বাংলাদেশে স্বাধীনতার ৪৮ বছর পরও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে ছাত্র-যুব-জনতা-আবাল-বৃদ্ধ-বণিতা। দেশে বঞ্চিত, বিদেশে বঞ্চিত হচ্ছে আমাদের নারী সমাজ। দেশে বঞ্চিত হলে কোন না কোনভাবে পার পেলেও প্রবাসে বঞ্চিত হলে হতে হয় পথের মানুষ-রাতের মানুষ। প্রবাসে দিন দিন নারী নির্যাতন বেড়েই চলছে। আর সেই নির্যাতিত নারীর অধিকার আদায়ের জন যারা দেশে থেকে কথা বলছেন, আন্দোলন করছেন। সোনিয়া দেওয়ান প্রীতি তাদেরই একজন। তিনি বিভিন্ন সময় যে আন্দোলন করেছেন, আমি চেষ্টা করেছি সাথে থেকে কথা বলতে, সংহতি প্রকাশ করতে। তারই ধারাবাহিকতায় কিছু ঘটনা জেনেছি। এমন কিছু ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে। নাসিমা আক্তারের (ছদ্মনাম) বয়স ৩৫ বছর হলেও দেখে মনে হবে পঞ্চাশ ছাড়িয়ে গেছে। পায়ে ব্যান্ডেজ। সারা শরীরে নির্যাতনের চিহ্ন। ৭ মাস ১৩ দিন আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মীর কাজ করতে। পুরোপুরি সুস্থ অবস্থায় গেলেও দেশে ফিরেছেন কঙ্কালসার দেহ নিয়ে। গৃহকর্তা এবং গৃহকর্ত্রী শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, রাজিয়াকে ঠিকমতো খেতেও দেয়নি। মাস শেষে বেতন চাইলেই বেড়ে যেত নির্যাতনের মাত্রা। ৪ মাস আগে একবার বেতন চাওয়ায় তাকে তিন তলা থেকে বাইরে ছুড়ে ফেলে দেয় গৃহকর্তা। পরে পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে রাজিয়াকে হাসপাতালে ভর্তি করে। ২ মাস চিকিৎসা নেয়ার পর তার স্থান হয় বাংলাদেশ দূতাবাসের ‘সেফ হোমে’। সেখানে ২ মাস থাকার পর বৃহস্পতিবার সকালে আরও ১৭ নির্যাতিত নারীর সঙ্গে তিনি দেশে ফেরেন। তাদের দেশে ফিরতে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ততার সঙ্গে ফিরে আসা নারীরাও ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে গিয়েছিলেন। তারাও নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন শূন্য হাতে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার পর হযরত শাহজাহাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনিসহ কয়েকজন নারী এ প্রতিবেদককে নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তারা গণমাধ্যমে তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
তবে বরাবরের মত অবিরত আমি বলবো যে, শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। গত ৯ মাসে আট শতাধিক নির্যাতিত নারী শ্রমিক শুধু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আর ৪ বছরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত হয়ে ১০ হাজার গৃহকর্মী দেশে ফিরেছেন। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। আমার এমন কথার সত্যা পাওয় যাবে ফেরত আসা নারীদের ভাষ্য থেকে। তাদের মতে, গৃহকর্মীর কাজ করতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া অনেক নারীকে ‘যৌনদাসী’ মনে করে গৃহকর্তা। এ বিষয়ে মুখ খুললেই মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এমন একজন গণমাধ্যমকে বলেছেন, তার গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটে। শারীরিক অসুস্থতার কারণে তার স্বামী কোনো কাজ করতে পারেন না। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের সংসারে। দরিদ্র পরিবারের অভাব ঘোচাতে এক দালালের মাধ্যমে সৌদি আরব যান তিনি। সেখানে যেতে তার কোনো অর্থ খরচ করতে হয়নি। কারণ দালাল তাকে সৌদি নাগরিকের কাছে বেচে দিয়েছিল। ওই বাসায় নানা অজুহাতে তার ওপর চালানো হতো অমানসিক নির্যাতন। নির্যাতন সহ্য করে ৩ মাস পর বেতন চান তিনি। বেতন চাওয়াতে তিন তলা থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলে দেয়া হয়। এখন তিনি পঙ্গু হওয়ার পথে। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। সামনের দিনগুলো কিভাবে যাবে তা তিনি জানেন না। সিলেটের আরেক নারী ৩ বছরের শিশু সন্তানকে স্বামীর কাছে রেখে ৪ মাস আগে সৌদি আরবে যান। তার স্বামী একজন ভূমিহীন কৃষক। পরিবারের অভাব ঘোচাতে তিনি এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। গৃহকর্তাসহ ওই বাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তাকে প্রতি মাসে ৯০০ সৌদি রিয়াল দেয়ার কথা থাকলেও তিনি কোনো অর্থই পাননি। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় তিনি ১ মাস আগে ওই বাসা থেকে পালিয়ে যান। পরে তিনি বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নেন। ফেরত আসা অন্যরা জানান, দালালদের মাধ্যমে তারা বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ পান। চুক্তি অনুযায়ী মাস শেষে বেতন পাওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা কোনো বেতন পেতেন না। কারণে-অকারণে গৃহকর্তা, গৃহকর্ত্রী ও তাদের সন্তানরা মারধর করত। কোনো কোনো গৃহকর্তা যৌন নিপীড়নও চালাত। ঠিকমতো খেতে দেয়া হতো না। অসুস্থ হলে চিকিৎসা করানো হতো না। ভাগ্য ফেরাতে সৌদি আরব গেলেও তারা ফিরেছেন নিঃস্ব হয়ে। এমন নিঃস্ব হয়ে ফেরার পেছনে রয়েছে সরকারের সংশ্লিষ্ট মহলের অপারগতা ও অতি শঠতা। যে কারণে আজ যন্ত্রণা-নির্মম ধর্ষণে আক্রান্ত হয়ে অন্ধকারের মানুষে পরিণত হচ্ছেন নিবেদিত মায়ের জাতি। যারা মা, বোন, প্রিয়জন হওয়া স্বত্বেও প্রতিনিয়ত সহ্য করছেন যৌনদাসীর আচরণ। এই পরিস্থিতি থেকেক উত্তরণে পদক্ষেপ না নিলে হয়তো আরো অনেক মা- বোন-প্রিয়জনকে হারাতে হবে। যা আমাদের কারোই কাম্য নয়। কাম্য নয় বিধায়ই কলম ধরেছি, কথা বলছি সমাধানের দাবীতে।
আমাদের সবার জানা প্রয়োজন, মনে রাখা প্রয়োজন যে- গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার পর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অনেক নারী কর্মী। নির্যাতনের অভিযোগ সবচেয়ে বেশি আসছে সৌদি আরবে যাওয়া নারী কর্মীদের কাছ থেকে। এমন পরিস্থিতিতে প্রবাস-গমন থেকে মুখ ফেরাতে শুরু করেছেন বাংলাদেশি নারী কর্মীরা।
আমার জানা মতে, গত বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৯৫ জন নারী শ্রমিক বিদেশ গেছেন। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৯৭৫ জন। সে হিসেবে এক বছরেই নারী শ্রমিক গমন কমেছে ১৬ দশমিক ৫৯ শতাংশ। খাত সংশ্লিষ্টরা বলছেন, গৃহকর্মী হিসেবে বিদেশে পাড়ি দেয়া বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় অংশ যেতেন সৌদি আরবে। কিন্তু নির্যাতনের কারণে সম্প্রতি দেশটিতে যেতে চাচ্ছেন না তাঁরা। এর নেতিবাচক প্রভাব পড়েছে নারী শ্রমিক রফতানিতে। আর গত দুই বছরের জনশক্তি রফতানি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে প্রতি মাসে গড়ে ১০ হাজার ১৬০ জন নারী কর্মী বিদেশে গেছেন। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে এ সংখ্যা কমে গেছে ৮ হাজার ৪৭৪। সে হিসেবে গত বছর প্রতি মাসে গড়ে ১ হাজার ৬৮৫ জন নারী শ্রমিক কম পাঠানো হয়েছে। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র তথ্য মতে- গত বছর বিদেশে নারী শ্রমিক গেছেন মোট ১ লাখ ১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে সৌদি আরবে যাওয়া শ্রমিকের সংখ্যা ছিল ৭৩ হাজার ৭১৩ জন। ২০১৭ সালে সবচেয়ে বেশি নারী শ্রমিক বিদেশে যান ১ লাখ ২১ হাজার ৯২৫ জন। এর মধ্যে সৌদি আরবে যান ৮৩ হাজার ৩৫৪ জন। মূলত ২০১৪ সাল থেকেই বিভিন্ন দেশে বাংলাদেশি নারী শ্রমিক রফতানি বাড়তে থাকে। ওই বছর সৌদি আরবে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা ছিল মাত্র ১৩ জন। ২০১৫ সালে নারী শ্রমিক গমন বেড়ে হয় ১ লাখ ৩ হাজার ৭১৮ জন এক্ষেত্রে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে নারী শ্রমিক পাঠানোর প্রবৃদ্ধি হয় ৩৬ দশমিক ৪৬ শতাংশ। ২০১৬ সালে বিদেশ যান ১ লাখ ১৮ হাজার ৮৮ জন নারী শ্রমিক। এর মধ্যে সৌদি আরবে যান ২০ হাজার ৯৫২ জন। আগের বছরের তুলনায় ওই বছর নারী কর্মী গমনে প্রবৃদ্ধি হয় ১৩ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠার পর গত বছর কমতে থাকে দেশটিতে নারী শ্রমিক গমনের হার। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ২০১৮ সালেই প্রতি মাসে গড়ে ২০০ জন করে নারী শ্রমিক দেশে ফিরেছেন। একই সঙ্গে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় সেফ হোমগুলোয় গড়ে ২০০ জন করে শ্রমিক আশ্রয় নিয়েছেন। আর গত দু’তিন বছরে অন্তত পাঁচ হাজার নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এ নারীদের একটি বড় অংশই নানা ধরনের নির্যাতনের শিকার। পত্রিকান্তরে গত ১৪ জানুয়ারি এ খবর প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব থেকে নির্যাতিত নারী শ্রমিকদের দেশে ফিরে আসার বিষয়টি সেখানকার পরিবেশ সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। বিষয়টি তুলে ধরছে নারীদের জন্য দেশটিতে কাজের উপযুক্ত পরিবেশ বিশ্লেষণের প্রয়োজনের কথা। কারণ উপযুক্ত প্রশিক্ষণ ও প্রস্তুতি ছাড়াই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত নারীদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অচেনা পরিবেশে ঠেলে দেওয়ার সামিল। এ অবস্থায় বিদেশে নারী কর্মী যাওয়া ১৭ শতাংশ কমে যাওয়ার তথ্যটি আমাদের পুরো ব্যবস্থার দুর্বলতাই তুলে ধরেছে। এটা প্রকারান্তরে জনশক্তি রফতানি ও রেমিটেন্সের ওপর প্রভাব ফেলছে। সৌদি আরবে নারী শ্রমিক নির্যাতন নতুন কিছু নয়। ফিলিপাইনের সংসদীয় একটি প্রতিনিধি দল ২০১১ সালে সৌদি আরবে শ্রমিক নির্যাতনের সূত্র ধরে তদন্ত পরিচালনা করে। পরবর্তী সময়ে দেশটিতে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় ফিলিপাইন। ২০১৫ সালে ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের ২১টি দেশে শ্রমিক পাঠানোতে নিষেধাজ্ঞা জারি করে। এটি হয় ইন্দোনেশিয়ার দু’জন কর্মীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর। সৌদি আরবে শ্রমিক প্রেরণে শ্রীলঙ্কা ও নেপালেরও আগ্রহ নেই। এসব দেশ তাদের শ্রমিকদের নিরাপত্তার দিকটাকেই প্রধান করে বিবেচনা করেছে। শ্রমিক নিরাপত্তার বিষয়টিকে আমাদের দেশেরও প্রাধান্য দেওয়া দরকার। এ ব্যাপারে আমাদের রাষ্ট্রেরও সচেতনতা ও দায়িত্বশীলতার দাবি রাখে। ২০১৫ সালে সৌদি আরবে গৃহকর্মী প্রেরণের চুক্তি হয়। তাতে প্রেরিত গৃহকর্মীদের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বাস্তবে কাজে আসছে না। এমন কি সরকারের পক্ষ থেকে অসহায় শ্রমিকদের সাহায্যার্থে কোন পদক্ষেপ গ্রহণ দূরে থাক, কোন কথাও বলা হচ্ছে না। পরিস্থিতি- পরিবর্তনে সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তৎপরতা জরুরি। এছাড়া নারীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার পর বিদেশে পাঠাতে হবে বলে আমি মনে করি। যাতে করে আমার মায়েরা, আমার বোনেরা. আমার প্রিয়জনেরা প্রবাসে যৌনদাসীতে পরিণত না হয়। আলোর পথে থেকে পরিশ্রম আর চেষ্টায় গড়তে পারে প্রত্যয়ী আগামী। যে আগামীতে তিন তার উপার্জিত অর্থ দেশ-মানুষ-সংসার-সন্তান আর অপার ভালোবাসার জীবনের জন্য নিবেদন করতে পারেন...
মোমিন মেহেদী : চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ এনডিবি