয়। তারাই অপকর্ম ও দুর্নীতিতে সিদ্ধহস্ত।
এ প্রসঙ্গে সাবেক সেনাকর্মকর্তা ও বিশিষ্ট কলামিস্ট এ.কে.এম শামসুদ্দিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তৃতায় অংশ বিশেষ উদ্বৃতি হিসেবে তার নিবন্ধে উপস্থাপন করেছেন (যুগান্তর ১৯ আগস্ট ২০১৯ ইং)। তাতে তিনি লিখেছেন, ‘এত চোরের চোর, চোর কোথা থেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানিরা সব নিয়ে গেছে জ্বালিয়ে পুড়িয়ে লন্ড ভন্ড করে দিয়ে গেছে। কিন্তু এ চোরগুলো রেখে গেছে আমার কাছে। এ চোরগুলো নিয়ে গেলে বাঁচতাম।
দেশ স্বাধীন হওয়ার পর দেশের বেলুনিয়া সীমান্ত দিয়ে এদেশের মূল্যবান সম্পদ মাফিয়ারা ভারতে পাচার কালে মেজর জলিল তা রুখে দাঁড়ায়। এর কিছুদিন পর পল্টনের জনসভায় ন্যাপ প্রধান মাওলানা ভাসানী হুংকার দিয়ে উচ্চারণ করেছিলেন,
‘ভালো করে সীমান্ত পাহাড়া দাও। আমার দেশের সোনাদানা ও মূল্যবান সবকিছু মাফিয়ারা নির্বিঘেœ ওপারে পাচার করে দিচ্ছে। ওদের ধরে পাচায় আলকাতরা ও কপালে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দাও। ওদের যোগানদাররা খুবই শক্তিশালী।’ দুর্নীতির বিরুদ্ধে ১৯৭৪ সালে দ্বিতীয় বিপ্লবের নামে যৌথ অপারেশন বা জরুরী শাসন জারী করা হয়। সেই সময় দলের লোকসহ রাঘববোয়ালদের অনেকেই রেহাই পায়নি। সেই সময়ে চট্টগ্রামের ম্যান চেরু মিয়া হিসেবে আখ্যায়িত দুর্ধর্ষ চোরাকারবারীদেরকেও কোস্টগার্ড গ্রেফতার ও তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরকে সমুদ্রের গোর্কি ও টর্নেডোর মতো নাস্তানুবাদ করতে কুন্ঠাবোধ করেনি।
২০০২ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আস্তানা ছিন্ন ভিন্ন করে দেয়া হয়। সেই সময় তার দলের অধিকাংশ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ যৌথ বাহিনীর অভিযান থেকে রক্ষা পায়নি। সেই সময় কিশোরগঞ্জ অপারেশন ক্লিনহার্টের অধিনায়ক ছিলেন, লেঃ কর্ণেল ফরিদ আহমদ। তিনি এ জেলার অধিকাংশ চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করেছিলেন। যার অধিকাংশই ছিল সরকারি দল এর সহযোগী সংগঠনের কুশীলব।
এমনিভাবে রাজনৈতিক দল সমূহের অবর্তমানে ২০০৭ সালে ফখরুদ্দীন মঈনুদ্দীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করলেও এক পর্যায়ে নিজেরাই ক্ষমতালোভী ও দুর্নীতিতে আসক্ত হয়ে পড়ে। দেশের ব্যবসায়ী, শিল্পপতি, চিহ্নিত দুর্নীতিবাজ ও এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে থাকে। এই সুযোগে অনেক চিহ্নিত দুর্নীতিবাজরাও রেহাই পেয়ে যায়। ২০০৭ সালের ওয়ান ইলেভেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ঘোষণা দিয়ে যেভাবে টর্নেডো, গোর্কি ও সুনামির মতো আঘাত হেনেছিল বাস্তবে তাতে মানুষের আশা, আকাংখা ও প্রত্যাশা পূরণ হয়নি। যে কারণে ওয়ান ইলেভেনের পৃষ্ঠপোষকরা আজ দেশেই নেই। এমনকি দেশে আসার মতো তেমন সম্ভাবনা আছে বলেও মনে হয় না। তবে যে থীম নিয়ে তারা মাঠে এসেছিলেন, বাস্তবিক অর্থে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ২১ মাস যদি কিছু করে যেতেন আজ হয়তো তাদের এমন হওয়ার কথা ছিল না। এ নিয়ে হয়তো ইতিহাসই এক সময় তা তুলে ধরতে সক্ষম হবে।
২ সেপ্টেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ‘রিভিউ অব দি ইমপ্লিমেন্টেশন অব দি ইউনাইটেড নেশন্স কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন’ এর দশম সেশনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছিলেন, বাংলাদেশ সরকার দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সহিষ্ণুতার নীতি অবলম্বন করেছে। ফলে দুর্নীতির যেকোন ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে (বাংলাদেশ প্রতিদিন ৩ সেপ্টেম্বর)। গণমাধ্যমে একজন আইনজীবি চিঠিপত্রের কলামে লিখেছেন, সরকারি বিশেষ অফিসে ইটভাটার লাইসেন্স, বন্দুকের লাইসেন্স, স্ট্যাম্পের লাইসেন্স ও ব্যবসা-বাণিজ্যের লাইসেন্সের ফি ছাড়াও এলএআর বা Local Arrangement Resource ফান্ডের নামে লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় যে অর্থ নেয়া হয় তা তিনি বুঝে উঠতে পারেননি। তিনি বলেছেন, যদি এলএআর ফান্ডের বৈধতা থেকে থাকে, তা শুধু সরকারি একটি বিভাগেই বা কেন। আইন শৃংখলা রক্ষাকারী বিভাগসহ সরকারের অন্যান্য বিভাগেও তা চালু করা উচিত। আর যদি এর বৈধতা না থাকে তবে এ প্রথা কী বন্ধ করা যায় না ? তিনি আরও বলেছেন, জামালপুরের ডিসি আহমেদ কবির ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইউএনও আসিফ ইমতিয়াজের দুর্নীতি ও ন্যাক্কারজনক বেলাল্লাপনা ঘটনার যে অবতারণা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে এ উদ্যোগ প্রশংসীত। তবে অতীতের মতো এমন তদন্ত কমিশনের অনেক রিপোর্ট ও এ্যাকশন অনেক সময় আলোর মুখ দেখেনি। স্পর্শকাতর এ দুটি বিষয় যাতে অতীতের মতো হিমাগারে কোনো কারণে আটকা না পড়ে আইন আদালতের মাধ্যমে বিচারের মুখ দেখে ইহাই জন প্রত্যাশা। যদি এটাও হিমাগারে বরফে আটকে যায় তবে দুঃখ, বেদনা, জ্বালা যন্ত্রণা ও অনুশোচনার আর কিছু অবশিষ্ট নাও থাকতে পারে। দই মনে করে একবার চুন খেয়ে যেমন ভুক্তভোগীর দই দেখে ভয় হয়, তেমনি ন্যাড়া বারবার বেলতলায় যেতে চায় না। সম্প্রতি জাতিসংঘের রিভিউ অবদি ইমপ্লিমেন্টেশন অব দি ইউনাইটেড নেশন্স কনভেশন অ্যাগেইনস্ট করাপশনের দশম অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে যে আশ্বাস বাণী দিয়ে এসেছেন, দেশের মানুষ এর বাস্তবায়ন দেখতে চায়। প্রতিশ্রুতির ব্যর্থয় ঘটলে অনুশোচনার জায়গা থাকবে না।
যাক, সম্প্রতি ক্যাসিনোর দুর্গে আইন শৃংখলা বাহিনীর টর্নেডো আঘাত হানা বা অভিযান সম্পর্কে কিছু না বললেই নয়। ক্ষমতাসীন দলের যুবলীগ ও কৃষক লীগের কতিপয় নেতার ক্যাসিনোর দুর্নীতিতে র্যাবের ফলপ্রসু অভিযান দেখে সর্বস্তরে এ নিয়ে যথেষ্ট আলোচনা লক্ষ্য করা যায়। যা র্যাবের জন্য বিশাল প্লাস পয়েন্ট বলে অনেকেই মনে করে থাকে। ক্যাসিনো ক্লাব বলতে বুঝায়, অত্যাধুনিক জুয়ার সাজ সরঞ্জাম সজ্জিত কোটি কোটি টাকার জুয়া খেলার নিরাপদ স্পট। অবাধে মদপান, সুন্দরী নারীদের অভয়ারণ্য, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের লালন পালন ও অভিষেক কেন্দ্র।
ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ভূঁইয়াকে ১৮/৯/১৯ ইং বুধবার ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোতে র্যাব হামলা দিয়ে দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করে। তন্মধ্যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থাকে অনেককে। এখান থেকে জুয়ার অত্যাধুনিক সরঞ্জাম, বিদেশি মদ, অস্ত্র, ২৫ লাখ টাকা ও ডলার উদ্ধার করা হয়। পরের দিন ১৯/৯/১৯ ইং তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত যথাযথ আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে থাকে। জানা যায়, টেন্ডারবাজিসহ রাজধানীর ফকিরাপুল ও মতিঝিলের ১৭টি ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে খালেদ মাহমুদ ভূঁইয়া। তাছাড়া তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। এছাড়া তার কাছ থেকে ৪৮২ পিস ইয়াসা ও ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। প্রতিদিন ক্যাসিনোতে কোটি কোটি টাকার লেনদেন হত এবং এলাকার ভাগ বাটুয়ারা অন্যান্য নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে দেয়া হতো বলে জানা যায়। কাহাকে কাহাকে গাড়ী উপহার, পুলিশের ডিসি থেকে ওসি পর্যন্ত মাসিক হারে প্রচুর টাকা পৌঁছে দেয়া হত বলে জিজ্ঞাসাবাদে কর্তৃপক্ষের কাছে খালেদ জবানবন্দী দিয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
শফিকুল আলম ফিরোজ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০/৯/১৯ ইং কলাবাগান ক্রীড়াচক্র ক্যাসিনোতে হানা দিয়ে র্যাব তাকে গ্রেফতার করে থাকে। এখান থেকে হলুদ রংয়ের অত্যাধুনিক ইয়াবা, জুয়া খেলার অত্যাধুনিক যন্ত্রপাতি, ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২১/৯/১৯ ইং তাকে আদালতে সোপর্দ করা হলে ১০ দিনের রিমান্ডের আদেশ দেয়া হয়ে থাকে।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিকে শামীমকে ২০/৯/১৯ ইং গুলশানের নিকতনে তার কার্যালয় থেকে র্যাব গ্রেফতার করে থাকে। এ সময় তার কাছ থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১ কোটি ৬৫ লাখ টাকার স্থায়ী এফডিআর এর কাগজপত্র, ১টি আগ্নেয়াস্ত্র ও দেহরক্ষিদের ৭টি শর্টগান, গুলি ও বিদেশী মদ জব্দ করা হয়। ২১/৯/১৯ ইং তাকে আদালতে হাজির করা হলে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ ও মানি লন্ডারিং ও বিদেশে অর্থ পাচার মামলার আবেদন থাকাতে তাকে ১০ দিনের রিমান্ড দেয়া হয়ে থাকে।
ক্যাসিনো রাজ্যের স¤্রাট হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন স¤্রাটকে ধরার জন্য ২৩/৯/১৯ ইং সোমবার র্যাব বিভিন্ন জায়গায় এবং কাকরাইলে তার অফিসে হানা দেয়।
দুর্নীতি আজ দেশের সর্বত্র অপেন সিক্রেট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি দুর্নীতিবাজরা অনেক সময় টাকার জন্য খদ্দেরের পকেটে হাত দিতেও কার্পন্য করে না। তাই অনেক ভূক্তভোগীরা আক্ষেপ করে বলে থাকে, লাইসেন্স ইস্যু ও নবায়নের ব্যাপারে এলএআর বা Local Arrangement Resource যেমন নির্ধারিত রেইটসহ অবৈধ হলেও অঘোষিতভাবে বৈধ হয়েছে বলে অনেকে মনে করে। তেমনি ঘুষেরও একটা রেইট থাকলে ভালো হয় বলে অনেক ভূক্তভোগীরা মনে করে থাকে।
১৯/৯/১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে ছাত্রলীগের নতুন নেতাদের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো নালিশ শুনতে চাই না। ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। একে একে সব ধরব (যুগান্তর ২০/৯/১৯ ইং)। প্রধানমন্ত্রীর এ বক্তব্যে দেশের শ্রেণী পেশাসহ সাধারণ মানুষ খুবই আশাবাদী। মানুষ চায় শান্তি, স্বস্থি, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। একজন বিজ্ঞজন বলেছেন দেশে সম্পদ আছে, কর্মী আছে, তবে দুর্নীতি ও দুর্নীতিবাজরা সবকিছুর অন্তরায়। যদি এতকিছুর পর দুর্নীতিবাজদের কারণে আইন শৃংখলা বাহিনীর টর্নেডো আঘাতের পরও যদি ইহার কোন অগ্রগতি চোখে না পড়ে, তবে সুনামির আঘাত আসলেও আশ্চর্য হওয়ার মতো কিছু নাও থাকতে পারে। এ সমস্যা শুধু ঢাকা ও চট্টগ্রামেই নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বিস্তৃত।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট