এই পৃথিবীর সবচেয়ে বড় চির হরিৎ বন আমাজন যা “ পৃথিবীর ফুসফুস” হিসেবে পরিচিত। পৃথিবীর প্রাণীকুল প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে। আর এই অক্সিজেনের শতকরা ২০ ভাগ সরবরাহ করে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তিৃত বিশাল এই চির সবুজ আমাজন বন এলাকা। পুরো অববাহিকাটি ৭০ লক্ষ কিলোমিটার। অন্য দিকে আমাদের নি:স্বরিত ২০০ কেজি মেট্রিক টন ওজনের কার্বনডাই অক্সাইড গ্রহন করে আমাদেরকে নির্মল পরিবেশে বাঁচিয়ে রাখে এই আমাজনের সবুজ বন। সেই আমাজন আজ মহা অগ্নিকা-ে আক্রান্ত গত ১৫ই আগস্ট ২০১৯ থেকে। তাই আমাজন আক্রান্ত হলে আমরাও আক্রান্ত, আমাদের ফুসফুস আক্রান্ত। সহ¯্রাধিক পয়েন্টে প্রজ¦লিত এই দাবানল হাজার হাজার মাইল বনাঞ্চল পুড়িয়ে শেষ করছে। অর্থাৎ আমাদের দমÑশ^াসÑপ্রশ^াস আক্রান্ত, প্রাকৃতিকভাবেই আমাজন এবং অন্যান্য বনাঞ্চলে, বিশেষ করে আফ্রিকা ও শুষ্ক আবহাওয়া অঞ্চলে প্রতিনিয়তই দাবানলের ঘটনা ঘটে থাকে। এই সংগে যোগ হয় মানুষ কর্তৃক চাষাবাদ ও খনন প্রক্রিয়ায় অগ্নি সংযোগের ঘটনায়। কিন্তু এবারের দাবানল ব্যতিক্রম। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের চেয়েও যেন বেশী ধ্বংশাতœক। এর অগ্নি ও ধুম্রকুন্ডলী আমাজন বনাঞ্চলকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকার আরো কয়েকটি দেশের আকাশেও বেড়াচ্ছে। এমনিতেই বর্তমান বিশে^ জলবায়ুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পানির স্তর নেমে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি ক্রমান্বয়ে দুষিত ও খারাপ হচ্ছে। তার উপর এই দাবানল যেন মড়ার উপর খাঁড়ার ঘা। আমাজন বিপন্নতো বিশ^ মানবতা বিপন্ন। তাই একে রক্ষা করা এখন বৈশি^ক দায়িত্ব। আমাজনের বনাঞ্চলের ৬০% দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলের সীমায়, বাকীটা পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়না, সুরিনাম ও ফরাসী গায়না Ñএই ৮টি দেশের অর্ন্তগত। কিন্তু চলতি এই দাবানলের জন্য ব্রাজিলকে দায়ী করা হলেও শুধু আমাজন সংশ্লিষ্ট এই ৯টি দেশ নয়, উন্নত ও বৃহৎ শক্তিসহ সবারই কর্তব্য এই মহা দাবাগ্নি থেকে আমাজনকে বাঁচান। ইতোমধ্যে সেই উদ্যোগ নেয়া হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের ডেংগু পরিস্থিতিকে প্রথম দিকে যেমন সরকারীভাবে তেমন আমলে নেয়া হয়নি, একইভাবে ব্রাজিল সরকারও প্রথমদিকে এই মহাগ্নিকে তেমন গুরুত্ব না দিয়ে সমালোচিত হয়েছে ব্রাজিল সরকার ও এর প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Tropical rain forest)। এখন সরকার এবং আন্তর্জাতিক শক্তি তৎপর হয়েছে তা নিয়ন্ত্রণে। সর্বশেষ গত ২৮সে আগস্ট চাষাবাদ বা কৃষি কর্মকান্ডের জন্য বনে অগ্নিসংযোগ করা নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল সরকার। আগুন নিয়ন্ত্রনে বিশে^র ৭টি ধনী দেশের গঠিত গ্রুপ জিÑ৭ বা গ্রুপ -৭ সাহয্যের হাত বাড়িয়েছে।
বিশে^র ২য় দীর্ঘতম ও সবচেয়ে প্রশস্ততম নদী আমাজনের অববাহিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর জন্য “শীতলীকরণ যন্ত্র”। আমাজন বন যেমন অক্সিজেনের সবচেয়ে বড় সরবরাহকারী তেমনি আমাজন নদীও প্রতি সেকেন্ডে ৫৫ মিলিয়ন গ্যালন পানি আটলান্টিক মহাসাগরে সরবরাহ করে এবং বনাঞ্চলকে তাজা রাখে। পৃথিবীর সবচেয়ে বেশী বৃষ্টিপাত অঞ্চল হল আমাজন বন এলাকা। আমাজনের বিশালতা উল্লেখ করার মত। এটি বাংলাদেশের আয়তনের ৩৮ গুন বড় এবং ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক আয়তনের। এটি একটি দেশ হলে হতো বিশে^র নবম বৃহত্তম দেশ। এই বনে রয়েছে ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এবং ৪০০ উপজাতিতে বিভক্ত ১০ লাখ ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির বাস। পশ্চিম বিশে^ উৎপাদিত / প্রস্তুতকৃত ঔষধের ২৫ শতাংশ উৎপাদিত হয় এই চির হরিৎ বন থেকে সংগৃহিত উপাদান বা ভেষজে। আমাজনে তিন হাজারের বেশী ফল জন্মে। আমাজনে এখনো ৫০টির বেশী স্থানীয় উপজাতি বাস করে যাদের সাথে আধুনিক বিশে^র যোগাযোগ বা সম্পর্ক নেই। তারা আমাজনের ১১.৮ শতাংশ জায়গা ব্যবহার করছে। একইভাবে এই বনে এমন অনেক স্থান আছে যেখানে কোন মানুষের পা পড়েনি। সমগ্র পৃথিবীতে যে পরিমান রেইন ফরেস্ট বা চির হরিৎ বন রয়েছে তার অর্ধেকই হল আমাজনে। ধান, গম, টমেটো, আনারস, আলু, কলা, গোলমরিচ, কফি বীজ, কোকো বীজসহ বিশে^র ৮০ শতাংশ খাদ্য শস্যের আদি উৎস এই বন। আবার বিশে^র সবচেয়ে ভয়ংকর প্রাণীগুলোও বাস করে এই বনে।
আমাজনের অগ্নিকান্ডের ঘটনা চিরাচরিত। কিন্তু ২০১৯ সালের মাঝামাঝি এটি রেকর্ড ভংগ করেছে। পরিবেশবাদী এবং বিশেষজ্ঞগণ আমাজনের এই দাবানল শুধুই প্রাকৃতিক প্রক্রিয়াই হচ্ছে না, এটি এখন মানব সৃষ্টি বলে মত প্রকাশ করেছেন। শুষ্ক মৌসুমে প্রাকৃতিকভাবে আমাজন ও অন্যান্য বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়। কিন্তু এবার যে সময়ে এই অগ্নিকান্ডের প্রসার হয়েছে সে সময় শুষ্ক মৌসুম বা খরা ছিল না এবং প্রচুর বৃষ্টিপাতও রয়েছে। কৃষিকাজ, খনন কাজ, জমির দখলদারিত্ব ইত্যাদি কারণে স্থানীয়রা অগ্নিকা- ঘটায়। এবারের অগ্নিকান্ডকে ব্রাজিলীয় প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে বিভিন্ন দেশ ও গ্রুপ থেকে দাবী উঠেছে। প্রেসিডেন্টের নির্বাচনকালীন ইশতেহারে উন্নয়ন প্রজেক্টসমুহের মধ্যে নূতন ভূমি দখল করে উন্নয়ন কর্মকা- পরিচালনা করার আভাষ থাকায় কৃষক Ñ ব্যবসায়ীরা উৎসাহিত হয়ে অগ্নিকা- ঘটিয়ে হাজার হাজার কিলোমিটার ব্যাপি কৃষি ও খনন কাজ করছে। বন উজাড় করে জ¦ালানী কাঠ সংগ্রহ, নূতন নূতন কৃষিক্ষেত্র তৈরী, যান্ত্রিক ও আধুনিক কৃষিকাজ করা এবং জমি দখল করার জন্য এই অগ্নিকা- সংঘটিত করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলসোনারো কতৃক গবাদিপশু পালক, ব্লগার ও রেঞ্জারদের উৎসাহিত করছেন এবং দোষীদের দায়মুক্তি ঘোষণা করেছেন বলেই অগ্নি উৎসবের এই ঘটনা ঘটেছে বলে তাঁকে দায়ী করা হয়েছে। ফ্রান্সের বিয়ারিৎসে ২৪ Ñ ২৬ আগস্ট অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তাঁকে সরাসরি দায়ী করে অর্থনৈতিক সাহায্য বন্ধের হুমকিও দিয়েছেন। অবশ্য অবশেষে জিÑ৭Ñএর সদস্যরা অগ্নি নির্বাপণে সাহায্যের ঘোষণা দিয়েছেন। সমালোচনার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের কাছেও সাহায্যের আবেদন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্যরা সাহায্যে এগিয়ে এসেছেন। এখন বিমানে করে পানি ছিটানো হচ্ছে এবং ব্রাজিল সেনাবাহিনীকেও দায়িত্ব দেয়া হয়েছে। পেরুসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য সদস্যরাও এগিয়ে এসেছে। বিশ^ নেতৃবৃন্দ এখন সোচ্চার হচ্ছেন বনাঞ্চল রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।
বিশে^র সপ্তম প্রাকৃতিক আশ্চর্যের একটি অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাজন অরণ্য বিশে^র পরিবেশগত সেবার ভান্ডার। আকার ও জীববৈচিত্র্যে এটি বিশে^র বৃহত্তম রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরন্য যা বিশ^ প্রকৃতিকে শীতল রাখার এক বিরাট আধার। বছরব্যপী প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় গাছের পাতা সব সময় সবুজ থাকে। সাধারনত: নিরক্ষ রেখা থেকে ১০ ডিগ্রি উত্তর দিকে বা দক্ষিণ দিকে যে অতিবৃষ্টি অরণ্যগুলির দেখা মিলে সেগুলিকে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য (ঞৎড়ঢ়রপধষ ৎধরহ ভড়ৎবংঃ) বলা হয়। আমাজন বনের মধ্য দিয়ে প্রবাহিত ৮৪০ কিলোমিটার দৈঘ্য আমাজন নদী একটি বিশাল নৌ-পথ। বিশে^র সুমিষ্ট পানির বিশাল উৎস এই আমাজন নদী। আমাজন নদী থেকে এত পরিমানে সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মিশে যে প্রায় ১০০ মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবনাক্ত থাকে, রহস্যে ভরা আমাজন অরণ্যে রয়েছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ, ২.৫ মিলিয়ন প্রজাতির কিটÑপতঙ্গ, ১৩৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২ প্রজাতির উভচর এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা জীবÑঅনুজীব। বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও রয়েছে Ñ পিরানহ, রক্তচোষা বাদুর, বিষাক্ত ব্যাঙ, বৈদ্যুতিক মাছ, বেরিস, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ডেংগু ফিভারের জীবাণু ইত্যাদি। হিং¯্র প্রাণীর মধ্যে রয়েছে জাগুয়ার ও এনাকোন্ডা। বিজ্ঞানী রবার্ট জে মর্লির তথ্য অনুযায়ী কমপক্ষে ৫৫ মিলিয়ন বছর ধরে আমাজন বনের অস্তিত্ব বিদ্যমান। প্রতœতাত্বিক প্রমানের ভিত্তিতে কমপক্ষে ১১,২০০ বছর পূর্বে আমাজন অঞ্চলে প্রথম বসতি শুরু করে মানুষ।
সারা পৃথিবীর জীবÑজীবনের জন্য আমাজনের বনাঞ্চল ও এই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ শীতল রাখা, জীবনের জন্য অক্সিজেনের মহা উৎস, টাটকা ও মিঠা পানির অফুরন্ত উৎস, খাদ্য, কাঠ, কৃষিকাজ ও পরিবহনের মত অসংখ্য পরিসেবা প্রদান করে আমাজন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বন এবং বনায়ন হল সর্বোত্তম প্রতিকার। আমাজন বনাঞ্চলের দেশ পেরু বিশে^র বৃহত্তম সোনা, তামা, টিন, দস্তা ও রৌপ্য উৎপাদক রাষ্ট্র। দীর্ঘকাল থেকেই আমাজন জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস ভান্ডার হিসেবে স্বীকৃত। মানুষের জীবনের প্রাকৃতিক যা কিছু প্রয়োজন তার সবই সরবরাহ করে আমাজন ও অন্যান্য বৃহৎ বনাঞ্চল। এই বন সংরক্ষণ মানে জীবন সংরক্ষণ। ফুসফুসে যখন অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় জীবন তখন বিপন্ন। আমাজনের মত বনাঞ্চল আজ বিপন্ন অস্বাভাবিক অগ্নুৎপাতের কারনে। বনাঞ্চলের হাজার মাইল পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বন ছোট হয়ে আসছে, জীবÑবৈচিত্র্য সংকীর্ণ হয়ে আসছে, খাদ্যÑঅক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। তাইতো প্রথমত: ব্রাজিল ও বন সংলগ্ন দক্ষিণ আমাজনের দেশগুলো আক্রান্ত হলেও পরোক্ষভাবে পৃথিবী আক্রান্ত। ২০% অক্সিজেনের সরবরাহকারী আমাজন ক্ষতিগ্রস্ত হলে ২০% জীবনের ক্ষতি হবে। অথচ এই আমাজনের ধ্বংশের জন্য এখন মানুষই দায়ী। বাংলাদেশের নদীÑবনÑচর দখলদারদের মত ব্রজিলÑআমাজনেও তৎপর ভূমিদস্যু। ব্রাজিল সরকার নিজেও তাদের সীমানা সম্প্রসারিত করে তথাকথিত উন্নয়ন পরিকল্পনা করছে। তাতে তাদের সাময়িক লাভ হলেও সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই জিÑ৭, দক্ষিণ আমেরিকার দেশগুলি, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক জোট তাদের ফোরামে আমাজনের অগ্নি নিয়ন্ত্রণে সোচ্চার ও তৎপর হয়েছে। তবে ব্রাজিলীয় সরকার ও জনগণের সচেতনতা ও সতর্কতা সবচেয়ে বেশী প্রয়োজন। শুধু আমাজন নয় সারা পৃথিবীতেই বনাঞ্চল রক্ষা, নূতন নূতন বনায়ন এবং শহরে Ñ নগরে গাছ Ñ পালা লাগান সংরক্ষণ করার জন্য নব উদ্যমে আন্দোলন সৃষ্টি করা প্রয়োজন।
আমাজনের বর্তমান অবক্ষয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যেন আমরা সতর্ক হই। আমাদের দেশের পরিবেশ আন্দোলন সবসময়ই সংগঠিত ও সংঘটিত করে যাচ্ছে পরিবেশবাদীরা। কিন্তু আমরা সঠিকভাবে তা মূল্যায়ন করি না এবং আমলে নিই না। বাংলাদেশে সুন্দরবন রক্ষায় পরিবেশবাদী ও অন্যান্য সহায়ক দলগুলো সোচ্চার রয়েছে সরকার অনুমোদিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও আরো কিছু শিল্প/ বিদ্যুৎ কারখানা স্থাপনের পরিকল্পনার বিরূদ্ধে যাতে বাংলাদেশের আমাজন সুন্দরবনকে রক্ষা করা যায়। একইভাবে পার্বত্য অঞ্চলে ও অন্যান্য বনাঞ্চলে যেভাবে নূতন নূতন বসতি ও শিল্পের প্রসার হচ্ছে তাতে আমাদের ফুসফুসও আক্রান্ত হচ্ছে। নদী দখল, বন দখল, রাস্তা দখল সবকিছু একই সূত্রে গাঁথা। এ বিষয়ে সরকার ও জনগণ সবাইকেই সচেতন ও সচেষ্ট হতে হবে। ক্রমান্বয়ে বাংলাদেশে এই আন্দোলন জোরদার হচ্ছে। এটি শুভ লক্ষণ শহরের মানুষ এখন ছাদে বাগান করছে, পতিত জমির সবুজায়ন করছে, সরকারিভাবে জবরদখল উচ্ছেদ করতে সচেষ্ট রয়েছে নিয়তই। আমাদের মৃতপ্রায় নদী ও বনের নূতনভাবে জীবনদান করতে পারলে আমাদের জীবনও সুরক্ষিত হবে, আমাদের আমাজন অর্থাৎ সুন্দরবন ও অন্যান্য বনাঞ্চল এবং নদী অববাহিকা রক্ষায় আমাদেরকেই সচেষ্ট হতে হবে। উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশে কমবেশী ১০ লাখ রোহিংগ্যা উদ্বাস্তু আমাদের জীবনের জন্যও হুমকি। কক্সবাজার, টেকনাফ উখিয়ায় বন, পাহাড়, নদীকে ছাপ করেই তাদের আবাস। আবার ভাসানচরের প্রস্তাবিত আবাসনও নূতন হুমকিও হতে পারে। এসবও ভাবনার মধ্যে আনতে হবে বলে মনে করি। রোহিংগ্যাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এবং মানবিক সাহায্যের সাথে সাথে আমাদের পরিবেশ অক্ষুণœ হওয়ার বিষয়েও পরিকল্পনা থাকতে হবে। রোহিংগ্যারা আমাদের ভাই। তারাও বাঁচুক, আমরাও বাঁচি। এটিই হোক আমাদের চিন্তাÑচেতনার মূল নিয়ামক।
লেখক সাবেক অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সেনা অফিসার