ভুরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সংগঠন ভয়েজ অব পাইকের ছড়া ও গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী শাখার উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে পাটেশ্বরী হাই স্কুল থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। 'ভয়েস অফ পাইকের ছাড়া' এর প্রধান উপদেষ্টা মোর্শেদুর রহমান আনিস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ''সম্মিলিত শিক্ষক পরিষদ' ভূরুঙ্গামারী শাখার সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল। অনান্যদের মধ্যে 'ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি' র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরোয়ার, 'ভয়েস অফ পাইকের ছড়া' এর সম্পাদক মন্ডলির সদস্য মো: লিমন, 'গ্রীন ভয়েস, ভুরুঙ্গামারী শাখা'র উপদেষ্টা মো: শামীম হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বক্তব্য রাখেন।