খড়াব রং ঐবধাবহ, Heaven, Heaven is love অর্থাৎ প্রেমই স্বর্গ এবং স্বর্গই প্রেম। প্রেম ও ভালোবাসাকে কেন্দ্র করে আদিকাল থেকে রয়েছে অজ¯্র কিচ্ছা, কাহিনী, গল্প, কবিতা, নাটক, সিনেমা ও উপন্যাস। লাইলী মজনু, শিরি ফরহাদ, জুলেখা, মনসুর, চন্ডিদাস এবং চন্দ্রাবতীকে ঘিরে রয়েছে বেদনাবিদূর কাহিনী। তাতে দেখা যায় শত বাধা বিপত্তির মধ্যে প্রেম ও ভালোবাসা যেমন অবিনশ্বর, তেমনি প্রেমের মরা জলে ডুবে না। এমনিভাবে প্রেম ও ভালোবাসা নিয়ে রয়েছে ব্ল্যাকমেইলিং ও প্রতারণা। তেমনি প্রেম ও ভালোবাসার নিরিখে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার ফাঁদে পড়ে অহরহই ঘটছে আত্মহত্যা ও আত্মহননের ঘটনা। সম্প্রতি নিউইর্য়ক টাইমসের এক সংবাদে দেখা যায়, ৮৫ বছরের এক মহিলা ১০০ বছরের এক পুরুষের সাথে প্রেমে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রীতিমত ঘর সংসার করছে।
এক সময় চট্টগ্রাম জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) এবং পরবর্তী সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুরের ইউএনও আসিফ ইমতিয়াজ ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়–য়া শিক্ষার্থীকে সরল বিশ্বাসে বিয়ে প্রলোভনে প্রেমের নামে ব্ল্যাকমেইলিং, প্রতারণা, নীচক নির্লজ্জ ও বেলাল্লাপনা করেছে। যা ভন্ডামীরই নামান্তর। তাছাড়া এর সাথে যুক্ত রয়েছে প্রেমিকাকে ব্যাংক থেকে লোন পেয়ে দেয়ার নামে ব্ল্যাকমেইলিং ও প্রতারণা ভিশন।
সম্প্রতি আপত্তিকর ভিডিও ভাইরালে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবির সমালোচিত ও আলোচিত হয়ে থাকে। ভিকটিম জামালপুর ডিসি অফিসের নারী সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা যদিও গণমাধ্যমকে বলেছে, ডিসি স্যারের কোনো অপরাধ নেই। অনেকে মন্তব্য করে বলেছে, যদি ডিসি অফিসের এ নারী সহকারী আগেভাগেই উক্ত ডিসির স্ত্রী হিসেবে মর্যাদা পেত তবে জামালপুরের ডিসিকে দোষারূপ করার মতো হয়তোবা সুযোগ থাকতনা। যেহেতু অফিস সংলগ্ন ডিসির বিলাস বহুল কক্ষে লালবাতি জ্বালিয়ে নারী অফিস সহকারীর সাথে নির্লজ্জ ও আপত্তিকর কান্ড ঘটানো হয়েছে এবং এ ঘটনার আপত্তিকর ভিডিও প্রকাশ হয়েছে সে জন্যই হয়তো জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবির আইনের কাছে আটকা পড়ে গেছে। যদিও এখন এ ঘটনা শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ পরাহত। ইতোমধ্যে তাহাকে জামালপুর থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। তদোপরি তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রেম প্রতারক ইউএনও’র বিরুদ্ধে প্রেমিকার নালিশের কথাশুনে অনেকেই ইউএনও আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে মন্তব্য করতে দ্বিধা সংকোচ ও কুন্ঠাবোধ করছে না। অনেকেরই মন্তব্য প্রেম ও ব্যাংক লোনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা বা ব্ল্যাকমেইলিং করে উক্ত ইউএনও যে সর্বনাশা কাজটি করেছে সে সারা দেশের ইউএনওদের ভাবমূর্তিকেই শুধু হেয় করেনি বরং উপজেলা প্রশাসন ও প্রশাসন ক্যাডারের ভাবমূর্তিকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছে।
জানা যায়, একবার আপত্তিকর এ ধরণের কাজের প্রেক্ষিতে যথারীতি দুইজনকে আইনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়ে থাকে। জনৈক বিচারক নাকি জনাকীর্ণ আদালতে জিজ্ঞাসা করে জানতে চেয়েছিলেন, তোমরা দোষী না নির্দোষ। তখন একজন বলেছিল, হুজুর আমি নির্দোষ। অন্যজন বলছিল, মাননীয় আদালত আমি দোষী। ইহা শুনে বিচারক নাকি বলেছিলেন, বাপের বেটা বাঘের বাচ্চা। তেমনি বাস্তবতার আলোকে নিজের অপরাধ স্বীকার করে নেয়া দোষের কিছু নেই। তবে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় চুরি আরও সিনাজুরি। যেন অপরাধটাই অনেকের কাছে বাহাদুরী বলে মনে হয়।
চাকরিতে বিসিএস পদমর্যাদায় বিসিএস প্রশাসন ক্যাডার পদ পদবিটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক। তদোপরি বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে কর্মে যোগদান করে ধাপে ধাপে এনডিসি, এসিল্যান্ড, এলএও, ইউএনও, এডিসি, ডিসি, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও পরিশেষে সচিব পদে পদোন্নতির সুযোগ রয়েছে তাদের। এছাড়া অন্যান্য বিভাগেরও পদ পদবীতে বিসিএস প্রশাসন ক্যাডারদের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও’র গুরুত্ব, ক্ষমতা ও পরিধিকে কোনো মতেই খাটো করে দেখার অবকাশ নেই। তবে এর মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের অনেককে দেখা যায়, যথেষ্ট সহানুভূতিশীল, মহানুভব ও জনবান্ধব। আবার অনেকের হাবভাব, আচার, আচরণ ও অনৈতিকতা দেখে মনে হয়ে থাকে ওরা যেন অন্যগ্রহ থেকে মত্যের মাটিতে নেমে আসা সসার, ভিনদেশী আজব প্রাণী, কোন অবতার বা প্রেতাত্মা।
ওদের মধ্যে এমনও রয়েছে যারা মানুষকে মানুষ মনে করতে চায় না। ওরা প্রজাতন্ত্রের সেবক হলেও অনেক সময় প্রজাতন্ত্রের শাসক ও দেবতাতুল্য মনে করতে কুন্ঠবোধ করেনি। যদিও বিসিএস বিভিন্ন পর্ষদের ক্যাডারে রয়েছে বিসিএস (জুডিসিয়াল) বিসিএস (পুলিশ), বিসিএস (প্রকৌশল), বিসিএস (স্বাস্থ), বিসিএস (শিক্ষা)সহ আরও অনেক স্তরের বিসিএস কর্মকর্তা। তন্মধ্যে লক্ষ্য করলে দেখা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের অনেকেই একটু ব্যতিক্রম ও ক্ষমতার দাপটে ভিন্ন ধর্মী। ভূক্তভোগীদের মতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এ ধরণের অসংখ্য উপমা ও উদাহরণের যেন শেষ নেই। অনেক সময় ব্রিটিশ ও পাকিস্তানী শাসন আমলের প্রশাসনিক চালচিত্রও স্বাধীন দেশের মানসপটে ভেসে ওঠে। ফলশ্রুতিতে জনগণের ব্যাথা, বেদনা ও জ্বালার শেষ থাকেনি।
কলেজের এক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মন্তব্য করে বলেছেন, এক সময় উপজেলা ভূমি কর্মকর্তার (এসিল্যান্ড) সঙ্গে তার যথেষ্ট সখ্যতা গড়ে ওঠে। পরবর্তী সময় এই কর্মকর্তা ইউএনও হয়। তৎপরবর্তী সময় তিনি কোনো এক জেলার এডিসি হলে এই কর্মকর্তার সাথে তার দেখা হলে, হাবভাব দেখে মনে হয়েছে যেন জেলার এডিসি নয়, ব্রিটিশ আমলের কোনো পরগনার জমিদার। তারপর উক্ত কলেজ শিক্ষক মন্তব্য করে বলে থাকেন, এই কর্মকর্তা কোনো জেলার ডিসি বা সচিব পদোন্নতি পেলে জনগণ ও দেশের কী উপায় হবে, তা তিনি ভেবে পাননি। তিনি আক্ষেপ করে বলে থাকেন, এ ধরণের লোকগুলো অনেক সময় পদপদবীর ভারে অতীতের সবকিছু বেমালুম ভুলে যেতেও দ্বিধা সংকোচ বোধ করে না। এমনকি অনেক সময় নিকট আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক, ভাই বোন ও মাতা পিতার পরিচয় দিতেও নিজেকে ছোট বা হেয় মনে করে থাকে। শিক্ষক মহোদয় বেমালুম ভুলে যাওয়া এ কর্মকর্তার নাম পদ পদবী ও পোস্টিং বলতেও দ্বিধাবোধ করেনি। যদিও এই কর্মকর্তার পদ পদবী ও পোস্টিংয়ের কথা ভেবে এ ব্যক্তির আদ্যোপান্ত এ নিবন্ধে প্রকাশ করা হয়নি। যদিও তা প্রকাশ করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো নহে।
৫ সেপ্টেম্বর প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে অবিশ্বাস্য হলেও সত্য ও চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের এক কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এ কর্মকর্তার নাম আসিফ ইমতিয়াজ। বর্তমানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পরিচিত। ঘটনার সময় চট্টগ্রাম ডিসি অফিসের ভূমি অধিগ্রহন কর্মকর্তার পদে (এলএও) কর্মরত ছিলেন। এমনিভাবে গত বছরে কিশোরগঞ্জ জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) সেতাফুলের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের ব্যাপারে দুদক মামলা করলে সেতাফুলকে আটক করে কারাগরে প্রেরণ করা হয়। তার সাথে নাকি আরও জড়িয়ে রয়েছে কুশীলব ও নাটের গুরু। এদিকে ইউএনও আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষার্থীর প্রেম প্রতারণা ও ব্যাংক একাউন্টে ব্ল্যাকমেইলিং অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি কেঁচু খুঁড়তে গিয়ে রীতিমতো চাঞ্চল্যকর তথ্যের নাকি সন্ধ্যান পেয়েছে। যা বলিউডের সিনেমার গল্পকেও হার মানায়।
প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সূত্র থেকে জানা যায়, আয় বহির্ভূত অঢেল সম্পদের কারণে এ কর্মকর্তা ভারসাম্য হারিয়েছে। নিজের অফিসিয়াল মর্যাদা সুরক্ষার কথা বেমালুম ভুলে গিয়ে বিয়ে বহির্ভূত অনৈতিক সম্পর্কে নিজেকে জড়িয়েছে। যাকে নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া ফ্ল্যাট ও আবাসিক হোটেলে কাটিয়েছে। পরিশেষে ভূক্তভোগী নারীর সঙ্গে প্রতারণা ও জালিয়াতি বা ব্ল্যাকমেইলিং করতে গিয়ে ধরা পড়ে। যার রয়েছে ভূক্তভোগীও প্রতারিত উক্ত প্রেমিকার হাতে ফোনালাপের কল রেকর্ড। যা যে কারও অবাক ও বিষ্মিত হওয়ার মতো ঘটনা। যা ৫ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে দুই জনের ১৯ মিনিটের কথোপকথনের অডিও থেকে তুলে ধরা হয়।
জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গত বছরের জুন থেকে চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) পদে কর্মরত থাকা অবস্থায় চট্টগ্রামের কদমতলী শাখায় একটি ব্যাংকে একাউন্ট খুলে কয়েকমাসে মোটা অংকের লেনদেন করে এলএও (ইউএনও) আসিফ ইমতিয়াজ। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে না করার ছলচাতুরীর কারণে বিষয়টি নিয়ে প্রেমিকার সঙ্গে বিরোধ বাধলে ব্যাংকে গোপন লেনদেনের বিষয়টি প্রকাশ হয়ে যায়। ভূক্তভোগী নারী প্রতিকার চেয়ে ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করে। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে কমিটি জানতে পারে, আয় বহির্ভূত লাখ লাখ টাকা ব্যাংকে রাখার জন্য সে একজন নারীর নামে স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রামের কদমতলী শাখায় একটি ব্যাংক হিসাব খোলে। যার নম্বর ২০৪৩৩০০৩৫৬। দেখা যায়, যে প্রতারিত ভূক্তভোগী নারী তার বিরুদ্ধে অভিযোগ এনেছে তার সম্মতি ছাড়াই ইউএনও আসিফ ইমতিয়াজ ব্যাংক হিসাব খুলেছে।
তখন উক্ত নারীর সাথে ঘনিষ্টতা সাপেক্ষে আসিফ ইমতিয়াজ ব্যাংক থেকে ঋণ নিয়ে দেয়ার কথা বলে ভোটার আইডিসহ যে সমস্ত কাগজপত্র নেয়া হয় তা সংযুক্ত করে জাল স্বাক্ষরের মাধ্যমে হিসাবটি খোলা হয়েছে। এ সম্পর্কে উক্ত নারী জানায়, আসিফের সাথে তার সম্পর্ক হয় ২০১৮ সালের মে মাসে। এরপর থেকে কর্ম সংস্থান ব্যাংক থেকে তাকে ঋণ পাইয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও আইডি কার্ড নেয়া হয়। পরবর্তী সময় তার চালাকি বাটপারি জানতে পেরে নিজের নিরাপত্তার জন্য উক্ত নারী তেজগাঁও থানায় ৩ এপ্রিল ২০১৯ ইং একটি সাধারণ ডায়েরী করে থাকে। যার জিডি নং- ১৩০।
জানা যায়, ইউএনও আসিফ ইমতিয়াজকে ইতোমধ্যে বদলী পূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গুরুতর অসদাচরণের কারণে জামালপুরের ডিসি আহমেদ কবিরের মতো থাকে ওএসডি (ঙভভরপবৎ ড়হ ংঢ়বপরধষ ফঁঃু) করার কথা থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সহকারী নিয়ন্ত্রক হিসেবে বদলী করা হয়। এদিকে এ বিষয়ে ০৫/৯/১৯ ইং যমুনা টিভিতে তা প্রচারিত হলে ব্যাপক আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়। ইউএনওকে ওএসডি না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী করায় ভূক্তভোগী নারী তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। সূত্রে জানা যায়, ০৮/৯/১৯ ইং রোববার, উক্ত ইউএনও আইসিটি বিভাগের সহকারী নিয়ন্ত্রক হিসেবে যোগদান করতে গিয়ে প্রত্যাখাত হয়ে ফিরে আসে। আরও জানা যায়, আইসিটি বিভাগের সচিব কোনো অবস্থাতেই ইউএনও আসিফ ইমতিয়াজকে এ দফতরে গ্রহণ করবেন না। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে এবং তারা বুঝবেন বলে মন্তব্য করে থাকেন।
এ ঘটনাটি স্বচ্ছ তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া উচিত বলে ভূক্তভোগী প্রতারিত প্রেমিকা নারীসহ দেশের অনেকেরই অভিমত। এসব ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও বাড়তে থাকবে বলে দেশের সমাজ বিজ্ঞানী ও সমাজ সচেতন বিজ্ঞজনরা মনে করে থাকেন। জানা যায়, ডেঙ্গুর বিরুদ্ধে যথাসময়ে পদক্ষেপ না নেয়া ও এডিস মশার ভেজাল ও অকার্যকর ঔষধ ছিটানোর কারণে এডিস মশা বুলেটপ্রুফ হয়ে গেছে। তেমনি এ ধরণের কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও শাস্তি গ্রহণ না করা হলে ওরা এ ধরণের কর্মে আরও উৎসাহিত হবে। ডেঙ্গুর এডিস মশার মতো বুলেট প্রুফই (ইঁষবঃ ঢ়ৎড়ড়ভ) নয়, ফুলে ফেঁপে হস্তী হয়ে যাবে বলে অনেকেই মনে করে থাকে।
প্রেম ও ভালোবাসার নামে এ প্রতারণা, ব্ল্যাকমেইলিং ভিশন কমছে না বরং দিনের পর দিন দাবানলের রূপ নিচ্ছে। প্রেম প্রত্যাখ্যাত ইউএনও আসিফ ইমতিয়াজের মতো লোকদের প্রতারণায় পড়ে অনেকেই আত্মহত্যা ও আত্মহননের দিকে সুনামির মতো সামনে ধাবিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের একটাই উপায়, যথোপযুক্ত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। দেশের জনগণ একটার পর একটা এ ধরণের নির্লজ্জ, বেশরমা, প্রেমের নামে প্রতারণা ও ব্ল্যাক মেইলিং আর দেখতে চায় না। মানুষ চায় আইনের যথাযথ প্রয়োগ ও প্রতিষ্ঠা। আইন ও বিচার বিভাগের প্রতি দেশের মানুষ যথেষ্ট আস্থাশীল।
যদি কোনো কারণে মানুষের আস্থা ও বিশ্বাসের কমতি হয়, তবে তা ফিরিয়ে আনতে শ্রম, সাধনা ও কষ্টের সীমা, পরিসীমা থাকে না। ইতিহাসে রয়েছে এর ভুরি ভুরি প্রমাণ ও উদাহরণ। নিরপেক্ষ শাসন, প্রশাসন, আইন ও বিচার বিভাগ জাতির মেরুদন্ড। তদোপরি দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে যেকোন দেশের নিরপেক্ষ শাসন, প্রশাসন, আইন ও বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে রাজনীতিক, শ্রমজীবি, পেশাজীবি, কর্মজীবি, বুদ্ধিজীবি, সাংবাদিক, সাধারণ মানুষ কোনো অবস্থাতেই জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবির ও তাহিরপুরের ইউএনও আসিফ ইমতিয়াজের মতো নির্লজ্জ, বেশরমা, অপরিনামদর্শীদের আর দেখতে চায় না। দেশের মানুষ প্রত্যাশা করে বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। যা দেখে অনেকেই যেন সাবধান হয়ে যায়। আর যদি এর অন্যথা মিলে তবে হয়তো দুঃখ, বেদনা, অশ্রু ও জ্বালা যন্ত্রনার আর কিছু অবশিষ্ট না থাকারই কথা।
এ.কে.এম শামছুল হক রেনু
লেখক কলামিষ্ট