পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মডেল থানাধীন ১নং বাংলাবান্ধা ইউনিয়নের জয়গীরজোত গ্রামের মহানন্দা নদীর বালুর চড়ে মার্ডার মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই হত্যা কান্ডে জড়িত মূল আসামীরা গ্রেফতার। এঘটনায় আজ বিকালে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে একটি প্রেস ব্রিফিং করে। এসময় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কনক কুমার দাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লার তদারকিতে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ একটি চৌকস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের প্রেস ব্রিফিং ও ঘটনার বিবরণে জানা যায় বাদীর বড় ভাই ডিসিস্ট জুয়েল ইসলাম এবং তার স্ত্রী আসামী মোছাঃ সেলিনা আক্তার ওরফে শ্যামলীর সাথে ২০১৭ সালে আসামী নশিরুল হক এর পরিচয় হয়। ডিসিস্ট জুয়েল ইসলাম এবং তার স্ত্রী আসামী মোছাঃ সেলিনা উভয়ের বাড়ী বোনা থানায়। তারা কাজের সন্ধানে তেঁতুলিয়া আসে। তখন থেকে ডিসিস্ট জুয়েল এর স্ত্রী আসামী সেলিনা আক্তার এর সাথে আসামী নশিরুল হক এর পরকিয়া সম্পর্ক শুরু হয় এবং তারা প্রায় ফোনে কথা বলত। ডিসিস্ট জুয়েল ইসলাম তার স্ত্রীর পরকিয়া সম্পর্কের কথা জেনে গেলে ডিসিস্ট জুয়েল ও তার স্ত্রী আসামী সেলিনা আক্তার এর মধ্যে মনোমালিন্য শুরু এবং একপর্যায়ে সেলিনা তাহার বাবার বাড়ীতে চলে যায়। এরমধ্যে সেলিনার সাথে আসামী জুয়েল এর মোবাইল ফোনে কথা বার্তা চলিতে থাকে এবং কয়েক বার আসামী নাশিফল হক সেলিনা আক্তার এর বাবার বাড়ীতে গিয়ে সেলিনার সহিত দেখা করে এবং কিছু জিনিসপত্র কিনে দেয় ও পরকিয়া সম্পর্ক চলিতে থাকে। অতঃপর ২০২২ সালে ডিসিস্ট জুয়েল ইসলাম ও তাহার স্ত্রী সেলিনা পুনরায় তেঁতুলিয়া বাংলাবান্ধা আসিয়া বাসা ভাড়া নিয় বসবাস শুরু করিলে ডিসিস্ট জুয়েল এর স্ত্রী আসামী সেলিনা আসামী নশিরুল এর সহিত যোগাযোগ করে এবং তার বাসা সহ বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্কে মিলিত হয়। একপর্যায়ে ডিসিস্ট জুয়েল তাহাদের শারীরিক সম্পর্কের কথা জেনে যায়। ফলে জুয়েল ও তার। স্ত্রী আসামী সেলিনার মধ্যে আবার ঝামেলা শুরু হয়। ফলশ্রুতিতে আসামী নশিরুল ও ডিসিস্ট জুয়েল এর স্ত্রী আসামী সেলিনা ডিসিস্ট জুয়েলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ০৭/১০/২০২৪ ইং ডিসিস্ট জুয়েল এর স্ত্রী আসামী সেলিনা ও তার পরকিয়া প্রেমিক আসামী নশিরুল হক ডিসিস্ট জুয়েলকে কৌশলে রাত ০৯.০০ ঘটিকার সময় জায়গীরজোত মহানন্দা নদীর বালুর চড়ে নিয়ে যায় এবং পরিকল্পনা মোতাবেক ডিসিস্ট জুয়েলকে ধারালো ছোরা ও লোহার রোড দিয়া ডিসিস্ট জুয়েলকে মাথা ও মুখমন্ডল, গল ও হাতে উপর্যুপরি আঘাত করিয়া হত্যা করতঃ লাশ বালুর নিচে চাপা দেয়। হত্যা কান্ডে ব্যবহৃত অস্ত্র নদীতে ফেলে দিয়া ঘটনা ত্যাগ করে। পরের দিন ০৮/১০/২০২৪ তারিখ সকাল বেলা আসামী সেলিনা আক্তার তার দুই সন্তানকে সাথে লইয় বাংলাবান্ধাস্থ ভাড়া বাসা ছেড়ে বোদা থানাধীন বাবার বাড়ীতে চলে যায় এবং আসামী নশিরুল হক তাহার নিজ এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় তেঁতুলিয়া থানাধীন বাংলাবান্ধা মহানন্দা নদীর তীরে বালুর চরে স্থানীয় লোকজন রক্তের দাগ ও আলগা বালু দেখিতে পাইয়া সন্দেহ হইলে বালু সরিয়ে মানুষের হাতের আঙ্গুল দেখে তেঁতুলিয়া মডেল থানায় সংবাদ প্রদান করে। তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বালু সরিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এসময় পুলিশের প্রাথমিক তদন্তে ক্রাইসিন পুলিশের দল লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত চিহ্ন উভয় চোয়ালের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল ও তালুর মধ্যে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন উপরের চোয়ালের দাঁতের মাড়ি ভাঙ্গা এবং মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়াও মাথার পিছনে গভীর ক্ষত চিহ্ন মাথার মগজ বাহির হয়েছে দেখতে পাই। এসময় লাশের দুই পা লাইলনের রশি দ্বারা বাঁধা ছিল। তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ অন্যান্য আইনগত কর্মকান্ড পরিচালনা করে এবং সামাজিক যোগযোগ মাধ্যমে অজ্ঞাত লাশের ছবি পোষ্ট করে বিষয়টি প্রচার করে। সেদিন বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত লাশের ছবি দেখে তাহার বড় ভাই জুয়েল এর চেহারার মত সন্দেহ হয়। এসময় তেঁতুলিয়া থানাধীন বাংলাবান্ধা এলাকায় বসবাসরত তার ভাবি সেলিনার মোবাইলে ফোন করিয়া জানিতে পারেন যে, তার বড় ভাই জুয়েল গত ০৭/১০/২৪ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাড়ী হইতে বাহির হয়। এরপর আর বাড়ীতে ফিরে আসে নাই। তাহাকে কোথাও খুজে না পেয়ে তার ভাবি সন্তানদের নিয়ে বাবার বাড়ীতে এসেছে বলে জানান। পরে উক্ত লাশটি পঞ্চগড় মর্গে গিয়ে দেখার পর তার বড় ভাই জুয়েল এর বলিয়া সনাক্ত করেন। পরে মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে ভাইয়ের হত্যার বিচার দাবী করে অজ্ঞাত ব্যক্তির নামে তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
উক্ত হত্যা কান্ডটির রহস্য উদঘাটনে এবং ঘটনার সহিত জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত পূর্বক গ্রেফতার কল্পে তেঁতুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম নিবিড় তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় কুলেস হত্যা কান্ডটির রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামী (১) মোঃ নশিরুল হক (৪২), পিতা-মৃত সলেমান আলী, সাং-জায়গীর জোত, পোঃ বাংলাবান্ধা, থানা-তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড়, (২) মোছাঃ সেলিনা আক্তার ওরফে শ্যামলী (৩৪), পিতা-মৃত হোসেন আলী, স্বামী-মৃত জুয়েল ইসলাম, সাং-কলকলী কাজীপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় দ্বয়কে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয় সোচ্ছায় ভিকটিম জুয়েলকে হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করেন বলে প্রেসব্রিফিং এ জানান।