জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন ফয়সাল বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কাছে একধরনের জিম্মি হয়ে গিয়েছিলো প্রিয় বাংলাদেশ। সর্বত্রই ছিল অরাজকতা। লুটপাটের স্বর্গরাজ্য। সাধারন মানুষের জনমালের কোন নিশ্চয়তা ছিল না। খুন গুমে জীবনযাত্রা হয়ে উঠেছিল অসহনীয়। এমন নারকীয় একটা অবস্থার ভিতরে ছাত্র-জনতার গনঅভ্যুাথানে স্বৈরাচারী শেখ হাসিনার পালায়নের পর বাংলাদেশ রাহুমুক্ত হয়। হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন স্বাধীনতার পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মান তাই খুব জরুরুী। কোন অবস্থাতেই আমরা আর ফ্যাসিবাদী ব্যবস্থায় যেতে চায় না। নতুন বাংলাদেশ হবে স্বনির্ভর। আত্মমর্যদাশীল। তিনি গতকাল শনিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত,সমর্থনকারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের নিয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া রাইজিং এর প্রথম সভা অনুষ্ঠিত হয় ভেড়ামারায়। জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের অন্যতম সংগঠক মোঃ জান্নাতুল ফেরদৌস টনি’র সভাপতিত্বে এবং শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ, সংগঠক রিন্টু, ২৯ জুলাই গুলিবিদ্ধ কুষ্টিয়ার তরুণ রাজন আহমেদ, আহত যুবক তাইমুল ইসলাম, কুষ্টিয় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের অন্যতম সংগঠক মোঃ জান্নাতুল ফেরদৌস টনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে সাম্য,ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ আর সুশাসনের ভিত্তিতে গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুঃশাসন অনিয়ম আর বৈষম্যকে দূর করতে হলে জাতীয় নাগরিক কমিটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় নেতা তানজিল মাহমুদ বলেন, "বিগত কয়েক দশক ধরে সংবিধানকে ঢাল বানিয়ে এই দেশে ফ্যাসিবাদ চর্চা করা হয়েছে, সুতরাং এই সংবিধান পরিবর্তন করে জনগনের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচড়া দিতে না পারে।"