কিশোরগঞ্জের আল-আজহার মাদরাসার শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কিশোরঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আজহার মাদরাসার পরিচালক মাও. অলীউর রহমান। প্রধান অতিথি ছিলেন আখরাবাজার মদনী মসজিদের ইমাম ও উলামা পরিষদের সহসভাপতি হাফেজ মাও.মুহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ভূমি অফিসার্স কল্যাণ সমি তির জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যনি র্বাহী কমিটির সদস্য মো.আমিনুল হক সাদী, দারুল কুরআন মাদরাসার পরিচালক মাও.এমদাদুল্লাহ, আদর্শ নূরানী মাদরাসার পরিচালক মাও.আবুল কাসেম, মাও.মতিউর রহমান প্রমুখ। পরে মাদরাসার ৪২ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।