আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
বুধহাটার বেউলা গ্রামেন আবুল হোসেন গাইনের স্ত্রী ও শিক্ষক মিজানুর রহমানের মাতা সাজেদা খাতুন (৭০) বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। শনিবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, মাওঃ আঃ আলীম প্রমুখ।