বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, গত ৫৩ বছর লোকাল গভমেন্ট তেমন কিছুই করেনি। সামান্য কিছু পয়সা ছিটিয়ে দিয়েছে। তা আবার চেয়ারম্যান সাহেবরা ধরে রাখছে। এর মধ্যে দু একটা কাজ তারা করেছে। লোকাল গভমেন্ট যদি সচ্ছ কাজ করতো তাহলে প্রতিটি ইউনিয়ন ডেভেলপমেন্ট হতো।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ পার্কে কনভেশন কক্ষে সৌজন্য সাক্ষাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আধুনিক ইউনিয়ন গড়ে তোলার লোকাল গভমেন্টের কোন বিকল্প নেই।
তৃণমূল মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেয়ার মাধ্যম হচ্ছে এই ইউনিয়ন পরিষদ। আর প্রান্তিক মানুষের সকল সুবিধা ও অসুবিধা সমাধানে ইউনিয়ন পরিষদই তাদের ভরসার জায়গা। তাই আধুনিক ইউনিয়ন গড়তে
সবাই'কে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি
এডভোকেট আশরাফুল করিম বাবু, মাহবুব হায়দার আজাদ, জহিরুল ইসলাম রীটু, সাংবাদিক আমিরুর ইসলাম নয়ন, প্রমুখ।