জাতির জনকের সুযোগ্য কন্যা দেশ রতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনের পর এবার দেশ থেকে মাদক র্নিমূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি, বলেন আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গিকার করেছি এই মাদক থেকে দেশকে উদ্ধার করবো। তিনি, আরো বলেন মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়,যে ভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কাজেই মাদকের বিরুদ্ধে এবার অভিযান। এবং বলেন, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে সুন্দর জীবন পাবে সুন্দর ভাবে বাঁচবে তারা কেন বিপথে গিয়ে নিজের জীবন এবং পরিবারকে ধ্বংস করবে।
প্রধানমন্ত্রীর এই সুন্দর পদক্ষেপকে দেশবাসী ধন্যবাদ দিয়েছেন। আমরা জানি, আজকের তরুন তরুনীরাই আগামী দিনের ভবিষ্যত কর্নধার। এসব তরুন তরুনীকে সত্য সঠিক ও সুন্দর ভাবে গড়ে তোলার মধ্যে দেশ ও জাতির কল্যান নিহিত আর এই যুব বা তরুন সমাজের বিপদ আগামীতার অর্থ দেশের অনিবার্য বিপদ। যে যুবক, যুবতী, তরুন, তরুনী, কিশোর, কিশোরী সমাজ আমাদের দেশটাকে সোনার বাংলাদেশে গড়বে বা পরিনত করবে, আজ তাদের হাতে মাদক বা মাদকাসক্তি। যে তরুন সমাজের সংগ্রামের জন্য ঐতিহ্য রইয়েছে, যুগে, যুগে ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করে যারা জীবন উৎসর্গ করে, নব জীবনের সঙ্গিত রচনার ভার যাদের উপর, যারা বয়সে নবীন মন যাদের বিশ্বাসে ভরপুর, যাদের চোখে ভবিষ্যতের রঙ্গিন স্বপ্ন, যারা অন্যায়ের কাছে মাথা নতো করেনা, পুরাতনকে ভেঙ্গে নতুন কিছু গড়তে চায়। তারাই তরুন। তারুন্য স্থবির নয়, সে সদা চঞ্চল। সে পরাজয় মানতে নারাজ। আজ সেই তরুন সমাজকে শুধুু নয় আমাদের শিক্ষিত অশিক্ষিত সচেতন- অসচেতন গরিব- ধনি নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ধ্বংস করতে উঠে পরে লেগেছে আন্তজাতিক মাদক মাফিয়া চক্র। মাদকাসক্তি কি: সাধারনত যেসব দ্রব্য পান বা ব্যবহার করলে নেশা তৈরি হয় তাকে মাদকাসক্তি বলে। আবার বিশ্ব স্বাস্থ্য প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ড্রাগ হলো এমন বস্তু যা জীবন্ত জীব গ্রহন করলে তার এক বা একাধিক কার্যকলাপের ঈষৎ পরিবর্তন ঘটায়। মাদক দ্রব্যের ফলে একটি মানুষ তিলে তিলে নিঃশেষ হয়ে যায়। মাদকাসক্তির ফলে আজ যুব সমাজ লক্ষহীনা। যুব সমাজের বর্তমান যেমন বিশৃঙ্খলা পূর্ন ভবিষ্যৎ ও তেমনী আধারে ঢাকা। আমাদের যুব সমাজকে ধ্বংস করতে ধ্বংসের দানব এই মাদক বা মাদকাসক্তি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। বর্তমান পৃথিবীতে যত কঠিন এবং জটিল মারাত্মক সমস্যা রইছে তন্মধ্যে মাদক দ্রব্য হলো সব কিছুর শীর্ষে। যুদ্ধ বিগ্রহের চেয়েও এটা ভয়ংকর। কারন, যুদ্ধের মধ্যে একটি জাতিকে বা গোষ্টিকে ধ্বংস করতে চাইলে ও একবারে নিমূল করা সম্ভব নয় যা কিনা মাদকতার কারনে সম্ভাব। বাংলাদেশ এখন মাদক হিং¯্র ছোবলে আক্রান্ত অন্য ভাবে বলা যায় আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে আক্রান্ত। যার শেষ পরিনতি অনিবার্য মৃত্যু। মাদক মুক্ত করা না হলে আমাদের দেশ ও জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। মাদকাসক্ত ব্যাক্তি এবং বিভিন্ন মাধ্যমে জানা যায় মাদকাসক্ত হওয়ার বেশ কিছু কারন, যেমন: ধর্মীয় মূল্যবোধের অভাব, পারিবারিক বন্ধনের অভাব, বিষন্নতা, টেনশন রোগ, অধিক হতাশা প্রেমের ব্যর্থতা, বেকারত্ব, আর্থিক দৈনতা নীতি ও আদর্শহীনতা মানবিক মূল্যবোধের অবক্ষয়। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধাহীনতা বিভ্রান্ত কুসঙ্গ, অধিক কৌতুহল প্রবনতা, বৈবাহিক ও পারিবারিক কলহ, মাদকের সহজ প্রাপ্তি, ব্যবসায় অধিক লাভের বাসনায়, অত্যধিক অর্থশালী হওয়া, পাশ্চাৎ সংস্কৃতি, জীবনে প্রতি আস্থাহীনতা, আইনী দূর্বলতা, অবৈধ অর্থ উপাজনের আধিক্য, অপরাধ প্রবন, মৌলিক সুবিধাবঞ্চিত সামাজিক পরিবেশ, যৌবনের বিদ্রোহী মনোভাব, পারিবারিক অনুশাসন না থাকা, সন্তানকে অতিরিক্ত শাসন করা ইত্যাদি। মাদকসক্তি ব্যাক্তি কেউ কেউ ঘাতক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় অতি কষ্টে মানব সমাজে বেঁচে আছে। মাদক পান বা ব্যবহার বিভিন্ন ধরনের ক্ষতি হয় যেমন: এই মাদক জীবনী শক্তি, মস্তিষ্ক, ফুসফুস ও হৃদপিন্ডের ক্ষতি হতে শুরু করে বিশ্ব মানবের অসংখ্য অগনিত ক্ষতি করে থাকে। যেমন শারিরিক। মানসিক নৈতিক আর্থিক এবং ইহলৌকিক পরোলৌকিক, তথা মাদক ব্যবহারের ফলে ক্যান্সার, কিডনি বিকল, ঘুমের ব্যাঘাত, হাটের বিভিন্ন রোগ, স্ট্রোক, চুলপড়া, চোখে ছানি পড়া, শ্বাসকষ্ট ও পায়ের পচন, খাদ্য লালিতে ক্যান্সার, ইত্যাদি। মাদক ক্ষতি করে নিজের পরিবারবর্গের সাথী- দর্শকের, সহযাত্রী- সহপাঠীর। ও সঙ্গে অবস্থান কারী সব মানুষের। পাশের নিষ্পাপ শিশুর, গভস্থ শিশুর ও ভ্রুানের বীর্যের ভিতরের কীটের ভবিষ্যত বংশধরের এবং দেশ ও জাতির। অভিজাত এলাকা থেকে বস্তি সবখানেই মাদকের ছড়াছড়ি। এই মাদক আমাদের দেশে একদিনে প্রবেশ করেনী। সমাজের নিয়মনীতিকড়া পাহাড়া অতিক্রম করেছে এই ভয়ংকর নেশা মাদকাসক্তি। গ্রাস করে ফেলছে যুব সমাজকে। আর যুব সমাজকে মাদকাসক্তির ছোবল থেকে রক্ষা করতে এর প্রতিকার অনির্বায। মাদকাসক্তি প্রতিকারের জন্য আমাদের যা করা প্রয়োজন তাহলো : ধর্মীয় অনুভুতির জাগরণ। প্রচার মাধ্যমে আন্দোলন। দারিদ্র্যতা বিমোচন ও কর্মস্থান, ইচ্ছা শক্তি,মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, পারিবারিক শান্তি, মাদকের সহজলভ্যতা বন্ধ, পূর্নবাসন ব্যবস্থা,মাদক সেবন ও বিক্রিতার শাস্তিবাস্তায়ন,চোরাচালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর দক্ষ ও প্রশিক্ষন করে তুলতে হবে। চিকিৎসকের পরার্মশ, সামাজিক আন্দোলন, মাদকাসক্তি প্রতিরোধে বা প্রতিকারে মাদকের কুফল সর্ম্পকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রসার ঘটানো, জনসচেতনতা বাড়ানো ইত্যাদি।
মাদক প্রতিরোধে সব চাইতে বেশি যেটা দরকার তা হলো প্রশাসন ও জনতার ঐক্যবন্ধতার। মাদকাসক্তি সমাজ পরিবারের জন্য হুমকী স্বরুপ। পরিবারের সদস্যদের সাথে কথায় কথায় মন মালিন্য ছাড়াও অতিরিক্ত টাকা গ্রহনের জন্য বিভিন্ন উপায় বেড় করে আসক্তব্যক্তি। টাকা না পেলে ছিনতাই,খুন,র্ধষন,সহ নানানবিধি অপরাধ সংগঠিত করে আসক্তব্যক্তি। যা সমাজের অপরাধ প্রবনতার বৃদ্ধি সহ শৃঙ্খলা নষ্ট করতে যথেষ্ট ভূমিকা রাখে। তাই কোন পরিবার তথা সমাজ এবং জাতির জন্য মাদকাসক্ত ব্যক্তি অভিশাপ। মাদকাসক্তি রোধে গুরুত্বপূর্ণ প্রথমে পরিবারের প্রধানরাই। আপনার সন্তান আসক্ত যদি হয়েই থাকে তাহলে তাকে কখনো অবহেলা, ঘৃর্নার চোখে দেখবেন না প্লিজ। জানার চেষ্টা করুন আপনার সন্তান কেন মাদকের ছোবলে আক্রান্ত ? তাকে বুঝানোর চেষ্টা করুন, সে ভুল পথে চলছে। তার সাথে আপনী শেয়ার করতে পারেন আপনার আশেপাশের মাদক আসক্তব্যক্তির শেষ পরিনতি কী হয়েছে। আপনার পজিশন নিয়ে তার সাথে গল্প করুন, তাকে বুঝানোর চেষ্টা করুন, তাকে আরো বড় হতে হবে। অনেক সময় দেখা যায় মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরেও সামাজিক নিগ্রহের শিকার হন। যে কারনে সে সমাজ বিচ্ছিন্নতায় ভোগে। এজন্য সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। কারন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন পূর্নবাসন প্রক্রিয়ার একটি অনুষঙ্গ। তাই আসুন আমরা সবাই মাদকাসক্তি প্রতিরোধে র্সবস্তরের জনসাধারণ ঐক্যবদ্ধ হই,জাগ্রত হই,আন্দোলিত হই, সরকার- প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহযোগীতা করি এবং মাদককে না বলি। ইনশাআল্লা পূরণ হবেই প্রধানমন্ত্রীর অঙ্গিকার,মাদক থেকে দেশকে করবো উদ্ধার।