জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয় যুব সংহতির‘ সভাপতি এ্যাডভোকটে এনামুল ইসলাম রুবেলের বাড়িতে গিয়ে আলোচনায় ঝালকাঠি কাঠালিয়া থানার ওসি মং চেংলা। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন কবির তার নিজস্ব ফেসবুক আইডিতে ‘কাঠালিয়া থানার ওসি মুনসিরাবাদ আওয়ামী লীগ ও জাপা নেতার বাসায় দুপুরের ভুরিভোজ’ শিরোনামে পোষ্ট করা একটি ভিডিও করেন। আনুমানিক ৩টার দিকে তার এ আইডিতে পোষ্ট করা ভিডিওতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কমেন্ট করে। সমালোচনার ঝড় উঠে। ভিডিও পোষ্ট করার পরে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। জানতে চাইলে কাঠালিয়া থানার ওসি মং চেংলা বলেন, আমি দুপুরে কোথাও খাইনি। আর কোথায় কি খেয়েছি, বা না খেয়েছি তা কি আপনাদের বলতে হবে? এই বলে ফোন কেটে দেন। এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, আমি ভিডিওটি দেখিনি। আর আপনাদের সাথে এমন তো হওয়ার কথা নয়। বিষয়টি আমি খোজ নিয়ে দেখছি।