দিনাজপুরের বীরগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে মোঃ শাওন (২২)নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মোঃ শাওন উপজেলার সাতোর ইউনিয়নের বালুরচর বুড়াশীপ গ্রামের মোঃ জিয়ারুলের ছেলে।
শনিবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের ঢেপানদী স্লুইসগেট শিশুপার্কে এ ঘটনা ঘটে।
ঢেপানদী স্লুইসগেট শিশুপার্কের ফুচকা বিক্রেতা মোঃ আব্দুল্লাহ জানান, দুপুর আনুমানিক ২টার সময় তার দোকানে আটক ছেলেটি একটি মেয়েকে নিয়ে ফুচকা খেতে বসে। খাওয়ার পর তারা দক্ষিন পার্শ্বে পার্কের ভিতরে প্রবেশ করে। এর কিছুক্ষণপর মেয়েটির আত্মচিৎকারে উপস্থিত লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে।পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ধারালো ব্লেডসহ ছেলেটিকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে অভিযুক্ত ছেলেকে থানায় নিয়ে যায় এবং আহত অবস্থায় মেয়েটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানান, অভিযুক্ত মোঃ শাওনের জন্মদাতা বাবার বাড়ী পাবনায়। সে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বালুরচর বুড়াশীপ গ্রামে পালিত বাবার কাছে বড় হয়েছেন।তিন বছর পুর্বে একই এলাকার জিন্দাপীর গ্রামের মোঃ সাইদুল হকের কন্যা মোছাঃ আয়শা খাতুনের সাথে বিয়ে হয় তার। গত ৬মাসে পুর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শনিবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের ঢেপানদী স্লুইসগেটে দুজনে দেখা হয়ে যায়। এরপর দুজনে ফুচকার দোকানে ফুচকা খেয়ে শিশুপার্কের ভিতরে প্রবেশ করে। সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ শাওন তার তালাকপ্রাপ্ত স্ত্রীর গলায় ধারালো ব্লেড দিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসক ডা. ওয়ার্দাতুল আসমাম জানান,আহত মেয়েটি আংশকা মুক্ত নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর জানান, অভিযুক্ত মোঃ শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির পরিবারের সাতে যোগাযোগ করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের করা হবে।