শেরপুর জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের অষ্টমী তলার শেরপুর পৌরসভা আন্তঃজেলা বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় বাস টার্মিনাল' হতে দূরপাল্লাগামী বাস চলাচলের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আঃ আউয়াল চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ।
শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদেরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিকদল সভাপতি মোঃ শওকত হোসেন প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি প্রকল্পের ৬ কোটি টাকা ব্যয়ে আন্তঃজেলা আধুনিক বাস টার্মিনালটি ২০২১ সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সেই সাথে টার্মিনালটি চালু হওয়ায় শেরপুর জেলা শহরের যানজটের নিরসন মুক্ত হলো। এসময় অন্যান্য মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল লায়েছ মোঃ বজলুর করিম, সহকারি প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শেলিম আলমসহ শেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।